ওমানে সড়ক দুর্ঘটনায় সন্দ্বীপের ৭ প্রবাসীর মৃত্যু
- আপডেট সময় : ১২:১৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / 141
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার একই ইউনিয়নের সাত প্রবাসী নিহত হয়েছেন।
বুধবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টার দিকে দেশটির দুকুম এলাকার সিদরায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা।
ওমানে থাকা সন্দ্বীপের আরেক প্রবাসী শিপন প্রত্যক্ষদর্শী হিসেবে দুর্ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি জানান, “মাছ ধরে ঘরে ফেরার পথে একটি ট্রাক তাদের গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।”
নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন মোহাম্মদ আমিন সওদাগর, আরজু, মোহাম্মদ বাবলু, সাহাব উদ্দিন, মোহাম্মদ রকি এবং জুয়েল।
নিহতরা সবাই মাছ ধরার কাজ করতেন। দুর্ঘটনার পর তাদের মরদেহ স্থানীয় দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত বাবলুর ভাই আলমগীর হোসেন বলেন, ‘আমার ভাই ওমানে থাকে। সেখানে সাগরে মাছ ধরার কাজ করে। আজ বিকালে মাছ ধরা শেষে বাসায় ফেরার সময় সড়ক দুর্ঘটনায় আমার ভাইসহ সাত জন মারা গেছে বলে শুনেছি। তাদের সাত জনের বাড়ি সন্দ্বীপে।’






















