ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সৌদি আরবে এক সপ্তাহে আটক ১৮ হাজারের বেশি অবৈধ প্রবাসী

৫২ বাংলা
  • আপডেট সময় : ১১:৩০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / 109
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের নিরাপত্তা বাহিনী গত এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত আইন ভঙ্গের অভিযোগে ১৮ হাজার ৬৭৩ জনকে আটক করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত অভিযান পরিচালিত হয়। এতে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিট এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো অংশ নেয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ১০ হাজার ৬৭৩ জন আবাসন আইন, ৪ হাজার ১৭৮ জন শ্রম আইন এবং ৩ হাজার ৮২২ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন।

অভিযান চলাকালে ২৫ হাজার ৪৭৮ জনকে নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে ভ্রমণ নথি সংগ্রহের জন্য। একই সময়ে ২ হাজার ১৩৯ জনকে দেশে ফেরার প্রস্তুতি প্রক্রিয়ায় রাখা হয়েছে এবং ১১ হাজার ৫৪৪ জনকে ইতোমধ্যেই সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া ১ হাজার ৪৭৯ জনকে অবৈধভাবে সৌদিতে প্রবেশের সময় আটক করা হয়। এর মধ্যে ৫৯ শতাংশ ইয়েমেনি, ৪০ শতাংশ ইথিওপীয় এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে অবৈধভাবে দেশত্যাগের চেষ্টা করার সময় আরও ৫২ জনকে আটক করা হয়েছে।

অভিযানে আরও ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে, যারা অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় বা কাজের সুযোগ দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে ৩১ হাজার ১৫ জন প্রবাসীর (২৯ হাজার ১৭২ জন পুরুষ ও ১ হাজার ৮৪৩ জন নারী) বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, অবৈধভাবে কাউকে দেশে প্রবেশে সহযোগিতা করলে, পরিবহন বা আশ্রয় দিলে কিংবা অন্য কোনো সেবা প্রদান করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। পাশাপাশি এ কাজে ব্যবহৃত যানবাহন বা বাড়িও বাজেয়াপ্ত করা হবে।

মন্ত্রণালয় জনগণকে আহ্বান জানিয়েছে, এ ধরনের আইন লঙ্ঘনের তথ্য থাকলে মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে কল করার জন্য।

সূত্র: সৌদি গ্যাজেট


👉 চাইলে আমি এখনই এই নিউজটির জন্য ইনফোগ্রাফের তথ্য

নিউজটি শেয়ার করুন

সৌদি আরবে এক সপ্তাহে আটক ১৮ হাজারের বেশি অবৈধ প্রবাসী

আপডেট সময় : ১১:৩০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

সৌদি আরবের নিরাপত্তা বাহিনী গত এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত আইন ভঙ্গের অভিযোগে ১৮ হাজার ৬৭৩ জনকে আটক করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত অভিযান পরিচালিত হয়। এতে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিট এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো অংশ নেয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ১০ হাজার ৬৭৩ জন আবাসন আইন, ৪ হাজার ১৭৮ জন শ্রম আইন এবং ৩ হাজার ৮২২ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন।

অভিযান চলাকালে ২৫ হাজার ৪৭৮ জনকে নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে ভ্রমণ নথি সংগ্রহের জন্য। একই সময়ে ২ হাজার ১৩৯ জনকে দেশে ফেরার প্রস্তুতি প্রক্রিয়ায় রাখা হয়েছে এবং ১১ হাজার ৫৪৪ জনকে ইতোমধ্যেই সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া ১ হাজার ৪৭৯ জনকে অবৈধভাবে সৌদিতে প্রবেশের সময় আটক করা হয়। এর মধ্যে ৫৯ শতাংশ ইয়েমেনি, ৪০ শতাংশ ইথিওপীয় এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে অবৈধভাবে দেশত্যাগের চেষ্টা করার সময় আরও ৫২ জনকে আটক করা হয়েছে।

অভিযানে আরও ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে, যারা অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় বা কাজের সুযোগ দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে ৩১ হাজার ১৫ জন প্রবাসীর (২৯ হাজার ১৭২ জন পুরুষ ও ১ হাজার ৮৪৩ জন নারী) বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, অবৈধভাবে কাউকে দেশে প্রবেশে সহযোগিতা করলে, পরিবহন বা আশ্রয় দিলে কিংবা অন্য কোনো সেবা প্রদান করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। পাশাপাশি এ কাজে ব্যবহৃত যানবাহন বা বাড়িও বাজেয়াপ্ত করা হবে।

মন্ত্রণালয় জনগণকে আহ্বান জানিয়েছে, এ ধরনের আইন লঙ্ঘনের তথ্য থাকলে মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে কল করার জন্য।

সূত্র: সৌদি গ্যাজেট


👉 চাইলে আমি এখনই এই নিউজটির জন্য ইনফোগ্রাফের তথ্য