ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মহিলা সমাবেশ’ স্থগিত করল জামায়াত, কারণ কী? ‘নবীগঞ্জের ইতিকথা’র মোড়ক উন্মোচন বেশিরভাগ দেশই নারী নেতৃত্বকে ‘বাস্তবসম্মত মনে করে না’ : আল জাজিরার সাক্ষাৎকারে জামায়াত আমির প্রবাসীদের দাবিতে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বাঁচাতে বিএনপির উদ্যোগ ৬২টি আসনে বিএনপির বিদ্রোহী ৭২ জন  কাকরদিয়া- তেরাদল- আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকের আনুষ্ঠানিক যাত্রা শুরু জামায়াত আমির বললেন, গালে হাত দিয়ে বসে থাকব না, গর্জে উঠব পাঁচ লাখ অভিবাসীকে বৈধ করবে স্পেন পৃথিবীতে জালিয়াতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ: প্রধান উপদেষ্টা পুরস্কার ঘোষণা করে কী লাভ হলো? লুটের অস্ত্র অপরাধীদের হাতে, নির্বাচন ঘিরে ‘বাড়তি উদ্বেগ’

কারাবন্দী সাবেক মন্ত্রী নূরুল মজিদ হুমায়ূনের মৃত্যু, আ.লীগের সাবেক দুই এমপি গ্রেপ্তার

৫২ বাংলা
  • আপডেট সময় : ১২:৩৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 156

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন মারা গেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে কারা অধিদপ্তরের এক বার্তায় জানানো হয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়, নূরুল মজিদ মাহমুদ ‘আনকন্ট্রোলড বাওয়েল অ্যান্ড ব্লাডার’ সমস্যায় ভুগছিলেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে রোববার বিকেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই সোমবার সকালে তিনি মারা যান।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৪ সেপ্টেম্বর ঢাকার গুলশান থেকে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৪ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

পরে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৪ সালের দশম জাতীয় নির্বাচনে আবারও সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

২০১৯ সালে একাদশ জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে শিল্পমন্ত্রী হন তিনি।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় নির্বাচনে টানা চতুর্থবারের মতো নরসিংদী-৪ আসন থেকে নির্বাচিত হয়ে দ্বিতীয়বার শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ৬ দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধসহ তৎকালীন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।

যুবলীগের প্রতিষ্ঠালগ্নে তিনি ছিলেন কেন্দ্রীয় নেতা এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনার পর তিনি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।

সাবেক দুই এমপি ফয়জুর রহমান নুসরাত বুবলী গ্রেপ্তার

কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের ফয়জুর রহমান এবং সংরক্ষিত মহিলা আসনের তামান্না নুসরাত বুবলী।

সোমবার সকালে পুলিশের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। তবে কোন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং কোন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে—সে বিষয়ে বার্তায় বিস্তারিত জানানো হয়নি।

ডিবির উপকমিশনার তালেবুর রহমান জানান, ফয়জুর রহমান ও তামান্না নুসরাত বুবলীর গ্রেপ্তারের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

গত বছর ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সাবেক মন্ত্রী-এমপি, পুলিশ কর্মকর্তা এবং প্রভাবশালী ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে। এরপর জুলাই আন্দোলন ঘিরে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

কারাবন্দী সাবেক মন্ত্রী নূরুল মজিদ হুমায়ূনের মৃত্যু, আ.লীগের সাবেক দুই এমপি গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৩৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন মারা গেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে কারা অধিদপ্তরের এক বার্তায় জানানো হয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়, নূরুল মজিদ মাহমুদ ‘আনকন্ট্রোলড বাওয়েল অ্যান্ড ব্লাডার’ সমস্যায় ভুগছিলেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে রোববার বিকেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই সোমবার সকালে তিনি মারা যান।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৪ সেপ্টেম্বর ঢাকার গুলশান থেকে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৪ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

পরে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৪ সালের দশম জাতীয় নির্বাচনে আবারও সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

২০১৯ সালে একাদশ জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে শিল্পমন্ত্রী হন তিনি।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় নির্বাচনে টানা চতুর্থবারের মতো নরসিংদী-৪ আসন থেকে নির্বাচিত হয়ে দ্বিতীয়বার শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ৬ দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধসহ তৎকালীন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।

যুবলীগের প্রতিষ্ঠালগ্নে তিনি ছিলেন কেন্দ্রীয় নেতা এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনার পর তিনি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।

সাবেক দুই এমপি ফয়জুর রহমান নুসরাত বুবলী গ্রেপ্তার

কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের ফয়জুর রহমান এবং সংরক্ষিত মহিলা আসনের তামান্না নুসরাত বুবলী।

সোমবার সকালে পুলিশের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। তবে কোন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং কোন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে—সে বিষয়ে বার্তায় বিস্তারিত জানানো হয়নি।

ডিবির উপকমিশনার তালেবুর রহমান জানান, ফয়জুর রহমান ও তামান্না নুসরাত বুবলীর গ্রেপ্তারের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

গত বছর ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সাবেক মন্ত্রী-এমপি, পুলিশ কর্মকর্তা এবং প্রভাবশালী ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে। এরপর জুলাই আন্দোলন ঘিরে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হচ্ছে।