ম্যাকমিলান কফি মর্নিং: লন্ডনে বাঙালি কমিউনিটির ক্যান্সার সচেতনতায় ব্যাপক সাড়া
আয়োজনে ৫২বাংলা মিডিয়া ইউকে ও টি আলী স্যার ফাউন্ডেশন ইউকে
- আপডেট সময় : ০৬:২৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / 298
যুক্তরাজ্যের অন্যতম প্রধান ক্যান্সার সহায়তামূলক সংস্থা Macmillan Cancer Support– কে সহায়তা ও ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লণ্ডনে বিভিন্ন তথ্য উপকরণ সহ Macmillan Coffee Morning –এর আয়োজন করা হয়েছে।

ম্যাকমিলান কফি মর্নিং শুধুই একটি কফি আড্ডা নয় —এটি একটি মানবিক উদ্যোগ,যার মাধ্যমে রোগীদের পাশে দাঁড়ানো যায়, সহানুভূতি ছড়িয়ে দেওয়া যায়।এবং সমাজে একটি ইতিবাচক সচেতনতামূলক বার্তা পাঠানো যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হেমলেটস কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার ফর হেলথ,ওয়েলবিং এন্ড স্যোশাল কেয়ার কাউন্সিলার সাবিনা আক্তার ,ক্যাবিনেট মেম্বার ফর কালচার এন্ড রিক্রিয়েশন কাউন্সিলার কামরুল হোসেন ও চ্যারিটি প্রতিষ্ঠান ইস্টহ্যান্ডস এর সিইও সাংবাদিক আ স ম মাসুম।
এছাড়া কমিউনিটির বিশিষ্টজন, পেশাজীবী, সাংবাদিক, সমাজকর্মী ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। বিশেষ করে ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতায় কমিউনিটির করণীয় নিয়ে মতামত তুলে ধরেন।
এছাড়াও কফি মনিং –এ Macmillan-এর প্রদত্ত সেবাসমূহ, ক্যান্সার বিষয়ক সচেতনতা, আক্রান্তদের পরিবারের আবেগগণ অনুভূতি ও আক্রান্তদের মানষিক ও আর্থিক সহযোগিতার প্রয়োজনীয়তায় কী করণীয় ইত্যাদি দিকগুলো নিয়ে আলোচনা করা হয়।
বিশেষ অতিথি টাওয়ার হেমলেটস কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার ফর হেলথ,ওয়েলবিং এন্ড স্যোশাল কেয়ার কাউন্সিলার সাবিনা আক্তার বলেন, টাওয়ার হেমলেটস কাউন্সিল বারাবাসীর স্বাস্থ্যসেবা ও সচেতনতায় নিরলস কাজ করছে। কমিউনিটি সংগঠন থেকে এইরকম উদ্যোগ অত্যন্ত সময় উপযোগী । আয়োজকরা কীভাবে চ্যারিটি প্রতিষ্ঠান ম্যাকমিলান সহায়তা করে ও কীভাবে ম্যাকমিলানকে অর্থনৈতিক সহযোগিতা করা যায়- দুটো বিষয়ে তথ্য সম্বলিত লিফলেট, বুকলেট প্রদান করছেন। যা ব্যতিক্রম , কার্যকরী ও অনুকরণীয়।
এরকম উদ্যোগের সাথে সম্পৃক্ত হতে পেরে গর্ববোধ করছি উল্লেখ করে সাবিনা আক্তার বলেন, ক্যান্সার সচেতনতায় এরকম উদ্যোগ যতো বেশী হবে কমিউনিটির মানুষ ততো বেশী সচেতন হবে। স্বাস্থ্যসেবা ও জনসচেতনামূলক এই রকম উদ্যোগের সাথে টাওয়ার হেমলেটস কাউন্সিল পাশে থাকবে।
বিশেষ অতিথি টাওয়ার হেমলেটস কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার ফর কালচার এন্ড রিক্রিয়েশন কাউন্সিলার কামরুল হোসেন বলেন, ক্যান্সার এমন একটি ব্যাধি পরিবারের কেউ আক্রান্ত হলে গোটা পরিবারে এর সরাসরি প্রভাব পড়ে। আজকের তথ্যবহুল আয়োজনটি মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত, লোকাল কমিউনিটির জন্য অন্যতম সেরা কাজ বলেও মনে করি। আমরা ম্যাকমিলান ও ক্যান্সার বিষয়ে অনেক কিছু জানতে পেরেছি, আমাদের পেশাগত ও ব্যক্তি জীবনে অনেক উপকারে আসবে।
নির্বাহি মেয়র লুৎফুর রহমানের নেতৃত্বে টাওয়ার হেমলেটস কাউন্সিল প্রবীণদের জন্য অনেকগুলো স্বাস্হ্য সেবা চালু করেছে, যা থেকে বারার বাসিন্দারা সরাসরি উপকৃত হচ্ছে। আয়োজকদের বিশেষভাবে ধন্যবাদ জানাই মাসব্যাপী এই অ্যাওয়ারসেন ক্যাম্পেইনে তারা প্রবীণদের কাছে Macmillan Cancer Support প্রতিষ্ঠানের তথ্য ও সেবাগুলো তুলে ধরেছেন। এথেকে প্রবীণরা সরাসরি তথ্যসেবা পেয়ে উপকৃত হবেন।
সুনামধন্য চ্যারিটি প্রতিষ্ঠান ইস্টহ্যান্ডস এর সিইও সাংবাদিক আ স ম মাসুম বিশ্বের বিভিন্ন দেশে দীর্ঘদিন ধরে তার মানবিক ও সেবামূলক কাজের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, এরকম কাজ আসলেই কঠিন , যারা করেন মানবকল্যাণে তারা ধন্যবাদহীনভাবে মন থেকেই করেন । এবং স্বেচ্ছাসেবীরা ভালো করেই জানেন এই রকম কাজের অনুভুতি কত মধুর!
ইস্টহ্যান্ডস এর সিইও বলেন, ৫২বাংলা মিডিয়া ইউকে ও টি আলী স্যার ফাউন্ডেশন ইউকে বৃটেনের অন্যতম পর্যটন স্থান টাওয়ার ব্রিজ থেকে মাসব্যাপী অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শুরু করে । এবং অনেক স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করে আজকের ম্যাকমিলান কফি মর্নিং সত্যিকার অর্থে ডায়াসপোরা বাঙালি কমিউনিটিতে একটি ইতিবাচক বার্তা দিচ্ছে । এরকম উদ্যোগ ধারাবহিকভাবে করা সম্ভব হলে বেশী সংখ্যক মানুষ জানবে ও উপকৃত হবে।
মাসব্যাপী অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের সমন্বয়ক ও ৫২বাংলা টিভির হেড অব কমিউনিটি অ্যাফেয়ার্স ছরওয়ার আহমদ বলেন, আমরা বিশেষ করে প্রবীণ ও মধ্যবয়স্কদের সাথে ম্যাকমিলান ক্যান্সার সাপোর্ট এর বিনামূল্যে পরিসেবাগুলো অবহিত ও ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক তথ্য বিনিময় করেছি। আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি- এশিয়ান কমিউনিটিতে এই রোগের ঝুঁকি দিন দিন বাড়লেও এনিয়ে সচেতনতার মোটাদাগে অভাব রয়েছে।
তিনি বলেন, বৃটেনে বাংলাদেশী কমিউনিটির অনেকগুলো সংগঠন আছে- এরকম সেবামূলক কাজে সকলের আরও বেশী করে সম্পৃক্ত হওয়া আমাদের মানবিক দায়িত্ব বলে মনে করি।
শুরুতে ভূমিকা বক্তব্যে অপর ক্যাম্পেইন সমন্বয়ক, ৫২বাংলা সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি বলেন, আমাদের উদ্দেশ্য ছিল বিশেষ করে বহুজাতিক বৃটেনের বাঙালি কমিউনিটিতে ক্যান্সার বিষয়ে সচেতনতা সৃষ্টি ও ম্যাকমিলান প্রতিষ্ঠানের পরিসেবাগুলো কী কী এবং কীভাবে সেবা পাওয়া সম্ভব সেসব বিষয়ে কমিউনিটির মানুষদের জানানো।
কফি মর্ণিং- এ অতিথিবক্তারা প্রাতিষ্ঠানিকভাবে যার যার অবস্থান থেকে মানবিক ও সচেতনতামূলক কাজের জন্য অভিজ্ঞ ও অনুকরণীয় কাজ করছেন। অনুষ্ঠানে যোগ দেয়া স্বেচ্ছাসেবীরা অতিথিদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও অনুপ্রেরণা পেয়েছেন। এটাই আমরা চেয়েছি এবং আমরা মনে করি সফল হয়েছি।
টি আলী স্যার ফাউন্ডেশন ইউকের সভাপতি ফয়সল আহমদ রুহেল বলেন, ম্যাকমিলান যেভাবে আমাদের কমিউনিটির সেবা করছে, আমাদেরও উচিত তাদের পাশে দাড়ানো। আমরা দুইভাবে তাদের পাশে থাকার চেষ্টা করছি- প্রথমত প্রতিষ্ঠানটির সিগনেচার টি-শার্ট অনেকগুলো কিনে প্রতিষ্ঠানের তহবিলে সহযোগিতা করেছি। এবং তা পরিধান করে মাসব্যাপি সচেতনতা ক্যাম্পেইন করেছি। দ্বিতীয়ত ম্যাকমিলান কফি মর্নিং এর আয়োজনের মাধ্যমে ব্যাপক জনসচেতনতা ও স্বেচ্ছাসেবি কাজে সংগঠকদের অনুপ্রাণিত করেছি। তৃতীয়ত ম্যাকমিলানের প্রদত্ত লিংক এর মাধ্যমে অর্থ সহায়তায় উদ্ধুদ্ধ করেছি। যা সরাসরি প্রতিষ্ঠানটির একাউন্টে জমা হয়েছে।
অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটি লন্ডন ছাড়াও বার্মিংহামে টি আলী স্যার ফাউন্ডেশনের সমন্বয়ক কবির আহমদ ও তারিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত হয়। অনুষ্ঠানে বার্মিংহামের তাদের সচেতনতামূলক প্রচারণার অভিজ্ঞতা তুলে ধরে তারিকুল ইসলাম তার আলোচনায় বলেন, আমরা অভিভূত, যেখানেই তথ্যগুলো শেয়ার করেছি, কথা বলেছি-বিশেষ করে প্রবীণরা অত্যন্ত সম্মানীত বোধ করেছেন এবং পরিবার ,স্বজনদের মধ্যে আক্রান্তদের কঠিন সময় পার করার অভিজ্ঞতা বিনিময় করেছেন।
বাঙালিদের মধ্যে ক্যান্সার রোগের সংখ্যা আশংকাজনকহারে বাড়ছে উল্লেখ করে তিনি বলেন,ক্যান্সার নিয়ে কমিউনিটিতে সচেতনতা অত্যন্ত জরুরী ।
ম্যাকমিলান কফি মর্নিং- এ স্বেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের সাধারণ সম্পাদক এহসানুল হক সুবিন, সেন্টার ফর বেঙ্গলি স্টাডিজ ইউকের পরিচালক নোমান আহমদ, ৫২বাংলা স্টাফ করেসপন্ডেন্ট সাদিক রহমান বকুল, বাংলা পেইজ সম্পাদক খালেদ রনি, গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ও গল্লাসাঙ্গন ওয়েলফেয়ার ট্রাস্ট এসোসিয়েশন এর সভাপতি খলিলুর রহমান, বাংলাদেশ হসপিটালিটি ফোরাম ইউকের সাধারণ সম্পাদক আব্দুল মুমিন বেলাল, চ্যানেল ইউরোপের বার্তা সম্পাদক শামসুর সুমেল।
টি আলী স্যার ফাউন্ডেশন ইউকের স্বেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন – এনাম হক, কবির আহমদ, তারিকুল ইসলাম , নজমুল ইসলাম তাপাদার, সিরাজুল ইসলাম, শফিকুর রহমান ছুট, কয়েছ উদ্দিন, ফখরুল ইসলাম, রাসেল চৌধুরী, ফারুক উদ্দিন, ওহিদ চৌধুরী, সুমন মিয়া ও বেদার আহমেদ জিলু ,খয়রুল ইসলাম, রুহুল আমিন রুহেল প্রমুখ।
প্রসঙ্গত বর্তমানে বিশ্বজুড়ে ২০০-রও বেশি ভিন্ন ভিন্ন ধরণের ক্যান্সার শনাক্ত করা হয়েছে, যার প্রত্যেকটির রয়েছে আলাদা চিকিৎসা ব্যবস্থা। এই জটিলতা আরও বেড়ে যায় যখন রোগ নির্ণয়ে বিলম্ব ঘটে।
Macmillan Cancer Support এর সাম্প্রতিক গবেষণা অনুসারে, যুক্তরাজ্যে অন্তত ১ লাখ মানুষ ক্যান্সার চিকিৎসায় বিলম্বের কারণে তাদের রোগের অবনতি দেখেছেন। ২০২২ সাল ছিল ক্যান্সার চিকিৎসা বিলম্বের দিক থেকে সবচেয়ে খারাপ বছর।
Macmillan শুধুমাত্র চিকিৎসাসেবা নয়, রোগীদের মানসিক সহায়তাও দিয়ে থাকে। তাদের Support Line একটি গোপনীয় এবং বিনামূল্যে ‘ফোন সেবা’ যেখানে ক্যান্সার আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবার কথা বলে সহানুভূতির সাড়া পেতে পারেন। “If you need to talk, we’ll listen” — এই প্রতিশ্রুতিতে ধাতব্য প্রতিষ্ঠানটি মানুষের সেবায় কাজ করে।
আয়োজক প্রতিষ্ঠান ৫২বাংলা মিডিয়া ইউকে ও টি আলী স্যার ফাউন্ডেশন ইউকে সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, তহবিল গঠনে সকলের স্বেচ্ছাশ্রম ও সহযোগিতায় আমরা একটি মানবিক ও সেবামূলক কাজ সফলভাবে সমাপ্ত করা সম্ভব হয়েছে।

















