বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
Sex Cams
সর্বশেষ সংবাদ
বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অবমানননা ও লাঞ্ছনার তীব্র প্রতিবাদ  » «   অফস্টেডে ‘আউটস্ট্যান্ডিং’ টাওয়ার হ্যামলেটস : সরকারের রিপোর্ট বলছে, “শিশুরা পায় চমৎকার সহায়তা”   » «   সাত বছরের শিশুর ধর্ষণের বিচারের দাবিতে রাজপথে আন্দোলনে এক মা  » «   বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান  » «   জয় বাংলা স্লোগান দেয়ায় ছাত্রলীগ নেত্রীকে ৯ তলায় নেয়া হলো সিঁড়ি দিয়ে  » «   ‘সম্পর্ক’ স্বাভাবিক হবে ঢাকায় নির্বাচিত সরকার এলে, জানালেন ভারতের সেনাপ্রধান  » «   ঘরটি কেন পুড়েনি?  » «   অমর একুশে বইমেলা নিয়ে কী হচ্ছে?  » «   ‘ভালো বন্ধু’ টিউলিপকে বরখাস্ত করার মত কঠোর হতে পারবেন স্টারমার?  » «   ১১ দিনে প্রবাসী আয় এলো ৭৩ কোটি ৬৬ লাখ ডলার  » «   বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র-ভারতের বৈঠক  » «   যুক্তরাজ্যে টিউলিপের পর আলোচনায় সালমানপুত্র  » «   জুলাই গণঅভ্যুত্থানের বেওয়ারিশ ছয় লাশ  » «   ‘শিক্ষক আওয়ামী লীগ করতেন’, তাই পিটিয়ে স্কুলছাড়া করলেন যুবদল নেতা  » «   সীমান্তে বেড়া: ভারতীয় হাই কমিশনারকে ডেকে ঢাকার প্রতিবাদ  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

স্পেনের বার্সেলোনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

স্পেনের বার্সেলোনায় যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। অ্যাসোসিয়েশন কোলতুরাল ই উমানিতেরিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার এর ব্যবস্থাপনায় ও বার্সেলোনার সকল সামাজিক,রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সার্বিক সহযোগিতায় বার্সেলোনার প্রবাসী বাংলাদেশীরা দিবসটি পালন করেন।

বার্সেলোনা সিটি কর্পোরেশন কর্তৃক বাংলা ভাষা শহীদদের স্মরণে নবনির্মিত স্থায়ী স্মৃতিফলক ও অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশ এসোসিয়েশন এন বার্সেলোনার সভাপতি মাহারুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনের নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সারি হারুন আল রাশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্সেলোনার বাংলাদেশ কনস্যুলার সিনিয়র রামন পেদ্রো, সাব দেলিগাসিয়ন দেল গভিয়ের্নো (বার্সেলোনা) মনসেররাত গ্রাসিয়া লোবেররা, সিটি করপোরেশনের সিউদাদ ভেইয়া বার্সেলোনার কর্মকর্তা গালাপিন রেখিদরাস, চেক রিপাবলিক এর কনস্যুলেটর খাইনে মার্টিন পুচল, শ্রীলঙ্কার কনস্যুলেটর আগুস্টিন লানাস আর্মেস্ট, সিটি করপোরেশনের কাউন্সিলর ও এসকেররা দলের ভাইস প্রেসিডেন্ট মার্ক বোররেল, বার্সেলোনা সিটি করপোরশনের ইমিগ্রেশন বিভাগের কমিশনার লোলা লোপেসসহ অন্যান্য বিদেশী অতিথিবৃন্দ।

পর্যটন ণগরী বার্সেলোনা ও তার পাশ্ববর্তী শহরের বাংলাদেশি সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিকসহ প্রায় ৩০টি সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে প্রবাসের মাটিতে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে।

এ সময় কমিউনিটির বাংলাদেশিসহ বিদেশিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। এরপর বিভিন্ন সংগঠনের মধ্যে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ এসোসিয়েশন এন কাতালোনিয়া, এসোসিয়েশন কোলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়া, স্পেন-বাংলা প্রেস ক্লাব, বাংলা স্কুল বার্সেলোনা, কাতালোনিয়া আওয়ামী লীগ, কাতালোনিয়া বিএনপি, সর্ব ইউরোপীয়ান হৃদয়ে একাত্তর ফাউন্ডেশন,কাতালোনিয়া যুব লীগ, স্বেচ্ছা সেবক লীগ, কাতালোনিয়া যুব দল, বঙ্গবন্ধু পরিষদ, স্বেচ্ছাসেবক দল, সুনামগঞ্জ কোলতুরাল এসোসিয়েশন, প্রবাসী বিয়ানীবাজার, কুমিল্লা সমিতি, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন, গোলাপগঞ্জ সমিতি, ভয়েস অব বার্সেলোনা, গ্রীণ ক্রিসেন্ট সোসাইটি, মহিলা সমিতি বার্সেলোনা, ঢাকা সমিতি, মাদারিপুর সমিতি, মাদারিপুর ভিআইপি ক্লাব, শরিয়তপুর সমিতি, বন্ধুসূলভ মহিলা সংগঠন বার্সেলোনা, প্রবাস কথা বার্সেলোনা ও বার্সেলোনা পূজা কমিটিসহ আরো অন্যান্য সংগঠন।

বাংলাদেশ এসোসিয়েশন এন কাতালোনিয়ার সভাপতি মাহারুল ইসলাম মিন্টু ও এসোসিয়েশন কোলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়া সভাপতি সুরুজ্জামান জামান তাদের বক্তব্যে বার্সেলোনার বাংলাদেশী কমিউনিটিতে বিভক্তি না টেনে সব বাংলাদেশীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান। তারা বার্সেলোনার বাংলাদেশী কমিউনিটির সকলে মিলে একক ও অভিন্ন বাংলাদেশী সংগঠন তৈরির জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন