ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না কুকুরছানা হত্যা মামলায় মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু খালেদা জিয়াকে লন্ডন নিতে ঢাকায় আসছেন জুবাইদা যুক্তরাজ্যের ৯ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ বাংলাদেশি শিক্ষার্থী! কাতারের রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে যেসব অত্যাধুনিক সুবিধা রয়েছে কাকরদিয়া–তেরাদল–আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকের আত্নপ্রকাশ

টাওয়ার হ্যামলেটস টাউন হল ওপেন ডে ২০ সেপ্টেম্বর
আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে স্মারক ফলক

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৫:৫১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 210
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাওয়ার হ্যামলেটস বারার বৈচিত্র্যময় জনগোষ্ঠীগৌরবময় ইতিহাস এবং উজ্জ্বল ভবিষ্যৎকে উদযাপন করতে আগামী ২০ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশেষ অনুষ্ঠান “টাউন হল ওপেন ডে”। একইদিন বেলা ২টায় ঐতিহাসিক রয়েল লন্ডন হসপিটাল ভবনে নতুনভাবে চালু হওয়া টাউন হল-এর স্মারক ফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে।

সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানে থাকবে ইতিহাসসংস্কৃতিবিনোদনের নানা আয়োজন এবং এটি হয়ে উঠবে কমিউনিটির মিলনমেলা।

ঐতিহাসিক রয়েল লন্ডন হসপিটাল ভবনের পুনর্জন্মযা এখন টাওয়ার হ্যামলেটস্ টাউন হল হিসেবে নতুনভাবে চালু হয়েছেতার স্মারক ফলক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিতে বারার জনসাথারণকে আমন্ত্রণ জানানো হয়েছে। দুপুর ২টায় ঐতিহাসিক হাসপাতাল ভবনের রূপান্তর এবং জনগণের সেবায় এর নতুন যাত্রাকে স্মরণীয় করে রাখতে প্লাক বা স্মারক ফলক অনুষ্ঠানে যোগ দিয়ে ইতিহাসের অংশ হোন।

এ উপলক্ষে টাউন হলে আয়োজিত হবে নতুন ফটোগ্রাফি প্রদর্শনী, যেখানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ৬০ বছরের পরিবর্তন এবং বৈচিত্র্য তুলে ধরা হবে।

এছাড়া  সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্থপতিদের নেতৃত্বেএবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টাওয়ার হ্যামলেটস কর্মীদের পরিচালনায় প্রতি ঘন্টায় অনুষ্ঠিত হবে গাইডেড ট্যুরঅর্থাৎ জনসাধাণকে ঘুরিয়ে দেখানো হবে ঐতিহাসিক এই স্থাপনার বিভিন্ন অংশ।

থাকবে সাংস্কৃতিক পরিবেশনা ও পারিবারিক আনন্দ। পার্লি কিং এবং কুইনরা শোনাবেন পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী গল্প।

সাংস্কৃতিক অনুষ্ঠানমালায় থাকবে সেল্টিক নৃত্যস্টিল ব্যান্ডক্লেজমার মিউজিকএবং বাংলাসোমালি ও চীনা সংস্কৃতির মনোমুগ্ধকর পরিবেশনা।

শিশুদের জন্য থাকবে ফেস পেইন্টিং ও বেলুন মডেলিংআর বড়দের জন্য ফিটনেস টেস্টার সেশন।

থাকবে স্থানীয় ব্যবসায়ী ও কমিউনিটি গ্রুপের স্টল অর্থাৎ কমিউনিটি মার্কেটপ্লেস।

এছাড়া ব্রিক লেন করি ফেস্টিভ্যাল – এ অংশগ্রহণকারীদের জন্য থাকবে বিশেষ ছাড়যা একই সপ্তাহান্তে অনুষ্ঠিত হবে।

ভবনের ইতিহাস

১৭৫৭ সালে আড়াইশ বছর আগে চালু হওয়া রয়েল লন্ডন হসপিটাল ভবনটি ছিলো বহু লন্ডনবাসীর জন্ম ও চিকিৎসার এক অনন্য স্থান। এখানে কাজ করেছেন Annie এনি ব্রুস্টারএডিথ ক্যাভেলএলিজাবেথ গ্যারেট এন্ডারসনটমাস বার্নার্ডোর মতো কিংবদন্তিরা।

২০১৫ সালে ভবনটি কাউন্সিলের অধীনে আসে এবং ২০২৩ সালে এটি নতুনভাবে চালু হয়। এটি এখন হোয়াইটচ্যাপেল এবং পুরো বারার পুনর্জাগরণের কেন্দ্রবিন্দু।

এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে তুলতে আপনার পরিবার ও বন্ধুদের নিয়ে আসুন। সবাই মাইল একসাথে উদযাপন করি টাওয়ার হ্যামলেটস নিয়ে আমাদের গর্বঐতিহ্য ও ভবিষ্যৎ।

নিউজটি শেয়ার করুন

টাওয়ার হ্যামলেটস টাউন হল ওপেন ডে ২০ সেপ্টেম্বর
আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে স্মারক ফলক

আপডেট সময় : ০৫:৫১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

টাওয়ার হ্যামলেটস বারার বৈচিত্র্যময় জনগোষ্ঠীগৌরবময় ইতিহাস এবং উজ্জ্বল ভবিষ্যৎকে উদযাপন করতে আগামী ২০ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশেষ অনুষ্ঠান “টাউন হল ওপেন ডে”। একইদিন বেলা ২টায় ঐতিহাসিক রয়েল লন্ডন হসপিটাল ভবনে নতুনভাবে চালু হওয়া টাউন হল-এর স্মারক ফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে।

সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানে থাকবে ইতিহাসসংস্কৃতিবিনোদনের নানা আয়োজন এবং এটি হয়ে উঠবে কমিউনিটির মিলনমেলা।

ঐতিহাসিক রয়েল লন্ডন হসপিটাল ভবনের পুনর্জন্মযা এখন টাওয়ার হ্যামলেটস্ টাউন হল হিসেবে নতুনভাবে চালু হয়েছেতার স্মারক ফলক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিতে বারার জনসাথারণকে আমন্ত্রণ জানানো হয়েছে। দুপুর ২টায় ঐতিহাসিক হাসপাতাল ভবনের রূপান্তর এবং জনগণের সেবায় এর নতুন যাত্রাকে স্মরণীয় করে রাখতে প্লাক বা স্মারক ফলক অনুষ্ঠানে যোগ দিয়ে ইতিহাসের অংশ হোন।

এ উপলক্ষে টাউন হলে আয়োজিত হবে নতুন ফটোগ্রাফি প্রদর্শনী, যেখানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ৬০ বছরের পরিবর্তন এবং বৈচিত্র্য তুলে ধরা হবে।

এছাড়া  সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্থপতিদের নেতৃত্বেএবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টাওয়ার হ্যামলেটস কর্মীদের পরিচালনায় প্রতি ঘন্টায় অনুষ্ঠিত হবে গাইডেড ট্যুরঅর্থাৎ জনসাধাণকে ঘুরিয়ে দেখানো হবে ঐতিহাসিক এই স্থাপনার বিভিন্ন অংশ।

থাকবে সাংস্কৃতিক পরিবেশনা ও পারিবারিক আনন্দ। পার্লি কিং এবং কুইনরা শোনাবেন পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী গল্প।

সাংস্কৃতিক অনুষ্ঠানমালায় থাকবে সেল্টিক নৃত্যস্টিল ব্যান্ডক্লেজমার মিউজিকএবং বাংলাসোমালি ও চীনা সংস্কৃতির মনোমুগ্ধকর পরিবেশনা।

শিশুদের জন্য থাকবে ফেস পেইন্টিং ও বেলুন মডেলিংআর বড়দের জন্য ফিটনেস টেস্টার সেশন।

থাকবে স্থানীয় ব্যবসায়ী ও কমিউনিটি গ্রুপের স্টল অর্থাৎ কমিউনিটি মার্কেটপ্লেস।

এছাড়া ব্রিক লেন করি ফেস্টিভ্যাল – এ অংশগ্রহণকারীদের জন্য থাকবে বিশেষ ছাড়যা একই সপ্তাহান্তে অনুষ্ঠিত হবে।

ভবনের ইতিহাস

১৭৫৭ সালে আড়াইশ বছর আগে চালু হওয়া রয়েল লন্ডন হসপিটাল ভবনটি ছিলো বহু লন্ডনবাসীর জন্ম ও চিকিৎসার এক অনন্য স্থান। এখানে কাজ করেছেন Annie এনি ব্রুস্টারএডিথ ক্যাভেলএলিজাবেথ গ্যারেট এন্ডারসনটমাস বার্নার্ডোর মতো কিংবদন্তিরা।

২০১৫ সালে ভবনটি কাউন্সিলের অধীনে আসে এবং ২০২৩ সালে এটি নতুনভাবে চালু হয়। এটি এখন হোয়াইটচ্যাপেল এবং পুরো বারার পুনর্জাগরণের কেন্দ্রবিন্দু।

এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে তুলতে আপনার পরিবার ও বন্ধুদের নিয়ে আসুন। সবাই মাইল একসাথে উদযাপন করি টাওয়ার হ্যামলেটস নিয়ে আমাদের গর্বঐতিহ্য ও ভবিষ্যৎ।