মব সন্ত্রাসের হুমকি : ঢাকায় দুই সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড
- আপডেট সময় : ০৭:৫৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / 171
মব সন্ত্রাসের হুমকির মুখে ঢাকায় আয়োজিত দুইটি সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলামটরের বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এই দুই অনুষ্ঠান হওয়া কথা ছিল।
দেশের অন্যতম প্রধান আবৃত্তি সংগঠন স্রোত আবৃত্তি সংসদ রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে ‘দ্রোহে জাগরণে রবীন্দ্রনাথ’ আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে সন্ধ্যা ৭টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে।
অপর আয়োজনটি ছিল আবৃত্তি সংগঠন শব্দসুধা’র আত্মপ্রকাশ অনুষ্ঠান। বিশ্বসাহিত্য কেন্দ্রের ৫ তলায় সন্ধ্যা ৬টায় ছিল এ অনুষ্ঠান।
ফ্যাসিবাদ বিরোধী সাংস্কৃতিক ঐক্য নাম দিয়ে একটি পক্ষ এই দুই অনুষ্ঠান বন্ধের হুমকি দেয়। তারা বিকাল ৪ টায় বাংলামোটরের বিশ্ব সাহিত্যকেন্দ্রের গলিমুখে ‘শিল্প-সাহিত্য-সংস্কৃতির ছদ্মবরণে নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদী কর্মকাণ্ডের প্রতিবাদে অবস্থান কর্মসূচী’ ঘোষণা করে। কর্মসূচির পরিপ্রেক্ষিতে সাংস্কৃতিক অনুষ্ঠান দুইটি পণ্ড হয়ে যায়।
স্রোত আবৃত্তি সংসদের ফেসবুক পেইজ থেকে অনুষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, ‘‘সুহৃদ, মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে স্বাধীন বাংলাদেশে মানুষের মুক্তির সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদের রক্ত আমাদের প্রেরণার উৎস। নজরুল-রবীন্দ্রনাথ-জীবনানন্দ-সুকান্ত আমাদের বোধকে শাণিত করে। আমরা শান্তিতে বিশ্বাস করি, সংস্কৃতিকর্মী হিসেবে যে কোনো সংঘাতের বিরুদ্ধে আমাদের অবস্থান। আর তাই, আজ ৫ই সেপ্টেম্বর ২০২৫ এর রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে আয়োজিত অনুষ্ঠান স্থগিত করা হলো। ধন্যবাদ।’’

















