জাতীয় নির্বাচনে আর থাকছে না পোস্টার
সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহারের সুযোগ থাকবে
- আপডেট সময় : ০৩:১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / 124
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত আচরণবিধি অনুযায়ী, এবার থেকে কোনো প্রার্থী প্রচারণায় পোস্টার ব্যবহার করতে পারবেন না। এর পরিবর্তে প্রতিটি আসনে সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে।
রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য প্রণীত আচরণবিধিতে নতুন করে এই বিধান যুক্ত করেছে নির্বাচন কমিশন।
এছাড়া নির্বাচনের দিন ও প্রচারণাকালে কোনো ধরনের ড্রোন, কোয়াডকপ্টার বা অনুরূপ যন্ত্র ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী, প্রতিটি বিলবোর্ডের দৈর্ঘ্য সর্বোচ্চ ১৬ ফুট এবং প্রস্থ ৯ ফুট হতে পারবে। একটি আসনে সর্বাধিক ২০টি বিলবোর্ড ব্যবহারের অনুমতি থাকবে।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা এ আচরণবিধি বুধবার আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি।
নারীদের সাইবার বুলিং প্রতিরোধ, বিদেশে কোনো প্রার্থীর পক্ষে সরাসরি প্রচারণা চালানো নিষিদ্ধকরণ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে শাস্তির বিধানও রাখা হয়েছে নতুন আচরণবিধিতে।
এছাড়া আচরণবিধি লঙ্ঘনের শাস্তি আরও কঠোর করার প্রস্তাব দিয়েছে ইসি। এতে প্রার্থিতা বাতিলের বিধান যুক্ত করার পাশাপাশি জরিমানার পরিমাণ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় লাখ টাকা করা হয়েছে। পূর্বের মতো ছয় মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান বহাল রাখা হয়েছে।
সূত্র জানায়, আচরণবিধিতে আগের বেশিরভাগ বিধান বহাল রাখা হলেও কিছু নতুন ধারা যোগ করা হয়েছে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসউদ বলেন, “আচরণবিধির খসড়া চূড়ান্ত করা হয়েছে। এতে জরিমানা ও প্রার্থিতা বাতিলের বিধান যুক্ত করা হয়েছে। বিলবোর্ড ব্যবহারের কারণে খরচ বাড়বে কি না, তা নির্ভর করবে প্রার্থীর নিজস্ব সিদ্ধান্তের ওপর।”
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ডিসেম্বরে তফসিল ঘোষণা করা হবে। সেই লক্ষ্যে আচরণবিধি ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের কাজ সম্পন্ন করেছে ইসি।

















