মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের বার্ষিক বনভোজন
- আপডেট সময় : ০৭:২২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- / 164
যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের প্রবাসীদের সংগঠন মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের বার্ষিক বনভোজন পরিবেশে সম্পন্ন হয়েছে।
সোমবার, ২৫ আগষ্ট পূর্ব লন্ডন থেকে যাত্রা করে বৈচিত্রময় আয়োজন এর কেন্দ্রস্থল ছিল Seven Sisters Beach-এ।
সংস্থার সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন খান ও কোষাধ্যক্ষ আতিকুর রহমান মোহন-এর নেতৃত্বে বিপুলসংখ্যক সদস্য ও তাদের পরিবার অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাথিউরা ইউনিয়নের সাবেক এমপি আলহাজ্ব সেলিম উদ্দিন, বিশিষ্ট মুরব্বি সামছুল হক, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি জাহাঙ্গীর খান ও সংস্থার সদস্য এখলাছুর রহমান, জসিম উদ্দিন, বাবুল আহমদ, মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের উপদেষ্টা ও সাবেক সভাপতি সুরমান খান, উপদেষ্টা ও সাবেক সভাপতি কামাল হোসেন, উপদেষ্টা ইকবাল হোসেন, সিনিয়র সদস্য শাহাজাহান খান, সহ সভাপতি মুন্না আহমেদ রাজু, সাবেক সভাপতি কলিম উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ শামীম উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ নুরুল হক, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন পারভেজ, ক্রীড়া সম্পাদক মামুন আল রশীদ, ধর্ম সম্পাদক আলী হোসেন আজিম, সদস্য শাহান, ফাহিম সহ মাথিউরার বিশিষ্টজন ও কমিউনিটির ব্যক্তিবর্গ।
এই বনভোজনে সংস্থার ছোট-বড় সকল বয়সী সদস্য ও তাদের পরিবারবর্গের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। দিনব্যাপী আনন্দপূর্ণ আয়োজনে ছিল বাংলাদেশের গ্রামীন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহি খাবার ।
বনভোজনে অংশ নেয়া সকলে সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও একে অপরের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।




















