দুঃখ প্রকাশ করলেন রুমিন ফারহানা
- আপডেট সময় : ১২:১৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / 172
নিজের বক্তব্য, ব্যবহার ও শব্দ চয়নে কেউ কষ্ট পেয়ে থাকলে সেজন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়ার সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের শুনানিতে এনসিপি নেতার সঙ্গে মারামারির জেরে এনসিপি নেতা হাসনাত আবদুল্লহকে ব্যারিস্টার রুমিন ফারহানা ‘ফকিন্নির পোলা’ বলে গালি দিয়েছিলেন। তার এ গালি নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।
বুধবার (২৭ আগস্ট ২০২৫) একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, আমার কথায়, আমার অযৌক্তিক কোনো ব্যবহারে, অযৌক্তিক কোনো শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ডেফিন্টেলি আমি দুঃখিত।
রুমিন ফারহানা বলেন, আমি যদি নিজেকে আরো নিয়ন্ত্রণ করতে পারতাম আরো ভালো হতো ৷ কিন্তু দিনশেষে তো আমি একজন মানুষ। একজন মানুষের ধৈর্যেরও একটা সীমা থাকে। বহুদিন ধরে কেউ যদি ট্রলড হতেই থাকে, একটা সময় মনে হয় জবাব দেই। সেটা না হলেই ভালো।


















