সিলেটে অবৈধ বালু-পাথর উত্তোলন ও পরিবহনে নিষেধাজ্ঞা
- আপডেট সময় : ১১:২১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
- / 191
সিলেটে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, পরিবহন ও বিক্রয়ে নিষেধাজ্ঞা জারি করেছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
সিলেটে বালু ও পাথর অবৈধভাবে উত্তোলন, সংরক্ষণ, পরিবহন এবং বিক্রয়ে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। বুধবার (২৭ আগস্ট ২০২৫) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ ঘোষণা দেওয়া হয়। এতে এ ধরনের কর্মকাণ্ডকে ‘সম্পূর্ণরূপে নিষিদ্ধ’ বলা হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, সম্প্রতি সিলেটের সীমান্তবর্তী উপজেলাগুলোর প্রাকৃতিক সম্পদ ও পর্যটনসম্ভাবনাময় অঞ্চল থেকে কিছু ব্যক্তি অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন, লুণ্ঠন এবং পাচারে জড়িত রয়েছেন। এর ফলে প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হয়েছে এবং পর্যটন খাতও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সিলেট জেলায় এসব কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। আদেশ অমান্য করে অবৈধভাবে বালু বা পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিষেধাজ্ঞা জারির বিষয়ে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম গণমাধ্যমকে বলেন, “যারা এ ধরনের অবৈধ কাজ করছে, তাদের স্মরণ করিয়ে দিতেই এই আদেশ দেওয়া হয়েছে। যাতে তারা ভবিষ্যতে আর এমন কাজে না জড়ায়।”
এর আগে গত শনিবার ভোলাগঞ্জের সাদাপাথর এলাকা থেকে লুট হওয়া সাদাপাথর ফেরত দিতে তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন জেলা প্রশাসক। মঙ্গলবার সেই সময়সীমা শেষ হয়।
















