ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে ডিম নিক্ষেপ, হেনস্তার চেষ্টা

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৫:০৭:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / 152

নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট অফিসের দরজা ভাঙচুর

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে প্রবেশের সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ এবং হেনস্তার চেষ্টা করা হয়েছে। স্থানীয় সময় ২৪ আগস্ট রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জুলাই গণ-অভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট ২৪ আগস্ট রবিবার এক অনুষ্ঠান আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

তাঁর আগমনের সময় কনস্যুলেটের সামনে আওয়ামী লীগের কর্মী ও সমর্থকেরা পতাকা হাতে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এ সময় তাঁরা মাহফুজ আলমকে উদ্দেশ করে ডিম নিক্ষেপ করেন এবং তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান তোলেন। বিক্ষোভকারীরা কনস্যুলেট ভবনের কাচের দরজাও ভেঙে ফেলেন।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে প্রবাসীদের ভূমিকা ইতিহাসে উল্লেখ থাকবে। তিনি আরও বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দলের অংশীজন নই। আমরা চাই ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক, তারা যেন জুলাই চেতনা ধারণ করে দেশ পরিচালনা করেন। দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে ওঠে। রাজনৈতিক চেতনার চেয়ে দেশ ও দেশের মানুষকে প্রাধান্য দিতে হবে।’

বক্তৃতা শেষে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে মাহফুজ আলম বলেন, ‘আমি কোনো কিছু বন্ধ করে দেওয়ার পক্ষে নই। আমি সব সময় বিকল্প ভালো কিছুর কথা বলেছি। আওয়ামী লীগের কোনো কিছুকেও বন্ধ করার পক্ষে আমি নই।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নিউইয়র্কের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক। তিনিই প্রশ্নোত্তর পর্বও পরিচালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা। রাত ১০টার দিকে প্রশ্নোত্তর পর্বে কিছুটা উত্তেজনা দেখা দেয়।

সরেজমিনে দেখা যায়, অনুষ্ঠান চলাকালে একদল ব্যক্তি কনস্যুলেট অফিসের বাইরে অপেক্ষা করছিলেন। পরিস্থিতি বিবেচনায় কনস্যুলেট পুলিশকে খবর দেয়। পরে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) পাহারায় স্থানীয় সময় রাত ১২টার পর মাহফুজ আলম কনস্যুলেট ভবন থেকে বেরিয়ে যান।

রাষ্ট্রীয় সফরে মাহফুজ আলম ২৭ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন।

নিউজটি শেয়ার করুন

নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে ডিম নিক্ষেপ, হেনস্তার চেষ্টা

আপডেট সময় : ০৫:০৭:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে প্রবেশের সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ এবং হেনস্তার চেষ্টা করা হয়েছে। স্থানীয় সময় ২৪ আগস্ট রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জুলাই গণ-অভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট ২৪ আগস্ট রবিবার এক অনুষ্ঠান আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

তাঁর আগমনের সময় কনস্যুলেটের সামনে আওয়ামী লীগের কর্মী ও সমর্থকেরা পতাকা হাতে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এ সময় তাঁরা মাহফুজ আলমকে উদ্দেশ করে ডিম নিক্ষেপ করেন এবং তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান তোলেন। বিক্ষোভকারীরা কনস্যুলেট ভবনের কাচের দরজাও ভেঙে ফেলেন।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে প্রবাসীদের ভূমিকা ইতিহাসে উল্লেখ থাকবে। তিনি আরও বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দলের অংশীজন নই। আমরা চাই ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক, তারা যেন জুলাই চেতনা ধারণ করে দেশ পরিচালনা করেন। দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে ওঠে। রাজনৈতিক চেতনার চেয়ে দেশ ও দেশের মানুষকে প্রাধান্য দিতে হবে।’

বক্তৃতা শেষে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে মাহফুজ আলম বলেন, ‘আমি কোনো কিছু বন্ধ করে দেওয়ার পক্ষে নই। আমি সব সময় বিকল্প ভালো কিছুর কথা বলেছি। আওয়ামী লীগের কোনো কিছুকেও বন্ধ করার পক্ষে আমি নই।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নিউইয়র্কের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক। তিনিই প্রশ্নোত্তর পর্বও পরিচালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা। রাত ১০টার দিকে প্রশ্নোত্তর পর্বে কিছুটা উত্তেজনা দেখা দেয়।

সরেজমিনে দেখা যায়, অনুষ্ঠান চলাকালে একদল ব্যক্তি কনস্যুলেট অফিসের বাইরে অপেক্ষা করছিলেন। পরিস্থিতি বিবেচনায় কনস্যুলেট পুলিশকে খবর দেয়। পরে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) পাহারায় স্থানীয় সময় রাত ১২টার পর মাহফুজ আলম কনস্যুলেট ভবন থেকে বেরিয়ে যান।

রাষ্ট্রীয় সফরে মাহফুজ আলম ২৭ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন।