বিশ্ববিখ্যাত মার্কিন বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন
- আপডেট সময় : ১০:৫২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / 198
মার্কিন বিচারক ও সামাজিক যোগাযোগমাধ্যম তারকা ফ্রাঙ্ক ক্যাপ্রিও ৮৮ বছর বয়সে মারা গেছেন, তার পরিবার জানিয়েছে।
রোড আইল্যান্ডে চার দশকের বিচারিক ক্যারিয়ারে, তিনি সহানুভূতি ও হাস্যরস দিয়ে বিচার পরিচালনা করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন। বিচারপ্রার্থীদের ব্যক্তিগত পরিস্থিতি বিবেচনায় রেখে রায় দেয়ার জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।
Caught in Providence নামের জনপ্রিয় টিভি শো-তে বিচারক হিসেবে তাঁর কোর্টরুমের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বিলিয়নবার দেখা হয়েছে। এজন্য তিনি পেয়েছেন “বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক” উপাধি।
ক্যানসারে আক্রান্ত হওয়ার পর তার মৃত্যুর খবর জানানো হয় তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। সেখানে তাকে স্মরণ করা হয় একজন উষ্ণ হৃদয়ের মানুষ হিসেবে, যিনি মানুষের ভেতরের ভালোটায় অগাধ বিশ্বাস রাখতেন।
প্রভিডেন্স শহরে হাজার হাজার মামলার বিচার করে, ফ্রাঙ্ক ক্যাপ্রিও পরে টেলিভিশনে কাজ শুরু করেন।
তার বিচারকাজের ধরন ছিল অসাধারণ। মাঝে মাঝে তিনি শিশুদের নিজের পাশে বসিয়ে বিচার করতেন, আবার একবার নিজের মতো দেখতে একটি “মিনি-জজ” সফট টয় ঘোষণা করেন, যা ভাইরাল হয়ে যায়।
একটি টিকটক ভিডিওতে দেখা যায় তিনি সকালে দাঁত ব্রাশ করছেন, নিজের লেখা বইয়ে স্বাক্ষর দিচ্ছেন এবং নিজের শো-এর ভিডিও দেখছেন—যা দেখা হয়েছে ৫০ লক্ষ বারেরও বেশি।
২০১৯ সালের এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার আদালতের প্রতিটি দৃশ্য রোড আইল্যান্ডের জীবনের এক টুকরো ছবি—যা সমগ্র দেশের মানুষকেই প্রতিনিধিত্ব করে।”
তার ছেলে ডেভিড ক্যাপ্রিও ভক্তদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং তার বাবার স্মরণে সবাইকে “অল্প হলেও একটু দয়া প্রদর্শনের” আহ্বান জানান।
৩.৪ মিলিয়ন ইনস্টাগ্রাম অনুসারীর উদ্দেশে দেয়া এক বিবৃতিতে বলা হয়, “তার উষ্ণতা, হাস্যরস ও দয়া যারা তাকে চিনতেন তাদের সবার মনে চিরস্থায়ী ছাপ রেখে গেছে।”
Caught in Providence শোটি তিনটি ডেটাইম এমি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পায়, যার মধ্যে বিচারক ক্যাপ্রিও নিজেও গত বছর দুটি মনোনয়ন অর্জন করেন।
শোটির নির্মাতা প্রতিষ্ঠান Debmar-Mercury বলেন, বিচারক ক্যাপ্রিওর “সহানুভূতিশীল ও সাধারণ জ্ঞানে ভরপুর” বিচারকাজ ছিল অনন্য।
প্রতিষ্ঠানটির সহ-সভাপতি মর্ট মার্কাস ও আইরা বার্নস্টেইন এক বিবৃতিতে বলেন, “আমরা তাকে গভীরভাবে মিস করবো।”
২০২৩ সালে অগ্ন্যাশয়ের ক্যানসার ধরা পড়ার পর, ক্যাপ্রিও বলেন, “আমি যতটা সম্ভব শক্তভাবে লড়াই করবো।” সেই সঙ্গে তিনি তার অনুসারীদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
একটি শেষদিকের সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান, চিকিৎসায় একটি “পিছনে ফেরার ধাক্কা” খাওয়ার পর তিনি আবার হাসপাতালে ভর্তি হয়েছেন এবং অনুসারীদের কাছে প্রার্থনার অনুরোধ জানান।
প্রায় ৬০ বছরের জীবনসঙ্গী জয়েস ক্যাপ্রিও, তাদের পাঁচ সন্তান, সাতজন নাতি-নাতনি ও দুইজন প্রপৌত্র-প্রপৌত্রিকে রেখে তিনি মৃত্যুবরণ করেন।




















