অগ্নি-৫এর শক্তি দেখিয়ে পাকিস্তানকে পারমাণবিক হুমকির জবাব দিলো ভারত
- আপডেট সময় : ১১:১৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / 145
পাকিস্তানের সাম্প্রতিক পারমাণবিক হামলার হুমকির জবাবে এবার ওড়িশা উপকূল থেকে শক্তিশালী দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি-৫’-এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত।
বুধবার (২০ আগস্ট) ওড়িশার চান্দিপুরে ইন্টেগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর) থেকে মিসাইলটি উৎক্ষেপণ করা হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মাঝারি-পাল্লার ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৫ এর পরীক্ষার মাধ্যমে এর সব ধরনের কার্যক্ষমতা ও প্রযুক্তিগত মান যাচাই করা সম্ভব হয়েছে। এটি তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)।
পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অগ্নি-৫ পাঁচ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটি অগ্নি সিরিজের সর্বাধুনিক সংস্করণ, যা ১ দশমিক ৫ টনের পারমাণবিক বোমাসহ উৎক্ষেপণ করা সম্ভব। হালকা পদার্থ দিয়ে নির্মিত হওয়ায় এর নির্ভরযোগ্যতাও বেড়েছে।
অগ্নি-৫ মিসাইল এমআইআরভি (মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকল) প্রযুক্তি সমৃদ্ধ। ফলে এক মিসাইল থেকে একাধিক ওয়ারহেড ছুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করা সম্ভব। পাশাপাশি লক্ষ্যভেদের নির্ভুলতা বাড়াতে এতে সংযোজন করা হয়েছে রিং লেজার জাইরোস্কোপ-ভিত্তিক ইনার্শিয়াল ন্যাভিগেশন সিস্টেম (আরএলজি-আইএনএস) ও মাইক্রো-ইনার্শিয়াল ন্যাভিগেশন সিস্টেম (এমআইএনজিএস)।
মিসাইলটির কার্যকারিতা আরও বাড়িয়েছে ভারতের নিজস্ব স্যাটেলাইট ন্যাভিগেশন সিস্টেম ‘ন্যাভিক’ এবং যুক্তরাষ্ট্রের জিপিএস।
তিন ধাপের কঠিন জ্বালানিনির্ভর প্রপালশন সিস্টেমে নির্মিত অগ্নি-৫ মিসাইল ক্যানিস্টারাইজড প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণযোগ্য। এর ফলে দ্রুত মোতায়েন, সহজ সংরক্ষণ এবং গতিশীল ব্যবহার নিশ্চিত হয়।
সম্প্রতি ফ্লোরিডায় এক অনুষ্ঠানে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতের সঙ্গে যুদ্ধে দেশটি অস্তিত্বের হুমকিতে পড়লে তারা পারমাণবিক হামলায় বাধ্য হবে। এরপর পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বও একই ধরনের মন্তব্য করে। এসব বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানায় নয়াদিল্লি।
বিশ্লেষকদের মতে, পাকিস্তানের সেই হুমকির জবাব দিতে এবং নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবেই ভারত অগ্নি-৫ মিসাইলের এই সফল পরীক্ষা চালিয়েছে।
সূত্র: ইকোনমিক টাইমস


















