৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে বাধা, বঙ্গবন্ধু স্মরণে ফানুস উড়ানোও নিষিদ্ধ করল পুলিশ
- আপডেট সময় : ০৯:৪৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / 170
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ১৫ আগস্টে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানাতে বাধা দেওয়া হচ্ছে। বঙ্গবন্ধুর ভক্ত অনুরাগীরা যাতে বঙ্গবন্ধুর বাড়িতে ভিড় জমাতে না পারেন তার জন্য বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যা থেকে সেখানে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। তারা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বিরুদ্ধে আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার সাবধান', জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’ প্রভৃতি স্লোগান দেন।
এর মধ্যেও কয়েকজন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে ৩২ নম্বর বাড়ির সামনে গেলে তাদের হেনস্থা করা হয়। তাদের মোবাইল ফোন চেক করে বঙ্গবন্ধুর ছবি পাওয়া যাওয়ার কারণে তাদেরকে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যায়িত করা হয়। পরে তাদেরকে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এখানে তিনজনকে আটক করা হয়েছে। আমরা তাদের ফোন চেক করবো। জিজ্ঞাসাবাদও করবো। যদি তারা নির্দোষ হয় নিরীহ হয় তাহলে ছেড়ে দেবো। দোষী হলে ব্যবস্থা নেবো।
এ দিকে, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো ফানুস উড়ানোর উপরও নিষেধাজ্ঞা এসেছে। ঢাকা মহানগর এলাকায় একদিনের জন্য যে কোনো ধরনের ফানুস উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। বৃহস্পতিবার এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি বলছে, “ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ক্ষমতাবলে ১৪ অগাস্ট রাত ১১টা থেকে ১৫ অগাস্ট রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় যে কোনো প্রকার ফানুস উড়ানো নিষিদ্ধ করা হল।”
সবাইকে এ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছেন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তবে কি কারণে এই ফানুস উড়ানো নিষিদ্ধ করা হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি গণবিজ্ঞপ্তিতে। তবে পুলিশের একজন কর্মকর্তা স্বীকার করেছেন, শুক্রবার আওয়ামী লীগের কালো ফানুস উড়ানোর একটা পরিকল্পনার খবর তাদের কাছে আসে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ এদিন ফানুস উড়ানো নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি দিয়েছে।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হলে ড. ইউনূসের নেতৃত্বাধীন অর্ন্তবর্তী সরকার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করেছে। সরকারের প্রশ্রয়ে মব সৃষ্টি করে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাড়িতে স্থাপিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ভেঙ্গে ফেলা হয়েছে।


















