বাংলাদেশ সেন্টার লন্ডন’র ম্যানেজমেন্ট কমিটি ও উপদেষ্টা পরিষদের এক সভা ১০ ফেব্রুয়ারি, রবিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের স্টিফোরড সেন্টারে অনুষ্ঠিত হয়।সেন্টারের ম্যানেজমেন্ট কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ হাইকমিশন লন্ডনের ফার্স্ট সেক্রেটারী এবং হেড অব চ্যান্সরী সুদিপ্তা আলম, সেন্টারের প্রধান উপদেষ্টা নবাব উদ্দিন, উপদেষ্টা পরিষদের সদস্য এম এ মুনিম,খালেদ চৌধুরী,ডা: হালিমা বেগম আলম,লোকমান হোসেন,নুরুল ইসলাম মাহবুব ,মো: আফাজ উদ্দিন,আব্দুল বারি,ড: সানোয়ার চৌধুরী, ম্যানেজমেন্ট কমিটির ভাইস-চেয়ারম্যান শাহনুর খান,আশরাফ উদ্দিন,মানিক মিয়া,ডা: আলাউদ্দিন আহমদ,মাহবুব আহমদ রাজু,মামুন রশীদ,শিব্বির আহমেদ,দিলওয়ার হোসেন,জাকির হোসেন,করিম মিয়া শামীম,ইনামুল হক চৌধুরী,জাহাঙ্গীর খান,আব্দুল আলীম রশীদ ফজলু,আলী আহমেদ বেবুল,শওকত মাহমুদ টিপু, নিজাম উদ্দিন, মোহাম্মদ শামীম আহমদ,মিসবাবুল বর লুকু,ফখরুল ইসলাম। সভায় উপস্হিত ছিলেন সেন্টারের প্রধান নির্বাহী এস এম মোস্তাফিজুর রহমান।
সভায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আগামী ২০ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা আটটায় পূর্ব লন্ডনের নিডা কমিউনিটি হলে সেন্টারের উদ্যোগে আলোচনা সভা আয়োজন এবং রাত ১২-০১ মিনিটে লন্ডনের আলতাব আলী পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করার সিন্ধান্ত নেয়া হয়। এ সকল অনুষ্ঠানে সেন্টারের চেয়ারম্যান ও লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম উপস্হিত থাকবেন।এছাড়া আগামী ৩১ মার্চ সেন্টারের নব নির্বাচিত ম্যানেজমেন্ট ও উপদেষ্টা কমিটির অভিষেক, বাংলাদেশ সেন্টারের সাথে সম্পৃক্ত মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যের সংগঠক ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান ও মহান স্বাধীনতা দিবস উদযাপন জাকজমকপূর্ণ ভাবে আয়োজন করার জন্য সর্ব সম্মতিক্রমে সিন্ধান্ত নেয়া হয়।
সভায় সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, বাংলাদেশ সেন্টার ভবনের সংষ্কার কাজ সরেজমিনে দেখার জন্য ৪ ফেব্রুয়ারি সেন্টারের একটি প্রতিনিধি দল ভবন পরিদর্শন করেন। সংস্কার কাজের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন ইতিমধ্যে সেন্টারের প্রায় ৫০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে এবং অচিরেই বাকি কাজ সম্পন্ন করে সেন্টারটি ম্যানেজমেন্ট কমিটির নিকট হস্তান্তর করা হবে। সেন্টারের সাধারণ সম্পাদক আরো জানান, শীঘ্রই সেন্টারের চেয়ারম্যান ও লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের নতুন হাইকমিশনার সাঈদা মুনা তাসনিমের নেতৃত্বে ম্যানেজমেন্ট কমিটি ও উপদেষ্টা পরিষদের সকল কর্মকর্তা ও সদস্যদের নিয়ে বাংলাদেশ সেন্টার ভবনের সংষ্কার কাজ সরেজমিনে পরিদর্শন করার ব্যবস্হা গ্রহণ করা হচ্ছে।