প্রবাসে বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান দেশের ভাবমূর্তি রক্ষার প্রধান হাতিয়ার। প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি প্রজন্ম ভিনদেশেও বাংলা সাহিত্য সংস্কৃতি বাংলাদেশি স্কুলের মাধ্যমেই জেনে থাকে। এ জন্য বাংলাদেশি এসব স্কুল আরো বেগবান করতে সরকারের পাশাপাশি অর্থববান প্রবাসীদেরও এগিয়ে আসতে হবে। সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় বাংলাদেশ প্রাইভেট ইংলিশ স্কুল এন্ড কলেজ আয়োজিত প্রবাসীদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ এমপি।
তিনি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন, রাস আল খাইমাস্থ বাংলাদেশি এ স্কুল টিকিয়ে রাখতে আরব আমিরাতের সকল প্রবাসীদের এগিয়ে আসতে হবে। সকল ব্যবসায়ি নেতারা যদি সহযোগিতার হাত বাড়ান প্রবাসে বাংলাদেশের মান আরো বৃদ্ধি পাবে। তিনি তাঁর বক্তব্যে আরো বলেন, বিদেশে বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ে বর্তমান সরকার অনেক আন্তরিক। রাস আল খাইমার স্কুলেও সরকারের পক্ষ থেকে সকল সহযোগিতা সরকার করে যাবে।
মঙ্গলবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব পেয়ার মোহাম্মদ। স্কুলের শিক্ষার্থী মোসাম্মাৎ জোবায়দা ও মোসাম্মাৎ সালমার যৌথ পরিচালনায় প্রধান অতিথির সম্মানে মানপত্র পাঠ করে স্কুলের অন্য শিক্ষার্থী নাসরিন আক্তার। অনুষ্ঠানে স্বাগত ব্ক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনীরুস সালেহিন,বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান, এন আরবি ব্যাংকের চেয়ারম্যান সিআইপি মাহতাবুর রহমান নাসির, প্রকৌশলী আবু জাফর চৌধুরী, ড. রেজা খান।
এ সময় কনসুলেটের লেবার কাউন্সেলর ফাতেমা জাহান সহ বাংলাদেশ কমিউনিটি উত্তর আমিরাতের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরব আমিরাত ও বাংলাদেশের জাতীয় সংগীতের মধ্য শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকেদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।
পরে প্রতিমন্ত্রী স্কুল পরিদর্শন করেন এবং স্কুল নিয়ে নানা দিক নির্দেশনা দিয়েছেন।