ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সুইডেনের উপসালায় মসজিদ নির্মাণে জরুরি ভিত্তিতে প্রয়োজন ১ মিলিয়ন পাউন্ড

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৫:৫৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / 413
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জরুরি ভিত্তিতে সুইডেনের উপসালা শহরে অবস্থিত স্টেনহেগেন মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করতে ১ মিলিয়ন পাউন্ডের প্রয়োজন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই কাজ সম্পন্ন না করলে লোকাল গভর্নমেন্ট অফিসিয়ালরা নির্মাণ কাজ বন্ধ করে দিতে পারে। এমনকি পুরো মসজিদ ভেঙেও দিতে পারে।

জরুরি ভিত্তিতে এই মসজিদ নির্মাণে ১ মিলিয়ন পাউন্ড সংগ্রহের আপিল নিয়ে শুক্রবার (২৫ জুলাই) লন্ডন বাংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  সম্মেলনে বক্তব্য রাখেন সুইডেন ইসলামিক সেন্টারের চেয়ারম্যান বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত ড.আকমল হায়দার, ইসলামিক সেন্টারের অন্যতম প্রতিষ্ঠাতা, প্রবীণ মুরব্বি খালেদ চৌধুরী, লন্ডনের বিশিষ্ট ব‍্যবসায়ী, কুশিয়ারা ফিনান্সিয়াল সার্ভিস, কুশিয়ারা ইন্টারন্যাশনাল ট্রাভেল এর ম‍্যানেজিং ডিরেক্টর হারুন মিয়া, বাংলাদেশ সেন্টার লন্ডন এর সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ভাইস প্রেসিডেন্ট তফজ্জুল মিয়া, বাংলাদেশ সেন্টারের ট্রেজারার শিব্বির আহমেদ, সাবেক কাউন্সিলর মামুনুর রশীদ, বৃটিশ বাংলাদেশ চেম্বারের পরিচালক আবুল কালাম আজাদ, চ্যানেল এস এর হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খান প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন এই ইমার্জেন্সি আপিলকে সফল করার জন্য আগামী ৫ই আগষ্ট মঙ্গলবার পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সিতে একটি ফান্ডরাইজিং ডিনারের আয়োজন করা হয়েছে। চ্যানেল এস -এ লাইভ টিভি আপিল অনুষ্ঠিত হবে শুক্রবার ১৫ই আগষ্ট। এই দুইটি আপিলে অংশগ্রহণ করে আর্থিক সহযোগিতা কামনা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সুইডেনের উপসালা সহ আশেপাশের মুসলমান কমিউনিটির সহযোগিতায় মসজিদ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কিন্তু একটি ছোট কমিউনিটি হিসেবে সুইডেনে আমাদের অনেক সীমাবদ্ধতাও আছে। গত কয়েক মাস ব্রিটেনের মুসলিম কমিউনিটি, বিশেষ করে আমাদের ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির উদাত্ত সহযোগিতার কারণে আমাদের সবার মনে আশার সঞ্চার হয়েছে। এরই ধারাবাহিকতায় ব্রিটেনের সকল পেশার বরেণ্য কমিউনিটি নেতৃবৃন্দ উপসালা স্টেনহাগেন মসজিদ দুইবার সফর করেছেন। এই সফর আমাদের জন্য আশীর্বাদ, আমরা এখন এক উম্মাহ হয়ে এই মসজিদটি নির্ধারিত সময়ের আগে সকল আনুষ্ঠানিক কাজ সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ।

এই মহৎ কাজটি এগিয়ে নিতে আমরা আপনাদের সহযোগিতা ও দোআ কামনা করছি। আপনাদের জ্ঞাতার্থে নীচে এই মসজিদ সম্পর্কে কিছু তথ্য তুলে ধরছি। স্টেনহাগেন মসজিদ সুইডেনের চতুর্থ বৃহত্তম শহর উপসালাতে অবস্থিত। উপসালা, স্টোকহোম থেকে প্রায় ৭০ কিমি উত্তর দিকে (প্রায় ৫০ মিনিটের ড্রাইভ) অবস্থিত সুইডেনের চতুর্থ বৃহত্তম শহর। Uppsala একটি vibrant ও diverse শহর যেখানে মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়ার কারণে শহরটিতে একটি পূর্ণাঙ্গ মসজিদ এবং ইসলামিক সেন্টারে স্থাপন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে।

লোকাল গভর্নমেন্ট অথরিটির সাথে কঠোর শর্তের কারণে আগামী সেপ্টেম্বরের মধ্যে সকল কনস্ট্রাকশন এবং আর্কিটেকচারাল সম্পর্কিত কাজ সম্পন্ন না করলে, মসজিদটি তারা পুরোপুরি ভেঙে ফেলতে পারে। এই পুরো কাজ সম্পন্ন করতে আমাদের এই মুহূর্তে ১ মিলিয়ন প্রয়োজন।

মসজিদের ঐতিহাসিক প্রেক্ষাপট:
বহু বছরের আইনি লড়াই শেষে সুইডেনের সুপ্রিম কোর্ট অনুমতি দেয় মসজিদ নির্মাণের। ডান চরমপন্থী এক্টিভিস্টরা এই শহরে পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে দেয়, যা বিশ্বের সকল মুসলমানদের নাড়িয়ে দেয়। উপসালা মসজিদের সামনেও এক্সট্রিমিস্টরা প্রতিবাদ করে।এতো কিছুর পরও পুরো কমিউনিটি ঐক্যবদ্ধ, এবং মসজিদের কাজ সম্পন্ন করতে প্রতিশ্রুতিবন্ধ।

মসজিদের সম্ভাব্য কার্যক্রম:
৪০,০০০ মুসলমানের উপসালাতে এই মসজিদটি হবে । মুসলমানদের একটি পূর্ণাঙ্গ ইসলামিক সেন্টার, শিশু ও তরুণদের জন্য ধর্মীয় শিক্ষার ব্যবস্থা, ইন্টারফেইথ ডায়ালগ, কাউন্সেলিং, কমিউনিটি ডেভেলপমেন্ট এবং নিত্যদিনের অন্যান্য কার্যক্রম থাকবে এই সেন্টারে।

কর্জে হাসানা  ও ডোনেশন দিয়ে সাহায্য  এবং লাইভ আপিল এবং ফান্ডরাইসিং ডিনারে অংশগ্রহণ করে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ : জনাব হারুন মিয়া – ০৭৯৩৯৪৭৯২৭৪ ।

নিউজটি শেয়ার করুন

সুইডেনের উপসালায় মসজিদ নির্মাণে জরুরি ভিত্তিতে প্রয়োজন ১ মিলিয়ন পাউন্ড

আপডেট সময় : ০৫:৫৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

জরুরি ভিত্তিতে সুইডেনের উপসালা শহরে অবস্থিত স্টেনহেগেন মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করতে ১ মিলিয়ন পাউন্ডের প্রয়োজন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই কাজ সম্পন্ন না করলে লোকাল গভর্নমেন্ট অফিসিয়ালরা নির্মাণ কাজ বন্ধ করে দিতে পারে। এমনকি পুরো মসজিদ ভেঙেও দিতে পারে।

জরুরি ভিত্তিতে এই মসজিদ নির্মাণে ১ মিলিয়ন পাউন্ড সংগ্রহের আপিল নিয়ে শুক্রবার (২৫ জুলাই) লন্ডন বাংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  সম্মেলনে বক্তব্য রাখেন সুইডেন ইসলামিক সেন্টারের চেয়ারম্যান বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত ড.আকমল হায়দার, ইসলামিক সেন্টারের অন্যতম প্রতিষ্ঠাতা, প্রবীণ মুরব্বি খালেদ চৌধুরী, লন্ডনের বিশিষ্ট ব‍্যবসায়ী, কুশিয়ারা ফিনান্সিয়াল সার্ভিস, কুশিয়ারা ইন্টারন্যাশনাল ট্রাভেল এর ম‍্যানেজিং ডিরেক্টর হারুন মিয়া, বাংলাদেশ সেন্টার লন্ডন এর সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ভাইস প্রেসিডেন্ট তফজ্জুল মিয়া, বাংলাদেশ সেন্টারের ট্রেজারার শিব্বির আহমেদ, সাবেক কাউন্সিলর মামুনুর রশীদ, বৃটিশ বাংলাদেশ চেম্বারের পরিচালক আবুল কালাম আজাদ, চ্যানেল এস এর হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খান প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন এই ইমার্জেন্সি আপিলকে সফল করার জন্য আগামী ৫ই আগষ্ট মঙ্গলবার পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সিতে একটি ফান্ডরাইজিং ডিনারের আয়োজন করা হয়েছে। চ্যানেল এস -এ লাইভ টিভি আপিল অনুষ্ঠিত হবে শুক্রবার ১৫ই আগষ্ট। এই দুইটি আপিলে অংশগ্রহণ করে আর্থিক সহযোগিতা কামনা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সুইডেনের উপসালা সহ আশেপাশের মুসলমান কমিউনিটির সহযোগিতায় মসজিদ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কিন্তু একটি ছোট কমিউনিটি হিসেবে সুইডেনে আমাদের অনেক সীমাবদ্ধতাও আছে। গত কয়েক মাস ব্রিটেনের মুসলিম কমিউনিটি, বিশেষ করে আমাদের ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির উদাত্ত সহযোগিতার কারণে আমাদের সবার মনে আশার সঞ্চার হয়েছে। এরই ধারাবাহিকতায় ব্রিটেনের সকল পেশার বরেণ্য কমিউনিটি নেতৃবৃন্দ উপসালা স্টেনহাগেন মসজিদ দুইবার সফর করেছেন। এই সফর আমাদের জন্য আশীর্বাদ, আমরা এখন এক উম্মাহ হয়ে এই মসজিদটি নির্ধারিত সময়ের আগে সকল আনুষ্ঠানিক কাজ সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ।

এই মহৎ কাজটি এগিয়ে নিতে আমরা আপনাদের সহযোগিতা ও দোআ কামনা করছি। আপনাদের জ্ঞাতার্থে নীচে এই মসজিদ সম্পর্কে কিছু তথ্য তুলে ধরছি। স্টেনহাগেন মসজিদ সুইডেনের চতুর্থ বৃহত্তম শহর উপসালাতে অবস্থিত। উপসালা, স্টোকহোম থেকে প্রায় ৭০ কিমি উত্তর দিকে (প্রায় ৫০ মিনিটের ড্রাইভ) অবস্থিত সুইডেনের চতুর্থ বৃহত্তম শহর। Uppsala একটি vibrant ও diverse শহর যেখানে মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়ার কারণে শহরটিতে একটি পূর্ণাঙ্গ মসজিদ এবং ইসলামিক সেন্টারে স্থাপন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে।

লোকাল গভর্নমেন্ট অথরিটির সাথে কঠোর শর্তের কারণে আগামী সেপ্টেম্বরের মধ্যে সকল কনস্ট্রাকশন এবং আর্কিটেকচারাল সম্পর্কিত কাজ সম্পন্ন না করলে, মসজিদটি তারা পুরোপুরি ভেঙে ফেলতে পারে। এই পুরো কাজ সম্পন্ন করতে আমাদের এই মুহূর্তে ১ মিলিয়ন প্রয়োজন।

মসজিদের ঐতিহাসিক প্রেক্ষাপট:
বহু বছরের আইনি লড়াই শেষে সুইডেনের সুপ্রিম কোর্ট অনুমতি দেয় মসজিদ নির্মাণের। ডান চরমপন্থী এক্টিভিস্টরা এই শহরে পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে দেয়, যা বিশ্বের সকল মুসলমানদের নাড়িয়ে দেয়। উপসালা মসজিদের সামনেও এক্সট্রিমিস্টরা প্রতিবাদ করে।এতো কিছুর পরও পুরো কমিউনিটি ঐক্যবদ্ধ, এবং মসজিদের কাজ সম্পন্ন করতে প্রতিশ্রুতিবন্ধ।

মসজিদের সম্ভাব্য কার্যক্রম:
৪০,০০০ মুসলমানের উপসালাতে এই মসজিদটি হবে । মুসলমানদের একটি পূর্ণাঙ্গ ইসলামিক সেন্টার, শিশু ও তরুণদের জন্য ধর্মীয় শিক্ষার ব্যবস্থা, ইন্টারফেইথ ডায়ালগ, কাউন্সেলিং, কমিউনিটি ডেভেলপমেন্ট এবং নিত্যদিনের অন্যান্য কার্যক্রম থাকবে এই সেন্টারে।

কর্জে হাসানা  ও ডোনেশন দিয়ে সাহায্য  এবং লাইভ আপিল এবং ফান্ডরাইসিং ডিনারে অংশগ্রহণ করে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ : জনাব হারুন মিয়া – ০৭৯৩৯৪৭৯২৭৪ ।