ভিসা আবেদনে তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ : মার্কিন দূতাবাস
- আপডেট সময় : ১২:৩৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / 228

মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন প্রক্রিয়ায় জাল নথি দাখিল বা তথ্য গোপন করার বিষয়ে কঠোর সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
সোমবার (২১ জুলাই) দূতাবাসের ফেসবুক পোস্টে জানানো হয়েছে, এমন ক্ষেত্রে আবেদনকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা এবং এমনকি ফৌজদারি মামলাও দায়ের হতে পারে।
দূতাবাস তাদের বার্তায় উল্লেখ করেছে, কনস্যুলার অফিসাররা কোনো জাল নথি খুঁজে পেলে, অথবা আবেদনকারী সম্পর্কে নিরাপত্তা বিষয়ক কোনো সন্দেহজনক তথ্য পেলে, তা দ্রুত যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে জানানো হয়।
দূতাবাস আরও উল্লেখ করে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধী বা অসাধু ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে তারা সমন্বিতভাবে কাজ করছেন।
এর আগে গত ১০ জুলাই দূতাবাস জানিয়েছিল, ভিসা আবেদনকারীদের ডিএস-১৬০ ভিসা আবেদন ফরমে গত ৫ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীর নাম বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক। আবেদনকারীরা তাদের আবেদনপত্রে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য বলে স্বীকার করে স্বাক্ষর করেন ও জমা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য গোপন করলে ভিসা প্রত্যাখ্যানের পাশাপাশি ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতা তৈরি হতে পারে।



















