ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুয়েত বিমানবন্দরে জর্দাসহ ৪ বাংলাদেশি আটক

৫২ বাংলা
  • আপডেট সময় : ১২:৩৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / 217
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তামাকজাত পণ্য পরিবহনের অভিযোগে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চার বাংলাদেশিকে আটক করেছে দেশটির কাস্টমস বিভাগের কর্মকর্তারা।

রবিবার (২০ জুলাই) কাস্টমস বিভাগে বরাত দিয়ে আরব টাইমস কুয়েতের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, দুইদিনব্যাপী চালানো অভিযানে তাদের আটক করা হয়। প্রথম দিনের অভিযানে এক যাত্রীর কাছ থেকে প্রায় ৪০ কেজি জর্দা জব্দ করা হয়। পরদিন বাংলাদেশ থেকে আগত আরও তিন যাত্রীর লাগেজ তল্লাশি করে ১৫৯ কেজি তামাকজাত দ্রব্য উদ্ধার করা হয়।

কুয়েতের কাস্টমস বিভাগ জানায়, দেশটিতে পান, জর্দা, সুপারি ও অন্যান্য তামাকজাত পণ্যের আমদানি, বিক্রি ও সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ। এসব পণ্য প্রবেশ ঠেকাতে বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে কঠোর নজরদারি করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষ আরও জানায়, এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভ্রমণকারীদের কুয়েতের বিধিনিষেধ সম্পর্কে সচেতন থাকা ও তা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানায় তারা।

তামাকজাত পণ্য বহনের ঘটনায় আটক হওয়া যাত্রীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে বলে কাস্টমস সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুয়েত বিমানবন্দরে জর্দাসহ ৪ বাংলাদেশি আটক

আপডেট সময় : ১২:৩৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

তামাকজাত পণ্য পরিবহনের অভিযোগে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চার বাংলাদেশিকে আটক করেছে দেশটির কাস্টমস বিভাগের কর্মকর্তারা।

রবিবার (২০ জুলাই) কাস্টমস বিভাগে বরাত দিয়ে আরব টাইমস কুয়েতের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, দুইদিনব্যাপী চালানো অভিযানে তাদের আটক করা হয়। প্রথম দিনের অভিযানে এক যাত্রীর কাছ থেকে প্রায় ৪০ কেজি জর্দা জব্দ করা হয়। পরদিন বাংলাদেশ থেকে আগত আরও তিন যাত্রীর লাগেজ তল্লাশি করে ১৫৯ কেজি তামাকজাত দ্রব্য উদ্ধার করা হয়।

কুয়েতের কাস্টমস বিভাগ জানায়, দেশটিতে পান, জর্দা, সুপারি ও অন্যান্য তামাকজাত পণ্যের আমদানি, বিক্রি ও সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ। এসব পণ্য প্রবেশ ঠেকাতে বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে কঠোর নজরদারি করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষ আরও জানায়, এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভ্রমণকারীদের কুয়েতের বিধিনিষেধ সম্পর্কে সচেতন থাকা ও তা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানায় তারা।

তামাকজাত পণ্য বহনের ঘটনায় আটক হওয়া যাত্রীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে বলে কাস্টমস সূত্রে জানা গেছে।