ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়া ‘বিমান ভ্রমণে সক্ষম নন’, মত মেডিকেল বোর্ডের শেখ হাসিনাই সিদ্ধান্ত নেবেন ভারতে কতদিন থাকবেন, জানালেন জয়শঙ্কর আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা ইসলামে পারিবারিক নির্যাতনের কোনো স্থান নেই-শায়খ আব্দুল কাইয়ুম লিবিয়া থেকে ৩১০ বাংলাদেশি দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা খাঁচা থেকে বের হওয়া সিংহী আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত

চরমোনাই দরবারে এনসিপির শীর্ষ নেতারা, রাজনীতিতে কী ইঙ্গিত দিচ্ছে?

৫২ বাংলা
  • আপডেট সময় : ০২:৪০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / 271
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির শীর্ষ নেতারা চরমোনাই দরবারে গেছেন। সোমবার (১৪ জুলাই) তারা চরমোনাই দরবারে পৌঁছে ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন।

ইসলামী আন্দোলনের সহ-প্রচার ও দাওয়ায় সম্পাদক কে এম শরিয়ত উল্লাহ বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সোমবার রাত ৯টায় নাহিদ ইসলামসহ উল্লেখযোগ্য সংখ্যক নেতা চরমোনাই দরবারে পৌঁছান। তাদের অভ্যর্থনা জানান ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম। এ সময় চরমোনাই মাদরাসার সহস্রাধিক ছাত্র স্লোগান দিয়ে অতিথিদের স্বাগত জানান।’

তিনি জানান, ‘অতিথিরা চরমোনাইর মরহুম পীর সৈয়দ ফজলুল করিমের কবর জিয়ারত করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম ও মুফতি ফয়জুল করিম।’

নাহিদ ইসলাম জানান, চরমোনাই মাদ্রাসা দেখতে এবং কবর জিয়ারত করতে তারা সেখানে গেছেন। চলমান পদযাত্রায় তারা যেসব জেলায় যান সেখানকার ঐতিহ্যবাহী স্থানগুলো পরিদর্শন করেন। এরই ধারাবাহিকতায় তাঁরা চরমোনাই দরবারে গেছেন।

আগামীতে একসঙ্গে নির্বাচন করবেন কিনা এ প্রশ্নে ফয়জুল করিম বলেন, দেশের যেকোনো ভালো ইস্যুতে তাঁরা একসঙ্গে পথ চলবেন। সেটা নির্বাচন কিংবা যেকোনো বিষয় হতে পারে।

কে এম শরিয়ত উল্লাহ রাত সাড়ে ১১টায় জানান, নাহিদ ইসলামসহ অন্যরা রাত ১১টায় বরিশাল নগরীতে ফিরে গেছেন। সারজিস আলম চরমোনাইতে রাতযাপন করবেন।

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে ভোলায় এবং বিকেলে বরিশাল নগরীতে এনসিপির পথযাত্রা কর্মসূচি রয়েছে। এ কর্মসূচিতে অংশ নিতে এনসিপির শীর্ষ নেতারা সোমবার রাতে বরিশাল নগরীতে পৌঁছেছেন।

ইসলামী আন্দোলন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সরকারের ঘনিষ্ঠ থেকে সারা দেশে রাজনৈতিক তৎপরতা চালাতেও বরিশাল বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে তাদের সম্পর্কের অবনতি ঘটে। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের শেষ দিকে তারা সরকার বিরোধী অবস্থান নেয়। এরপর থেকে অভ্যুত্থানের নেতাদের নিয়ে গঠিত নতুন দল এনসিপি’র সঙ্গে দলটির ঘনিষ্ঠতা বেড়েছে। একই সঙ্গে সারা দেশের সাম্প্রতিক চাঁদাবাজির সমালোচনা নিয়ে বিএনপির সঙ্গে ইসলামী আন্দোলনের দূরত্ব বেড়েছে। এই অবস্থায় এনসিপি নেতাদের চরমোনাই দরবারে হাজিরা রাজনীতিতে ইঙ্গিতবহ ঘটনা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চরমোনাই দরবারে এনসিপির শীর্ষ নেতারা, রাজনীতিতে কী ইঙ্গিত দিচ্ছে?

আপডেট সময় : ০২:৪০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির শীর্ষ নেতারা চরমোনাই দরবারে গেছেন। সোমবার (১৪ জুলাই) তারা চরমোনাই দরবারে পৌঁছে ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন।

ইসলামী আন্দোলনের সহ-প্রচার ও দাওয়ায় সম্পাদক কে এম শরিয়ত উল্লাহ বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সোমবার রাত ৯টায় নাহিদ ইসলামসহ উল্লেখযোগ্য সংখ্যক নেতা চরমোনাই দরবারে পৌঁছান। তাদের অভ্যর্থনা জানান ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম। এ সময় চরমোনাই মাদরাসার সহস্রাধিক ছাত্র স্লোগান দিয়ে অতিথিদের স্বাগত জানান।’

তিনি জানান, ‘অতিথিরা চরমোনাইর মরহুম পীর সৈয়দ ফজলুল করিমের কবর জিয়ারত করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম ও মুফতি ফয়জুল করিম।’

নাহিদ ইসলাম জানান, চরমোনাই মাদ্রাসা দেখতে এবং কবর জিয়ারত করতে তারা সেখানে গেছেন। চলমান পদযাত্রায় তারা যেসব জেলায় যান সেখানকার ঐতিহ্যবাহী স্থানগুলো পরিদর্শন করেন। এরই ধারাবাহিকতায় তাঁরা চরমোনাই দরবারে গেছেন।

আগামীতে একসঙ্গে নির্বাচন করবেন কিনা এ প্রশ্নে ফয়জুল করিম বলেন, দেশের যেকোনো ভালো ইস্যুতে তাঁরা একসঙ্গে পথ চলবেন। সেটা নির্বাচন কিংবা যেকোনো বিষয় হতে পারে।

কে এম শরিয়ত উল্লাহ রাত সাড়ে ১১টায় জানান, নাহিদ ইসলামসহ অন্যরা রাত ১১টায় বরিশাল নগরীতে ফিরে গেছেন। সারজিস আলম চরমোনাইতে রাতযাপন করবেন।

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে ভোলায় এবং বিকেলে বরিশাল নগরীতে এনসিপির পথযাত্রা কর্মসূচি রয়েছে। এ কর্মসূচিতে অংশ নিতে এনসিপির শীর্ষ নেতারা সোমবার রাতে বরিশাল নগরীতে পৌঁছেছেন।

ইসলামী আন্দোলন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সরকারের ঘনিষ্ঠ থেকে সারা দেশে রাজনৈতিক তৎপরতা চালাতেও বরিশাল বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে তাদের সম্পর্কের অবনতি ঘটে। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের শেষ দিকে তারা সরকার বিরোধী অবস্থান নেয়। এরপর থেকে অভ্যুত্থানের নেতাদের নিয়ে গঠিত নতুন দল এনসিপি’র সঙ্গে দলটির ঘনিষ্ঠতা বেড়েছে। একই সঙ্গে সারা দেশের সাম্প্রতিক চাঁদাবাজির সমালোচনা নিয়ে বিএনপির সঙ্গে ইসলামী আন্দোলনের দূরত্ব বেড়েছে। এই অবস্থায় এনসিপি নেতাদের চরমোনাই দরবারে হাজিরা রাজনীতিতে ইঙ্গিতবহ ঘটনা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।