ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

কেয়ার ভিসা প্রতারণা বন্ধ ও চক্রের মুখোশ উন্মোচনের দাবি বাংলাদেশি হসপিটালিটি ওয়ার্কার্স ফোরাম ইউকের

সাদিক রহমান
  • আপডেট সময় : ০৩:৪৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / 355
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশী হসপিটালিটি ওয়াকার্স ফোরাম ইউকের কার্যকরি পরিষদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন সোমবার বিকালে পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে  সংগঠনের  প্রেসিডেন্ট গোলাম কবির রুমেল এর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী আব্দুল মুমিন বেলালের  সঞ্চালনায় সংগঠনের বিগত দিনের গৃহীত কার্যক্রমের  বিস্তারিত অবগত ও আগামী দিনের কিছু সাংগঠনিক পরিকল্পনা ও সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নেয়া হয়।

সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই ক্যাম্পেইনের  সমন্বয়ক , কমিউনিটি সংগঠক  ছরওয়ার আহমদ ও ৫২বাংলা টিভি সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি।

সভায় যুক্তরাজ্যে হসপিটালিটি সেক্টরের বিভিন্ন শাখায় বিশেষ করে ওয়ার্ক পারমিটে কেয়ার ভিসায়  অসংখ্য বাংলাদেশী যুক্তরাজ্য এসে প্রতারিত হয়ে কঠিন সময় পার করছেন তাদের প্রতি সমবেদনা জানিয়ে কিভাবে তাদের পাশে দাড়ানো যায় – এবিষয়ে বিস্তারিত  আলোচনা করা হয়।

কেয়ার ভিসায় যুক্তরাজ্যে এসে যারা মানবিক বিপর্যয়ে পড়েছেন তাদের প্রতি কমিউনিটির মানুষদের  মানবিক সেবা ও সম্মানজনক অভিব্যক্তি প্রকাশের অনুরোধ জানিয়ে বলা হয়- বেশ কিছু দিন থেকে সামাজিক যোগাযোগে  কতিপয় ব্লগার আবেগগণ, মনগড়া ব্যক্তিগত তথ্য ও অনেক ক্ষেত্রে আইনী পরামর্শমূলক ‘ভূল তথ্য‘ দিয়ে নিজেদের পেইজ বা প্রোফাইলের  ভিউ ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন করছেন। যুক্তরাজ্যের আইনে কোন নাগরিকের ব্যক্তিগত তথ্য, ব্যক্তির প্রাইভেসি লঙিঘত হয় এমন বক্তব্য  ও কোন সুনিদৃষ্ট তথ্য ছাড়া কারো কর্ম,পেশা নিয়ে পাবলিকলি নেতিবাচক মন্তব্য করা  মানবাধিকার লঙ্ঘন ও দন্ডনীয় অপরাধ।

সভায় ক্ষোভ প্রকাশ করে বলা হয়-কেয়ার ভিসা নিয়ে বহুজাতিক কমিউনিটির  খুব অল্প  সংখ্যক যেসব মানুষ তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির মাধ্যমে হাজার হাজার মানুষের জীবন বিপন্ন করছে-  তাদের প্রতারণা বন্ধ ও মুখোশ উন্মোচন করা এখন সময়ের বাদী।

সভায় নানাবিদ সমস্যার সম্মুখীন  কেয়ার ওয়ার্কাদের এসব বিষয়ে তথ্যগত জ্ঞান রাখা ও  ব্যক্তিগত তথ্য বা ডকুমেন্ট আদান প্রদানে সতর্ক থাকার আহবান জানান। এবং প্রয়োজনে তাদেরকে আইনী সহায়তা নেয়ার পরামর্শ দেন।

এছাড়াও যুক্তরাজ্যের চলতি সামার সময়ে  ৫২বাংলাটিভির সাথে  কমিউনিটি স্বেচ্ছাসেবী ইভেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

‘যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই’ ক্যাম্পেইনে সমন্বয়ক ছরওয়ার  আহমদ  যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই আন্দোলনে বাংলাদেশী হসপিটালিটি ওয়াকার্স ফোরাম ইউকের একাত্নতা প্রকাশ সহ চলমান ক্যাম্পেইনে সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের বিশ্বাস সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় যুক্তরাজ্যে একসময় দুই ঈদে ছুটি বাস্তবায়ন হবে, ইনশাল্লাহ।

৫২বাংলা সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি লন্ডনের ডাইভার্স কমিউনিটিতে মানবিক স্বেচ্ছাসেবী কাজে বাংলাদেশী হসপিটালিটি ওয়াকার্স ফোরাম ইউকের সম্পৃক্ত হওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে বলেন,ইচ্ছেশক্তি ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে  কমিউনিটিতে অনুকরণীয় সেবামূলক কাজ করা সম্ভব।

সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন- প্রেসিডেন্ট  গোলাম কবির রুমেল ,ভাইস প্রেসিডেন্ট  খলিলুর রহমান ,জেনারেল সেক্রেটারি আব্দুল মুমিন বেলাল ,ট্রেজারার  ওহিদ চৌধুরী, অর্গানাইজিং সেক্রেটারি আবু রহমান, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এড. সি এম কামরুজ্জামান রাসেল, নির্বাহি সদস্য  জিদ্দি চৌধুরী,জাকির হোসেন ও লিয়াকত  খান।

প্রসঙ্গত রেস্তোরাঁ ও খাবার সেবা, পাব ও বার, ইভেন্ট ও কনফারেন্স সেবা এবং ভ্রমণ ও পর্যটন সেবা নিয়ে গঠিত বৃটেনের হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে বাংলাদেশী-ব্রিটিশরা ১৯শতক থেকে অবদান রাখছেন।

তথ্য মতে, ২০২৫ সালে হসপিটালিটি ইন্ডাস্ট্রির আকার হচ্ছে ৫৮.৮৪ বিলিয়ন মার্কিন ডলার। বৃটেনের জিডিপিতে অবদান  ২৫২.৪ বিলিয়ন পাউন্ড। এবং সরকারী কোষাগারে বার্ষিক অবদান  ৫৪ বিলিয়ন পাউন্ড।

মোট কর্মশক্তির ৮% এই খাতে কাজ করে থাকলেও  হসপিটালিটি চাকরির ১১% বর্তমানে খালি রয়েছে, যা অন্যান্য শিল্পের তুলনায় বেশি।

বাংলাদেশী কমিউনিটির “প্রবৃত্তির ব্যাকবউন’’  হিসাবে পরিচিত বাংলাদেশী মালিকানাধীন রেস্টুরেন্ট  এর শতকরা ৮৫-৯০ভাগই বাংলাদেশী স্টাফ দ্বারা পরিচালিত। যেখানে প্রায় ৮০ হাজারের অধিক  কর্মী কাজ করে । এবং লক্ষাধিক পরিবার এথেকে সরাসরি উপকৃত ।

এছাড়াও বিগত কয়েক বছরে ওয়ার্কপামিট কেয়ার ভিসায়  নানা অনিয়মে হাজার হাজার কর্মী বাংলাদেশ থেকে বৃটেনে এসে প্রতারিত হয়ে সংকটময় জীবন পার করছেন। যা বিশেষ করে বাংলাদেশী কমিউনিটিতে অর্থনৈতিক ও সামাজিকভাবে নেতিবাচক প্রভাব ফেলছে। তাদের সমস্যা ও দাবি দাওয়া নিয়ে সাংগঠনিকভাবে কমিউনিটি সংগঠনগুলোর কাজের পরিধি খুবই সীমিত।

বাংলাদেশী হসপিটালিটি ওয়াকার্স ফোরাম ইউকে দুনিদৃষ্টভাবে হসপিটালিটি ইন্ডাস্ট্রির সাফল্য ও সম্ভাবনার দিকগুলো  তুলে ধরার পাশাপাশি শ্রমিকদের দাবী-দাওয়া ও তাদের অধিকার সম্পর্কে সচেতনা সৃষ্টির লক্ষ্যে মূলধারার সামাজিক ও ভলান্টরি সংগঠনের সাথেও কাজ করছে।

BANGLADESHI HOSPITALITY WORKERS FORUM UK । রেস্টুরেন্ট ও কেয়ার কর্মীদের অধিকার আদায়ে আমরা পাশে আছি

নিউজটি শেয়ার করুন

কেয়ার ভিসা প্রতারণা বন্ধ ও চক্রের মুখোশ উন্মোচনের দাবি বাংলাদেশি হসপিটালিটি ওয়ার্কার্স ফোরাম ইউকের

আপডেট সময় : ০৩:৪৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

বাংলাদেশী হসপিটালিটি ওয়াকার্স ফোরাম ইউকের কার্যকরি পরিষদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন সোমবার বিকালে পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে  সংগঠনের  প্রেসিডেন্ট গোলাম কবির রুমেল এর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী আব্দুল মুমিন বেলালের  সঞ্চালনায় সংগঠনের বিগত দিনের গৃহীত কার্যক্রমের  বিস্তারিত অবগত ও আগামী দিনের কিছু সাংগঠনিক পরিকল্পনা ও সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নেয়া হয়।

সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই ক্যাম্পেইনের  সমন্বয়ক , কমিউনিটি সংগঠক  ছরওয়ার আহমদ ও ৫২বাংলা টিভি সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি।

সভায় যুক্তরাজ্যে হসপিটালিটি সেক্টরের বিভিন্ন শাখায় বিশেষ করে ওয়ার্ক পারমিটে কেয়ার ভিসায়  অসংখ্য বাংলাদেশী যুক্তরাজ্য এসে প্রতারিত হয়ে কঠিন সময় পার করছেন তাদের প্রতি সমবেদনা জানিয়ে কিভাবে তাদের পাশে দাড়ানো যায় – এবিষয়ে বিস্তারিত  আলোচনা করা হয়।

কেয়ার ভিসায় যুক্তরাজ্যে এসে যারা মানবিক বিপর্যয়ে পড়েছেন তাদের প্রতি কমিউনিটির মানুষদের  মানবিক সেবা ও সম্মানজনক অভিব্যক্তি প্রকাশের অনুরোধ জানিয়ে বলা হয়- বেশ কিছু দিন থেকে সামাজিক যোগাযোগে  কতিপয় ব্লগার আবেগগণ, মনগড়া ব্যক্তিগত তথ্য ও অনেক ক্ষেত্রে আইনী পরামর্শমূলক ‘ভূল তথ্য‘ দিয়ে নিজেদের পেইজ বা প্রোফাইলের  ভিউ ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন করছেন। যুক্তরাজ্যের আইনে কোন নাগরিকের ব্যক্তিগত তথ্য, ব্যক্তির প্রাইভেসি লঙিঘত হয় এমন বক্তব্য  ও কোন সুনিদৃষ্ট তথ্য ছাড়া কারো কর্ম,পেশা নিয়ে পাবলিকলি নেতিবাচক মন্তব্য করা  মানবাধিকার লঙ্ঘন ও দন্ডনীয় অপরাধ।

সভায় ক্ষোভ প্রকাশ করে বলা হয়-কেয়ার ভিসা নিয়ে বহুজাতিক কমিউনিটির  খুব অল্প  সংখ্যক যেসব মানুষ তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির মাধ্যমে হাজার হাজার মানুষের জীবন বিপন্ন করছে-  তাদের প্রতারণা বন্ধ ও মুখোশ উন্মোচন করা এখন সময়ের বাদী।

সভায় নানাবিদ সমস্যার সম্মুখীন  কেয়ার ওয়ার্কাদের এসব বিষয়ে তথ্যগত জ্ঞান রাখা ও  ব্যক্তিগত তথ্য বা ডকুমেন্ট আদান প্রদানে সতর্ক থাকার আহবান জানান। এবং প্রয়োজনে তাদেরকে আইনী সহায়তা নেয়ার পরামর্শ দেন।

এছাড়াও যুক্তরাজ্যের চলতি সামার সময়ে  ৫২বাংলাটিভির সাথে  কমিউনিটি স্বেচ্ছাসেবী ইভেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

‘যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই’ ক্যাম্পেইনে সমন্বয়ক ছরওয়ার  আহমদ  যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই আন্দোলনে বাংলাদেশী হসপিটালিটি ওয়াকার্স ফোরাম ইউকের একাত্নতা প্রকাশ সহ চলমান ক্যাম্পেইনে সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের বিশ্বাস সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় যুক্তরাজ্যে একসময় দুই ঈদে ছুটি বাস্তবায়ন হবে, ইনশাল্লাহ।

৫২বাংলা সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি লন্ডনের ডাইভার্স কমিউনিটিতে মানবিক স্বেচ্ছাসেবী কাজে বাংলাদেশী হসপিটালিটি ওয়াকার্স ফোরাম ইউকের সম্পৃক্ত হওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে বলেন,ইচ্ছেশক্তি ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে  কমিউনিটিতে অনুকরণীয় সেবামূলক কাজ করা সম্ভব।

সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন- প্রেসিডেন্ট  গোলাম কবির রুমেল ,ভাইস প্রেসিডেন্ট  খলিলুর রহমান ,জেনারেল সেক্রেটারি আব্দুল মুমিন বেলাল ,ট্রেজারার  ওহিদ চৌধুরী, অর্গানাইজিং সেক্রেটারি আবু রহমান, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এড. সি এম কামরুজ্জামান রাসেল, নির্বাহি সদস্য  জিদ্দি চৌধুরী,জাকির হোসেন ও লিয়াকত  খান।

প্রসঙ্গত রেস্তোরাঁ ও খাবার সেবা, পাব ও বার, ইভেন্ট ও কনফারেন্স সেবা এবং ভ্রমণ ও পর্যটন সেবা নিয়ে গঠিত বৃটেনের হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে বাংলাদেশী-ব্রিটিশরা ১৯শতক থেকে অবদান রাখছেন।

তথ্য মতে, ২০২৫ সালে হসপিটালিটি ইন্ডাস্ট্রির আকার হচ্ছে ৫৮.৮৪ বিলিয়ন মার্কিন ডলার। বৃটেনের জিডিপিতে অবদান  ২৫২.৪ বিলিয়ন পাউন্ড। এবং সরকারী কোষাগারে বার্ষিক অবদান  ৫৪ বিলিয়ন পাউন্ড।

মোট কর্মশক্তির ৮% এই খাতে কাজ করে থাকলেও  হসপিটালিটি চাকরির ১১% বর্তমানে খালি রয়েছে, যা অন্যান্য শিল্পের তুলনায় বেশি।

বাংলাদেশী কমিউনিটির “প্রবৃত্তির ব্যাকবউন’’  হিসাবে পরিচিত বাংলাদেশী মালিকানাধীন রেস্টুরেন্ট  এর শতকরা ৮৫-৯০ভাগই বাংলাদেশী স্টাফ দ্বারা পরিচালিত। যেখানে প্রায় ৮০ হাজারের অধিক  কর্মী কাজ করে । এবং লক্ষাধিক পরিবার এথেকে সরাসরি উপকৃত ।

এছাড়াও বিগত কয়েক বছরে ওয়ার্কপামিট কেয়ার ভিসায়  নানা অনিয়মে হাজার হাজার কর্মী বাংলাদেশ থেকে বৃটেনে এসে প্রতারিত হয়ে সংকটময় জীবন পার করছেন। যা বিশেষ করে বাংলাদেশী কমিউনিটিতে অর্থনৈতিক ও সামাজিকভাবে নেতিবাচক প্রভাব ফেলছে। তাদের সমস্যা ও দাবি দাওয়া নিয়ে সাংগঠনিকভাবে কমিউনিটি সংগঠনগুলোর কাজের পরিধি খুবই সীমিত।

বাংলাদেশী হসপিটালিটি ওয়াকার্স ফোরাম ইউকে দুনিদৃষ্টভাবে হসপিটালিটি ইন্ডাস্ট্রির সাফল্য ও সম্ভাবনার দিকগুলো  তুলে ধরার পাশাপাশি শ্রমিকদের দাবী-দাওয়া ও তাদের অধিকার সম্পর্কে সচেতনা সৃষ্টির লক্ষ্যে মূলধারার সামাজিক ও ভলান্টরি সংগঠনের সাথেও কাজ করছে।

BANGLADESHI HOSPITALITY WORKERS FORUM UK । রেস্টুরেন্ট ও কেয়ার কর্মীদের অধিকার আদায়ে আমরা পাশে আছি