পূর্ব লন্ডনে নিহত নারী হত্যায় অভিযুক্ত লায়েক গ্রেফতার : হত্যা মামলা রুজু
- আপডেট সময় : ০১:৩৮:২০ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / 343
লন্ডনের টাওয়ার হ্যামলেটস বারার মনিয়ার রোডে এক নারীকে ছুরিকাঘাতে হ/ত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত এগারোটার দিকে পুলিশ ও লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। নিহত নারীর বয়স চল্লিশের কোঠায়।
সন্দেহভাজন হিসেবে ২৭ বছর বয়সী লায়েক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মালমেসবারি রোডের বাসিন্দা।
গত শুক্রবার তাকে আটক করা হয় । পরে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু করা হয়েছে।
শনিবার, ২৮ জুন থেমস দায়রা আদালতে লায়েক মিয়াকে (ম্যাজিস্ট্রেট কোর্ট) হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আগামী মঙ্গলবার, ১ জুলাই তিনি কেন্দ্রীয় ফৌজদারি আদালতে (সেন্ট্রাল ক্রিমিনাল কোর্ট) পুনরায় হাজির হবেন।
টাওয়ার হ্যামলেটস অঞ্চলের পুলিশ কর্মকর্তা গোয়েন্দা প্রধান মাইক ক্যাগনি জানান, “এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ থাকাটা স্বাভাবিক, তবে আমরা মনে করি এটি একটি একক ঘটনা এবং সাধারণ মানুষের জন্য কোনো বাড়তি ঝুঁকি নেই।”
যারা এই ঘটনার বিষয়ে কোনো তথ্য জানেন, তাদের ১০১ নম্বরে ফোন করে ঘটনা শনাক্তকারী নম্বর CAD9509/26JUN উল্লেখ করার অনুরোধ জানানো হয়েছে। নাম প্রকাশ না করে তথ্য দিতে চাইলে ‘ক্রাইমস্টপারস’-এর সাথেও যোগাযোগ করা যাবে।
সূত্রঃ দ্যা মিরর



















