ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা খাঁচা থেকে বের হওয়া সিংহী আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না কুকুরছানা হত্যা মামলায় মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু খালেদা জিয়াকে লন্ডন নিতে ঢাকায় আসছেন জুবাইদা যুক্তরাজ্যের ৯ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ বাংলাদেশি শিক্ষার্থী!

ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন ট্রাম্পের

৫২ বাংলা
  • আপডেট সময় : ১০:০৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 286
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৮ জুন ২০২৫) রাতে এমন পরিকল্পনা অনুমোদন করলেও ইরানে হামলা চালানো হবে কি না তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। সিবিএস নিউজের বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার শীর্ষ সূত্র সিবিএসকে জানায়, ইরান বিতর্কিত পারমাণবিক কর্মসূচি পরিত্যাগে সম্মত হয় কিনা, মূলত তা দেখার জন্যই ট্রাম্প হামলা থেকে বিরত রয়েছেন। প্রথম এই খবর প্রকাশ করেছিল ওয়াল স্ট্রিট জার্নাল।

এর আগে সিবিএস জানিয়েছিল, ট্রাম্প প্রশাসন ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ‘ফোর্দো’তে হামলার পরিকল্পনা করছে।

শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় আকস্মিক হামলা চালায় ইসরায়েল। এতে দেশটির শীর্ষ কয়েকজন সামরিক কমান্ডার নিহত হন।

পাল্টা জবাবে শুক্রবার সন্ধ্যায় দূরপাল্লার শত শত ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এরপর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

ইসরায়েলের হামলায় ইরানে ছয় শতাধিক মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছেন। অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলে অন্তত ২৪ জনের বেশি মৃত্যু হয়েছে।

ইরান দাবি করেছে, তারা ইসরায়েলের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় ও তীব্র ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করা হলে তা সংঘাত বাড়াবে না, বরং “শেষ করবে”।

এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ট্রাম্প মঙ্গলবার এক টুইটে বলেন, “ইরানের আকাশ তাদের পুরোপুরি নিয়ন্ত্রণে।” ট্রাম্পের এই টুইট ‘আমরা’ শব্দটি ব্যবহারকে যুদ্ধের লক্ষণ হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক।

ট্রাম্প আরও বলেন, তারা ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অবস্থান জানেন এবং চাইলেই তাকে হত্যা করতে পারেন। তবে এখনই সে সিদ্ধান্ত নেওয়া হয়নি।

অন্য একটি টুইটে তিনি ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের পরামর্শ দিয়েছেন। জবাবে খামেনি বলেছেন, ইরানিরা আত্মসমর্পণ করতে নারাজ এবং যুদ্ধ ঘোষণার কথাও বলেছেন।

বুধবার ইরানে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, “আমি এটা করতেও পারি, নাও করতে পারি,”।

ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রশাসন: ব্লুমবার্গ নিউজ

ইরানে আগামী কয়েকদিনের মধ্যে সম্ভাব্য হামলার জন্য মার্কিন কর্মকর্তারা প্রস্তুতি নিচ্ছেন বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজ। বুধবার (১৮ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এই দাবি করেছে সংবাদমাধ্যমটি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সপ্তাহান্তে সম্ভাব্য হামলার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা ইঙ্গিত করেছেন। তবে তবে পুরো বিষয়টি এখনও বিবেচনাধীন আছে এবং পরিস্থিতি যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, ব্লুমবার্গের প্রতিবেদনের আগে ওইদিনই হোয়াইট হাউজের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি অভিযানে যুক্তরাষ্ট্র যোগদানের সিদ্ধান্ত নিয়েছে কিনা, এমন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান থেকে বিরত ছিলেন তিনি।

তবে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে হামলার ব্যাপারে স্বভাবসুলভ ভঙ্গিমায় ট্রাম্প বলেছেন, আমি সেটা করতে পারি আবার নাও করতে পারি। কেউ জানে না আমি কী করব।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন ট্রাম্পের

আপডেট সময় : ১০:০৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৮ জুন ২০২৫) রাতে এমন পরিকল্পনা অনুমোদন করলেও ইরানে হামলা চালানো হবে কি না তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। সিবিএস নিউজের বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার শীর্ষ সূত্র সিবিএসকে জানায়, ইরান বিতর্কিত পারমাণবিক কর্মসূচি পরিত্যাগে সম্মত হয় কিনা, মূলত তা দেখার জন্যই ট্রাম্প হামলা থেকে বিরত রয়েছেন। প্রথম এই খবর প্রকাশ করেছিল ওয়াল স্ট্রিট জার্নাল।

এর আগে সিবিএস জানিয়েছিল, ট্রাম্প প্রশাসন ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ‘ফোর্দো’তে হামলার পরিকল্পনা করছে।

শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় আকস্মিক হামলা চালায় ইসরায়েল। এতে দেশটির শীর্ষ কয়েকজন সামরিক কমান্ডার নিহত হন।

পাল্টা জবাবে শুক্রবার সন্ধ্যায় দূরপাল্লার শত শত ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এরপর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

ইসরায়েলের হামলায় ইরানে ছয় শতাধিক মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছেন। অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলে অন্তত ২৪ জনের বেশি মৃত্যু হয়েছে।

ইরান দাবি করেছে, তারা ইসরায়েলের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় ও তীব্র ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করা হলে তা সংঘাত বাড়াবে না, বরং “শেষ করবে”।

এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ট্রাম্প মঙ্গলবার এক টুইটে বলেন, “ইরানের আকাশ তাদের পুরোপুরি নিয়ন্ত্রণে।” ট্রাম্পের এই টুইট ‘আমরা’ শব্দটি ব্যবহারকে যুদ্ধের লক্ষণ হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক।

ট্রাম্প আরও বলেন, তারা ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অবস্থান জানেন এবং চাইলেই তাকে হত্যা করতে পারেন। তবে এখনই সে সিদ্ধান্ত নেওয়া হয়নি।

অন্য একটি টুইটে তিনি ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের পরামর্শ দিয়েছেন। জবাবে খামেনি বলেছেন, ইরানিরা আত্মসমর্পণ করতে নারাজ এবং যুদ্ধ ঘোষণার কথাও বলেছেন।

বুধবার ইরানে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, “আমি এটা করতেও পারি, নাও করতে পারি,”।

ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রশাসন: ব্লুমবার্গ নিউজ

ইরানে আগামী কয়েকদিনের মধ্যে সম্ভাব্য হামলার জন্য মার্কিন কর্মকর্তারা প্রস্তুতি নিচ্ছেন বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজ। বুধবার (১৮ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এই দাবি করেছে সংবাদমাধ্যমটি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সপ্তাহান্তে সম্ভাব্য হামলার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা ইঙ্গিত করেছেন। তবে তবে পুরো বিষয়টি এখনও বিবেচনাধীন আছে এবং পরিস্থিতি যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, ব্লুমবার্গের প্রতিবেদনের আগে ওইদিনই হোয়াইট হাউজের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি অভিযানে যুক্তরাষ্ট্র যোগদানের সিদ্ধান্ত নিয়েছে কিনা, এমন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান থেকে বিরত ছিলেন তিনি।

তবে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে হামলার ব্যাপারে স্বভাবসুলভ ভঙ্গিমায় ট্রাম্প বলেছেন, আমি সেটা করতে পারি আবার নাও করতে পারি। কেউ জানে না আমি কী করব।