ট্রাম্পের ঘোষণা : ইরানের আকাশ পুরোপুরি নিয়ন্ত্রণে, খামেনিকে এখন হত্যা নয়
- আপডেট সময় : ১১:৪৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
- / 266

ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে না জড়ালেও দেশটির আকাশসীমার পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি কোথায়, সেটাও তারা জানেন। তবে তাকে হত্যার পরিকল্পনা নেই।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, “আমরা ইরানের আকাশ এখন পুরোপুরি এবং সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়েছি।”
এর আগে একই ধরনের দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ট্রাম্পের এই বক্তব্যে ‘আমরা’ বলতে কাকে বোঝানো হয়েছে, সেটি স্পষ্ট নয়। ইসরায়েলকে যুক্তরাষ্ট্র বরাবর অস্ত্র সহায়তা দিয়ে এলেও ইরান আক্রমণে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে আসছে। আমরা শব্দের ব্যবহারের মধ্যে ট্রাম্প তার দেশের অংশগ্রহণ স্বীকার করে নিলেন কি না, তা নিয়ে গুঞ্জন উঠেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইরানের কাছে আকাশ নজরদারির ভালো প্রযুক্তি ও প্রচুর প্রতিরক্ষা সরঞ্জাম ছিল। তবে সেগুলো যুক্তরাষ্ট্রের তৈরি ‘জিনিসপত্রের’ সঙ্গে তুলনীয় নয়। ভালোভাবে কেউ কিছু করলে সেটা করে আমেরিকা—পুরনো দিনের সেই আমেরিকা।”
খামেনি কোথায় লুকিয়ে আছেন, সেটাও জানার দাবি করেছেন ট্রাম্প। বলেছেন, “এখন আমরা তাকে মারব না।”
সংবাদ মাধ্যমে খবর এসেছে যে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু খামেনিকে হত্যা করার পক্ষে হলেও ট্রাম্প এর পক্ষে নন। ট্রাম্প বলেছেন, ইরানিরা কোনো আমেরিকানকে হত্যা করেনি। তাই তিনি এর পক্ষ নন।
তবে নেতানিয়াহু বলেছেন, তিনি মনে করেন খামেনিকে হত্যা করলেই এই যুদ্ধের অবসান হবে।


















