হবিগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রীকে ‘ধর্ষণ’, চালক আটক
- আপডেট সময় : ১১:২৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
- / 281

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় চলন্ত যাত্রীবাহী বাসে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাসচালককে আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ জুন ২০২৫) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আউশকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান।
আটক ব্যক্তির নাম মো. সাব্বির মিয়া। তিনি নবীগঞ্জ উপজেলার ইনাতাবাদ বাংলাবাজার এলাকার ছাতির মিয়ার ছেলে।
স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভুক্তভোগী ছাত্রী বানিয়াচং উপজেলার বাসিন্দা এবং ঢাকার একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। রোববার তিনি ঢাকার ফার্মগেট থেকে বিলাশ পরিবহনের একটি বাসে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। বাসটি শায়েস্তাগঞ্জে থামার কথা থাকলেও ছাত্রীটি ঘুমিয়ে পড়ায় সেটি সিলেট পর্যন্ত চলে যায়। পরে সিলেট থেকে বানিয়াচংয়ের উদ্দেশে ফেরার পথে তিনি মা এন্টারপ্রাইজ নামের আরেকটি বাসে ওঠেন।
বাসে অন্যান্য যাত্রী নেমে যাওয়ার পর ছাত্রীটি একা থাকায়, বাসের চালক সাব্বির ও তার সহযোগী লিটন তাকে পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। আউশকান্দি এলাকায় পৌঁছালে মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়। সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় চালক সাব্বিরকে আটক করে এবং পরে তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করে। তবে তার সহযোগী লিটন পালিয়ে যায়।
ওসি শেখ মো. কামরুজ্জামান বলেন, “কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাস চালককে আটক এবং মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। চালকের সহযোগী লিটন পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, পলাতক লিটন মিয়া সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার বাসিন্দা।


















