ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসীদের দাবিতে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বাঁচাতে বিএনপির উদ্যোগ ৬২টি আসনে বিএনপির বিদ্রোহী ৭২ জন  কাকরদিয়া- তেরাদল- আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকের আনুষ্ঠানিক যাত্রা শুরু জামায়াত আমির বললেন, গালে হাত দিয়ে বসে থাকব না, গর্জে উঠব পাঁচ লাখ অভিবাসীকে বৈধ করবে স্পেন পৃথিবীতে জালিয়াতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ: প্রধান উপদেষ্টা পুরস্কার ঘোষণা করে কী লাভ হলো? লুটের অস্ত্র অপরাধীদের হাতে, নির্বাচন ঘিরে ‘বাড়তি উদ্বেগ’ পে স্কেল নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে সরকারি কর্মচারীরা যুক্তরাজ্যে ‘অতিদারিদ্র্যে’ রেকর্ডসংখ্যক মানুষ, তালিকায় বাংলাদেশিরাও ভোট দিয়ে ফেলেছেন ৪ লাখ প্রবাসী

ইসরায়েলে ইরানের হামলা : বার বার কেনো জায়গা বদল করেন মার্কিন দূত?

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৩:৫৩:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 281
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানে ইসরায়েলি অভিযানের প্রতিক্রিয়ায় ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার রাতটিকে ‘উত্তেজনাপূর্ণ ও কঠিন’ হিসেবে বর্ণনা করেছেন দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। তেহরান টাইমসের বরাতে জানা গেছে, ওই রাতে অন্তত পাঁচবার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে সরে যেতে হয়েছে তাকে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হাকাবি লেখেন, ‘আজ শাব্বাত। তবে এখানকার পরিস্থিতি এখন খুবই কঠিন। এমন সময় চুপ থাকাটাই ভালো। পুরো জাতিকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, শনিবার দিনটি ইহুদি ধর্মাবলম্বীদের সাপ্তাহিক বিশ্রামের দিন, যেটিকে শাব্বাত বলা হয়। হাকাবি বলেন, ‘শাব্বাত সাধারণত শান্তিপূর্ণ থাকে, কিন্তু এবার তা মনে হয় না হবে।’

ইসরায়েলের প্রতি সমর্থনে সবসময় কঠোর অবস্থানে থাকা হাকাবি চলতি সপ্তাহের শুরুতে মন্তব্য করেছিলেন, যুক্তরাষ্ট্রের পূর্ব সম্মতি বা সমন্বয় ছাড়া ইসরায়েল ইরানে সামরিক হামলা চালাবে, এমন সম্ভাবনা খুবই কম।

ইরানি হামলার সময় হাকাবি শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত পাঁচবার স্থান পরিবর্তন করেন বলে জানা গেছে। একাধিকবার তাকে আশ্রয় নিতে হয় নিরাপদ বাঙ্কার বা সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে।

এর আগে, বুধবার অর্থাৎ ইরানে ইসরায়েলের হামলার দুই দিন আগেই যুক্তরাষ্ট্র তাদের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিভাগ থেকে মধ্যপ্রাচ্যের কয়েকটি স্থানে কর্মরত অপ্রয়োজনীয় কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা নেয়।

ইসরায়েলের পর একের পর এক পাঁচ দফা হামলা চালায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইসরায়েল জানায়, বেশ কিছু ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করতে পেরেছে, যদিও ক্ষয়ক্ষতির মাত্রা এখনও তাৎপর্যপূর্ণ।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর সর্বশেষ তথ্যানুযায়ী, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত অন্তত তিনজন ইসরায়েলি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় পঞ্চাশজন। শেষ পাওয়া খবরে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত তেহরান ইসরায়েলের দিকে দেড় শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসরায়েলে ইরানের হামলা : বার বার কেনো জায়গা বদল করেন মার্কিন দূত?

আপডেট সময় : ০৩:৫৩:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

ইরানে ইসরায়েলি অভিযানের প্রতিক্রিয়ায় ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার রাতটিকে ‘উত্তেজনাপূর্ণ ও কঠিন’ হিসেবে বর্ণনা করেছেন দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। তেহরান টাইমসের বরাতে জানা গেছে, ওই রাতে অন্তত পাঁচবার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে সরে যেতে হয়েছে তাকে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হাকাবি লেখেন, ‘আজ শাব্বাত। তবে এখানকার পরিস্থিতি এখন খুবই কঠিন। এমন সময় চুপ থাকাটাই ভালো। পুরো জাতিকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, শনিবার দিনটি ইহুদি ধর্মাবলম্বীদের সাপ্তাহিক বিশ্রামের দিন, যেটিকে শাব্বাত বলা হয়। হাকাবি বলেন, ‘শাব্বাত সাধারণত শান্তিপূর্ণ থাকে, কিন্তু এবার তা মনে হয় না হবে।’

ইসরায়েলের প্রতি সমর্থনে সবসময় কঠোর অবস্থানে থাকা হাকাবি চলতি সপ্তাহের শুরুতে মন্তব্য করেছিলেন, যুক্তরাষ্ট্রের পূর্ব সম্মতি বা সমন্বয় ছাড়া ইসরায়েল ইরানে সামরিক হামলা চালাবে, এমন সম্ভাবনা খুবই কম।

ইরানি হামলার সময় হাকাবি শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত পাঁচবার স্থান পরিবর্তন করেন বলে জানা গেছে। একাধিকবার তাকে আশ্রয় নিতে হয় নিরাপদ বাঙ্কার বা সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে।

এর আগে, বুধবার অর্থাৎ ইরানে ইসরায়েলের হামলার দুই দিন আগেই যুক্তরাষ্ট্র তাদের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিভাগ থেকে মধ্যপ্রাচ্যের কয়েকটি স্থানে কর্মরত অপ্রয়োজনীয় কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা নেয়।

ইসরায়েলের পর একের পর এক পাঁচ দফা হামলা চালায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইসরায়েল জানায়, বেশ কিছু ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করতে পেরেছে, যদিও ক্ষয়ক্ষতির মাত্রা এখনও তাৎপর্যপূর্ণ।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর সর্বশেষ তথ্যানুযায়ী, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত অন্তত তিনজন ইসরায়েলি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় পঞ্চাশজন। শেষ পাওয়া খবরে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত তেহরান ইসরায়েলের দিকে দেড় শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।