মুক্তিযোদ্ধাদের মতো বালুচ স্বাধীনতাকামীদেরও ‘ভারতীয় চর’ বলছে পাকিস্তান
- আপডেট সময় : ০১:৪৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / 388

ইতিহাস যেন ফিরে আসছে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি শাসকগোষ্ঠী মুক্তিযোদ্ধাদের যেভাবে ‘ভারতীয় চর’ বলেছিল, একইভাবে বেলুচিস্তানের স্বাধীনতাকামীদের ‘ফিতনা-এ হিন্দুস্তান’ আখ্যা দিয়ে ভারতীয় চর হিসেবে তুলে ধরছে ইসলামাবাদ।
সম্প্রতি বেলুচিস্তানের খুজদার জেলায় একটি সামরিক স্কুলবাসে আত্মঘাতী বোমা হামলায় তিন স্কুলছাত্রীসহ পাঁচজন নিহত হন। পাকিস্তান সেনাবাহিনীর বক্তব্য অনুযায়ী, এই হামলার পেছনে ভারত-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো জড়িত। তবে কোনো প্রমাণ তারা প্রকাশ করেনি।
ডনের খবরে বলা হয়, এর আগে বেলুচিস্তানের সোরাবে বালুচ লিবারেশন আর্মির (বিএলএ) যোদ্ধারা একটি ব্যাংকে হামলা চালায় এবং স্থানীয় সরকারি দফতরে গুলি বিনিময়ে এক উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। ইসলামাবাদ এই হামলার দায়ও ভারতের ওপর চাপাচ্ছে।
পাকিস্তান সেনাবাহিনী এবং সরকার বলছে, বালুচ ইয়াকজেহতি কমিটি (বিওয়াইসি) নামে শান্তিপূর্ণ আন্দোলনের দলটিও নাকি ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর একটি ছদ্মবেশী প্রচারণা।
এ অভিযোগের অংশ হিসেবে পাকিস্তান ভারতের নৌবাহিনীর সাবেক কর্মকর্তা কুলভূষণ যাদবের প্রসঙ্গও টেনে এনেছে, যাকে তারা বেলুচিস্তানে ভারতীয় গুপ্তচর তৎপরতার প্রমাণ হিসেবে দেখাচ্ছে। ভারত বলছে, যাদবকে ইরান থেকে অপহরণ করা হয়েছিল এবং পাকিস্তানের অভিযোগ ভিত্তিহীন।
পাকিস্তান যেমন এখন বেলুচদের ভারতের চর বলছে, ঠিক তেমনিভাবে ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানে মুক্তিযোদ্ধাদের ‘ভারতীয় ষড়যন্ত্রের অংশ’ হিসেবে আখ্যা দিয়েছিল। আন্তর্জাতিক অনেক গণমাধ্যমের ভাষ্য, ইসলামাবাদের অভিযোগের কোনো ভিত্তি নেই। বেলুচিস্তানের বিদ্রোহ মূলত স্থানীয় রাজনৈতিক বৈষম্য ও মানবাধিকার লঙ্ঘনেরই ফল।
পরিসংখ্যানও বেলুচদের অভিযোগকে শক্তি যোগায়। ২০২৩ সালের আদমশুমারি অনুযায়ী, যেখানে পাকিস্তানে সাক্ষরতার হার ৬০ দশমিক ৭ শতাংশ, বেলুচিস্তানে তা মাত্র ৪২ দশমিক ১ শতাংশ—সব প্রদেশের মধ্যে সর্বনিম্ন।
২০২৩ সালে পাকিস্তানের মাথাপিছু আয় ছিল ১ হাজার ৬৬৪ ডলার। বেলুচিস্তানে তা জাতীয় গড়ের চেয়ে ৩৮ শতাংশ কম—মোটে ১ হাজার ১০৬ ডলার।
এ বৈষম্য যেন ৭১-পরবর্তী পাকিস্তানের পূর্ব ও পশ্চিম অংশের বৈষম্যের প্রতিফলন। ১৯৫০ সালে দুই অংশের মাথাপিছু আয়ের ব্যবধান ছিল মাত্র ৪ শতাংশ, ১৯৭০ সালে তা বেড়ে দাঁড়ায় ৬১ শতাংশে। শিক্ষার ক্ষেত্রেও একই বৈষম্য দেখা গিয়েছিল।
প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান। স্থানীয়দের অভিযোগ, ইসলামাবাদ সেসব শোষণ করলেও তাদের কিছুই দেয় না। একসময় পূর্ব পাকিস্তানের বাঙালিদেরও একই অভিযোগ ছিল—পাট থেকে উপার্জিত বৈদেশিক মুদ্রা পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় হতো।
বেলুচিস্তানের মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, বালুচদের গুম, বিচারবহির্ভূত হত্যা এবং সেনা অভিযানের মাধ্যমে দমিয়ে রাখা হচ্ছে। প্রায়ই সেখানে গুম ও বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটে।
তবে সেনা-প্রভাবিত পাকিস্তান সরকার এসব অভিযোগ সবসময়ই অস্বীকার করে আসছে। তাদের দাবি, এসব ভারতের ষড়যন্ত্র; বেলুচ জনগণ এখনো দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে গঠিত পাকিস্তানের প্রতি আস্থাশীল।

















