ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সচিবালয়ের কর্মচারীদের দাবির বিষয়ে সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা দেশে ফিরলে

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৩:২২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 215
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কর্মচারিদের আন্দোলনের মঙ্গলবারের ছবি

সচিবালয়ের কর্মচারীরা যে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলসহ নানা দাবিতে আন্দোলন করছেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশে ফেরার পর—এমনটাই জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদ।

বুধবার (২৮ মে ২০২৫) সকালে ভূমি সচিব সালাউদ্দিনসহ সাতজন সচিব আন্দোলনকারীদের দাবি নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই বৈঠকের পর শেখ আবদুর রশিদ এ তথ্য জানান। বৈঠক শেষে ভূমি সচিব সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।

মন্ত্রিপরিষদ সচিবের কাছ থেকে এমন বার্তা পাওয়ার পর বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা জরুরি বৈঠকে বসেন। পরিষদের নেতা নিজামুদ্দিন আহমেদ জানান, ওই বৈঠকে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে জাপানে অবস্থান করছেন। তিনি ‘নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নিতে জাপান সফরে গেছেন। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করবেন। তার দেশে ফেরার কথা রয়েছে আগামী ৩১ মে।

এর আগে মঙ্গলবার (২৭ মে) বিকাল পৌনে ৩টায় ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সচিবালয়ের আন্দোলনরত কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠকে বসেন ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ। বৈঠকে আরও পাঁচজন সচিব অংশ নেন। একই সঙ্গে আন্দোলনরত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে উভয় পক্ষের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দাবি জানাতে এবং আলোচনা সহজ করতে আন্দোলনকারীরা বুধবার (২৮ মে) সকাল ১০টা পর্যন্ত তাদের কর্মসূচি স্থগিত করেছেন।

বৈঠক প্রসঙ্গে ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, “আমরা কয়েকজন সচিব মিলে তাদের বক্তব্য শুনেছি। আমরা সবাই সরকারের কর্মচারী। সরকার একটি আইন করেছে, কিন্তু তারা এতে অসন্তুষ্ট। তারা আইনটি বাতিলের দাবি জানিয়েছে। আমরা তাদের বক্তব্যের সারসংক্ষেপ মন্ত্রিপরিষদ সচিবের কাছে উপস্থাপন করব। এরপর সরকার সিদ্ধান্ত নেবে।”

সেই অনুযায়ী, আজ মন্ত্রিপরিষদ সচিবের কাছে বিষয়টি তোলা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সচিবালয়ের কর্মচারীদের দাবির বিষয়ে সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা দেশে ফিরলে

আপডেট সময় : ০৩:২২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

কর্মচারিদের আন্দোলনের মঙ্গলবারের ছবি

সচিবালয়ের কর্মচারীরা যে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলসহ নানা দাবিতে আন্দোলন করছেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশে ফেরার পর—এমনটাই জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদ।

বুধবার (২৮ মে ২০২৫) সকালে ভূমি সচিব সালাউদ্দিনসহ সাতজন সচিব আন্দোলনকারীদের দাবি নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই বৈঠকের পর শেখ আবদুর রশিদ এ তথ্য জানান। বৈঠক শেষে ভূমি সচিব সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।

মন্ত্রিপরিষদ সচিবের কাছ থেকে এমন বার্তা পাওয়ার পর বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা জরুরি বৈঠকে বসেন। পরিষদের নেতা নিজামুদ্দিন আহমেদ জানান, ওই বৈঠকে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে জাপানে অবস্থান করছেন। তিনি ‘নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নিতে জাপান সফরে গেছেন। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করবেন। তার দেশে ফেরার কথা রয়েছে আগামী ৩১ মে।

এর আগে মঙ্গলবার (২৭ মে) বিকাল পৌনে ৩টায় ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সচিবালয়ের আন্দোলনরত কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠকে বসেন ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ। বৈঠকে আরও পাঁচজন সচিব অংশ নেন। একই সঙ্গে আন্দোলনরত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে উভয় পক্ষের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দাবি জানাতে এবং আলোচনা সহজ করতে আন্দোলনকারীরা বুধবার (২৮ মে) সকাল ১০টা পর্যন্ত তাদের কর্মসূচি স্থগিত করেছেন।

বৈঠক প্রসঙ্গে ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, “আমরা কয়েকজন সচিব মিলে তাদের বক্তব্য শুনেছি। আমরা সবাই সরকারের কর্মচারী। সরকার একটি আইন করেছে, কিন্তু তারা এতে অসন্তুষ্ট। তারা আইনটি বাতিলের দাবি জানিয়েছে। আমরা তাদের বক্তব্যের সারসংক্ষেপ মন্ত্রিপরিষদ সচিবের কাছে উপস্থাপন করব। এরপর সরকার সিদ্ধান্ত নেবে।”

সেই অনুযায়ী, আজ মন্ত্রিপরিষদ সচিবের কাছে বিষয়টি তোলা হয়।