ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

কানে বিশেষ স্বীকৃতি পেল বাংলাদেশি ‘আলী’

৫২ বাংলা
  • আপডেট সময় : ১২:৪৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / 382
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আয়োজন—কান চলচ্চিত্র উৎসবে বিশেষ স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। তরুণ নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত এই চলচ্চিত্রটি পেয়েছে ‘স্পেশাল মেনশন’—৭৮তম আসরের স্বল্পদৈর্ঘ্য বিভাগে। আজ (২৫ মে) উৎসবের সমাপনী দিনে এ স্বীকৃতি ঘোষণা করা হয়।

গত বৃহস্পতিবার (২২ মে ২০২৫) ‘আলী’ প্রদর্শিত হয় উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে। প্রদর্শনীর পরই এটি প্রশংসা কুড়ায় বিচারক ও দর্শকদের কাছ থেকে।

চলচ্চিত্রটির নামচরিত্র আলী—উপকূল অঞ্চলের এক কিশোর, যে বেড়ে উঠছে রূঢ় এক সমাজ-প্রথার ভেতর। এমন এক বাস্তবতায়, যেখানে নারীদের গান গাওয়া ‘অপমানজনক’ হিসেবে বিবেচিত, সেখানেই আলী নিজে অংশ নিতে চায় একটি গানের প্রতিযোগিতায়। এই সরল আকাঙ্ক্ষার পেছনে লুকিয়ে আছে গভীর সাংস্কৃতিক টানাপোড়েন—যা প্রশ্ন তোলে লিঙ্গ বৈষম্য, প্রথা এবং ব্যক্তি স্বাধীনতার পরিধি নিয়ে।

ছবিতে আলীর ভূমিকায় অভিনয় করেছেন আল-আমিন, স্বনামেই। নির্মাতা আদনান আল রাজীব এর আগে দীর্ঘদিন বিজ্ঞাপনচিত্র নির্মাণে যুক্ত ছিলেন। ‘আলী’ তার নির্মিত ১৫ মিনিটের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

শুটিং প্রসঙ্গে আদনান বলেন, “গত বছরের ডিসেম্বরে সিলেটের নানা লোকেশনে টানা পাঁচদিন ধরে শুটিং করেছি আমরা।”

আর্ন্তজাতিক উৎসব মাথায় রেখেই চলচ্চিত্রটির পরিকল্পনা করেছিলেন আদনান, তবে কান চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়া ছিল তার কাছে অভাবনীয়। মনোনয়ন ঘোষণার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমরা তো কখনোই কানের কথা ভাবিনি। এটা একেবারেই স্বপ্নের মতো। আমাদের শুধু একটা ভালো সিনেমা বানানোর ইচ্ছা ছিল। একটা অভিনব ভাবনা মাথায় এসেছিল—তখন মনে হয়েছিল, এটা নিয়েই কাজ করি।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কানে বিশেষ স্বীকৃতি পেল বাংলাদেশি ‘আলী’

আপডেট সময় : ১২:৪৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আয়োজন—কান চলচ্চিত্র উৎসবে বিশেষ স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। তরুণ নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত এই চলচ্চিত্রটি পেয়েছে ‘স্পেশাল মেনশন’—৭৮তম আসরের স্বল্পদৈর্ঘ্য বিভাগে। আজ (২৫ মে) উৎসবের সমাপনী দিনে এ স্বীকৃতি ঘোষণা করা হয়।

গত বৃহস্পতিবার (২২ মে ২০২৫) ‘আলী’ প্রদর্শিত হয় উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে। প্রদর্শনীর পরই এটি প্রশংসা কুড়ায় বিচারক ও দর্শকদের কাছ থেকে।

চলচ্চিত্রটির নামচরিত্র আলী—উপকূল অঞ্চলের এক কিশোর, যে বেড়ে উঠছে রূঢ় এক সমাজ-প্রথার ভেতর। এমন এক বাস্তবতায়, যেখানে নারীদের গান গাওয়া ‘অপমানজনক’ হিসেবে বিবেচিত, সেখানেই আলী নিজে অংশ নিতে চায় একটি গানের প্রতিযোগিতায়। এই সরল আকাঙ্ক্ষার পেছনে লুকিয়ে আছে গভীর সাংস্কৃতিক টানাপোড়েন—যা প্রশ্ন তোলে লিঙ্গ বৈষম্য, প্রথা এবং ব্যক্তি স্বাধীনতার পরিধি নিয়ে।

ছবিতে আলীর ভূমিকায় অভিনয় করেছেন আল-আমিন, স্বনামেই। নির্মাতা আদনান আল রাজীব এর আগে দীর্ঘদিন বিজ্ঞাপনচিত্র নির্মাণে যুক্ত ছিলেন। ‘আলী’ তার নির্মিত ১৫ মিনিটের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

শুটিং প্রসঙ্গে আদনান বলেন, “গত বছরের ডিসেম্বরে সিলেটের নানা লোকেশনে টানা পাঁচদিন ধরে শুটিং করেছি আমরা।”

আর্ন্তজাতিক উৎসব মাথায় রেখেই চলচ্চিত্রটির পরিকল্পনা করেছিলেন আদনান, তবে কান চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়া ছিল তার কাছে অভাবনীয়। মনোনয়ন ঘোষণার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমরা তো কখনোই কানের কথা ভাবিনি। এটা একেবারেই স্বপ্নের মতো। আমাদের শুধু একটা ভালো সিনেমা বানানোর ইচ্ছা ছিল। একটা অভিনব ভাবনা মাথায় এসেছিল—তখন মনে হয়েছিল, এটা নিয়েই কাজ করি।”