মিসাইলে আইপিএল, ড্রোনে পিএসএল স্থগিত : বাংলাদেশের নাহিদ, রিশাদ ফিরবে কীভাবে?
- আপডেট সময় : ১২:২৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
- / 298

মিসাইল আক্রমণের খবরে ধর্মশালা স্টেডিয়ামের আলো নিভিয়ে দেওয়া হয়। ছবি : ক্রিকইনফো
পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। এর আঁচ পড়েছে ক্রিকেটেও। বুধবার লাহোরে পাওয়া গিয়েছিল ড্রোন হামলার খবর। আর আজ (বৃহস্পতিবার) তো রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় বিধ্বস্ত হয়েছে ভারতীয় ড্রোন। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম লাগোয়া ফুড স্ট্রিটের একটি ভবন।
সেই স্টেডিয়ামে বৃহস্পতিবার পিএসএলে ম্যাচ ছিল নাহিদ রানার পেশোয়ার জালমি ও করাচি কিংসের। সেই ম্যাচটা স্থগিত করা হয়েছে। পিএসএলের সব ম্যাচ শুধু করচি ন্যাশনাল স্টেডিয়ামে হওয়ার কথাও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে অবশ্য অফিসিয়ালি কিছু জানায়নি পিসিবি।
রাওয়ালপিন্ডিতে হতে যাওয়া করাচি কিংস-পেশোয়ার জালমি ম্যাচ বাতিল হলেও সেখানে অবস্থান করছিলেন বাংলাদেশের দুই খেলোয়াড় রিশাদ হোসেন ও নাহিদ রানা। ফেইসবুকে রিশাদ পোস্ট দিয়েছেন দুটি, তার সঙ্গে সেই পোস্টে আছেন নাহিদ রানাও।
রাওয়ালপিন্ডির জিমে নাহিদের সঙ্গে তোলা ছবিতে রিশাদ লিখেছেন, ‘ভ্রাতৃত্ব’। আরেকটি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘‘সব ঠিকঠাক চলছে! প্রতিটি আনন্দের মুহূর্ত উপভোগ করছি।’’
রিশাদ উপভোগ করলেও বিদেশি অনেক ক্রিকেটার আর পাকিস্তানে থাকতে চাচ্ছেন না। যত দ্রুত সম্ভব তারা নাকি দেশে ফিরতে চান। পিসিবি কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে বৈঠক করেছেন পিএসএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটাররা। কর্মকর্তারা তাঁদের আশ্বস্ত করলেও ক্রিকেটাররা তাতে সন্তুষ্ট হতে পারেননি।
এই হামলার পর রিশাদ ও নাহিদের সঙ্গে যোগাযোগ রাখার কথা বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। তবে একটি সূত্র জানিয়েছে তাদের দেশে ফিরিয়ে আনতে চায় বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলেও রিশাদ-রানাকে দ্রুত ফেরানোর উপায় অপাতত নেই। এ নিয়ে পিসিবির মুখপাত্র আমির মীর ‘দ্য ডনকে’ বলেছেন, ‘‘আকাশসীমা সংক্রান্ত জটিলতা চলছে এখন। এজন্য বিদেশী ক্রিকেটারদের এখন দেশ (পাকিস্তান) ছাড়ার সুযোগ নেই। ক্রিকেটাররা পাকিস্তান সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় আছে এখানে।’’
এই যুদ্ধের মধ্যে পাকিস্তানে রয়েছে বাংলাদেশের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শঙ্কা জেগেছে সেই সিরিজটি নিয়েও।বাংলাদেশি দুই ক্রিকেটার নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন গণমাধ্যমে। তারা এই সিরিজ খেলতে পাকিস্তানে যেতে চান না। যারা কথা বলতে চাননি তারাও নিশ্চিতভাবে যুদ্ধের মধ্যে পাকিস্তানে যেতে চাইবেন না।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রস্তুতিতে আরব আমিরাতে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। নাম প্রকাশ করতে না চাওয়া সেই দুই ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে সিরিজটা খেলতে চান আরব আমিরাতেই। তাদের এমন ইচ্ছা অজানা নয় বিসিবির। এ নিয়ে একটি গণমাধ্যমে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘‘এই মাসের শেষের দিকেই আমাদের পাকিস্তানে গিয়ে খেলার কথা। আমরা এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। তবে অবস্থা যেদিকে যাচ্ছে, মনে হচ্ছে, এই সফরের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন।এদিকে পিএসএলও অনিশ্চিত হয়ে গেছে। এই অবস্থায় আমাদের যাওয়ার সম্ভাবনা দিনকে দিন কমছে, এটি বলাই যায়।’’
এখনই সিরিজ স্থগিত হওয়ার আশঙ্কা দেখছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আন্তর্জাতিক বিভাগের পরিচালক উসমান ওয়াহলা। স্থানীয় সংবাদমাধ্যমে তিনি বললেন, ‘‘সিরিজের এখনো প্রায় দুই সপ্তাহ বাকি। আমরা এখনই কোনো শঙ্কার কিছু দেখছি না। পিএসএল চলছে এবং এখনো এমন কোনো পরিস্থিতি হয়নি যাতে তা বন্ধ করতে হয়।’’
এদিকে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ১১ মের পাঞ্জাব–মুম্বাই ম্যাচ ধর্মশালা থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সরিয়ে নেওয়া হয়েছে। ধর্মশালা ও চণ্ডীগড় বিমানবন্দর বন্ধ থাকায় হিমাচলে যাওয়া নিয়ে চরম জটিলতায় পড়েছিল মুম্বাই। রোহিতরা এখন খেলতে যাবেন গুজরাটে।
মিসাইলে থামল আইপিএলের ম্যাচ
রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার ভারতের ড্রোন হামলায় স্থগিত করা হয়েছে করাচি কিংস ও পেশোয়ার জালমির ম্যাচ। কয়েক ঘণ্টা বাদে সেই হামলার প্রতিশোধ নিল পাকিস্তান। দেশটির মিসাইল হামলায় এবার স্থগিত হয়ে গেল ভারতের আইপিএলের ম্যাচ। বৃহস্পতিবার ধর্মশালায় চলছিল পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। শুরুতে বৃষ্টির জন্য খেলা পিছিয়ে যায়। এরপর মাঠে গড়ানো ম্যাচ চলে ১০.১ ওভার পর্যন্ত। এরপরই স্টেডিয়ামের ফ্লাডলাইট বন্ধ করে দেওয়া হয়। কিছু বাদেই ম্যাচটি স্থগিত করা হয়।
পাকিস্তানের মিসাইল হামলার কারণে দর্শকদের নিরাপদে স্টেডিয়াম ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে আনুষ্ঠানিক ভাবে জানানো হয় স্টেডিয়ামে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ম্যাচ স্থগিত করা হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু, হিমাচল, রাজস্থান ও পাঞ্জাবের অনেক জায়গায় মিসাইল হামলা চালিয়েছে পাকিস্তান। এই খবর ছড়িয়ে পড়তে আতংক ছড়িয়ে পড়ে বিদেশি ক্রিকেটারদের মধ্যে। অনেকে ভুগছেন নিরাপত্তাহনীতায়। তাই জরুরি বৈঠকে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড-এর কর্তারা। আইপিএল চলবে নাকি স্থগিত হবে সিদ্ধান্ত হবে সেই সভায়।
বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা বলেছেন, “আমরা বিশেষ ট্রেনের ব্যবস্থা করছি। ধর্মশালা থেকে সবাইকে সুরক্ষিত ভাবে নিয়ে আনার জন্য এই সিদ্ধান্ত। ধর্মশালার ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছে। স্টেডিয়াম খালি করে দেওয়া হয়েছে। আগামী দিনের পরিস্থিতি বুঝে প্রতিযোগিতা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
ধর্মশালায় বৃহস্পতিবার ম্যাচের আগে ভারতীয় সেনাকে বাহবা জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দেশাত্মবোধক গান গাওয়া হয় ধর্মশালায়। গান গেয়েছিলেন বি প্রাক। আইপিএল কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল, “গর্বের গান গাওয়ার জন্য তৈরি হয়ে যাও ধর্মশালা।” এরপর ম্যাচ শুরু হলেও সেটা আর শেষ করা গেল না।

















