ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার সমালোচক সাংবাদিক আনিস আলমগীরকে আটক ‘পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবী হত্যা করেনি’  চবি উপ-উপাচার্যের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ঢাবিতে ‘রাজাকার ঘৃণাস্তম্ভ’, জুতা নিক্ষেপ লন্ডনে তারেক রহমানের শেষ কর্মসূচি ১৬ ডিসেম্বর গোলাম আজম ও নিজামীকে দেশপ্রেমিক বলায় পাবনায় প্রতিবাদ মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মানুষের ঢল, ঘাতকদের বিচারের দাবি জগন্নাথ হলের সড়কে ছাত্রদের আঁকা গোলাম আজমদের ছবি মুছে দিল প্রশাসন নির্বাচন বয়কট করছে না আওয়ামী লীগ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষী ঘাঁটিতে হামলা: নিহত ৬ বাংলাদেশি বিএনপি থেকে তিন দফা বহিষ্কৃত আখতারুজ্জামানকে দলে নিল জামায়াত

ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৬:৩১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / 267
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বৈদেশিক লেনদেনে আশাব্যঞ্জক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। গত কয়েক মাসে রেমিট্যান্স ও রপ্তানি আয়ে বড় ধরনের প্রবৃদ্ধি এবং আমদানি ব্যয় কমে আসায় টাকার মান শক্তিশালী হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সামনের দিনগুলোতেও টাকার এই ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকতে পারে।

ব্যাংক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রেমিট্যান্সের ডলার কিনতে ১২২ টাকা ৫০ পয়সা থেকে ১২২ টাকা ৬০ পয়সা পর্যন্ত খরচ হয়েছে, যেখানে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে দাম ছিল ১২৩ টাকা থেকে ১২৩ টাকা ২০ পয়সা। ফলে মাত্র দুই সপ্তাহে টাকার মান ৫০ থেকে ৭০ পয়সা পর্যন্ত বেড়েছে।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক ধারাবাহিকতা এবং রপ্তানি বৃদ্ধির ফলে টাকার মান আরও শক্তিশালী হতে পারে। একই সঙ্গে আগামী কয়েক মাসে ডলারের অতিরিক্ত চাহিদা বাড়ার সম্ভাবনা নেই, কারণ বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আসন্ন নির্বাচনের ফলাফলের অপেক্ষায় রয়েছেন। এতে করে বিনিয়োগ-সংক্রান্ত আমদানিও সীমিত থাকবে, যা বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা বজায় রাখবে।

অর্থনীতিবিদদের মতে, বৈদেশিক লেনদেনে টাকার শক্তি বৃদ্ধির এ ধারা রিজার্ভ উন্নত করতে সহায়তা করবে এবং সামগ্রিক অর্থনীতির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি রেমিট্যান্স ও রপ্তানিতে অব্যাহত প্রবৃদ্ধি দেশের অর্থনীতিকে আরও দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি

আপডেট সময় : ০৬:৩১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

দেশের বৈদেশিক লেনদেনে আশাব্যঞ্জক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। গত কয়েক মাসে রেমিট্যান্স ও রপ্তানি আয়ে বড় ধরনের প্রবৃদ্ধি এবং আমদানি ব্যয় কমে আসায় টাকার মান শক্তিশালী হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সামনের দিনগুলোতেও টাকার এই ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকতে পারে।

ব্যাংক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রেমিট্যান্সের ডলার কিনতে ১২২ টাকা ৫০ পয়সা থেকে ১২২ টাকা ৬০ পয়সা পর্যন্ত খরচ হয়েছে, যেখানে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে দাম ছিল ১২৩ টাকা থেকে ১২৩ টাকা ২০ পয়সা। ফলে মাত্র দুই সপ্তাহে টাকার মান ৫০ থেকে ৭০ পয়সা পর্যন্ত বেড়েছে।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক ধারাবাহিকতা এবং রপ্তানি বৃদ্ধির ফলে টাকার মান আরও শক্তিশালী হতে পারে। একই সঙ্গে আগামী কয়েক মাসে ডলারের অতিরিক্ত চাহিদা বাড়ার সম্ভাবনা নেই, কারণ বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আসন্ন নির্বাচনের ফলাফলের অপেক্ষায় রয়েছেন। এতে করে বিনিয়োগ-সংক্রান্ত আমদানিও সীমিত থাকবে, যা বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা বজায় রাখবে।

অর্থনীতিবিদদের মতে, বৈদেশিক লেনদেনে টাকার শক্তি বৃদ্ধির এ ধারা রিজার্ভ উন্নত করতে সহায়তা করবে এবং সামগ্রিক অর্থনীতির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি রেমিট্যান্স ও রপ্তানিতে অব্যাহত প্রবৃদ্ধি দেশের অর্থনীতিকে আরও দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে ভূমিকা রাখবে।