­
­
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «   পাকিস্তানের আছে ১৫০টি পরমাণু বোমা, ভারতের কত?  » «   কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের লড়াইয়ের কারণ কী?  » «   আট মাসে দেশে ২৬টি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম, উদ্দেশ্য কী?  » «   ঢাকায় হামজার অভিষেকে ছাড়া হবে ১৮ হাজার টিকিট  » «  

ইতালিতে আফগান কমিউনিটির বর্ণাঢ্য আয়োজনে ঈদ পূর্ণমিলনী



বিপুল উৎসাহ উদ্দীপনায় উৎসবমুখর পরিবেশে, ইতালির রাজধানী রোমে আফগান কমিউনিটি ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পরবর্তী ঈদ পূর্ণমিলনী উদযাপনের আয়োজন করেছে। অনুষ্ঠানে আফগান এসোসিয়েশন সদস্য, ইতালীয় নাগরিক এবং আরব ও বিদেশী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহন করেন‌।

রাজধানী‌ রোমের স্হানীয় রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের আফগান এসোসিয়েশন ইতালির সভাপতি কাইহান মাশরেকওয়াল আফগান প্রবাসীদের ঐক্য এবং বিশ্বের কাছে স্বাধীন আফগানিস্তানের ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন ও ইতালিস্হ আফগান এসোসিয়েশন প্রবাসীদের নিয়ে কাজ করার প্রত্যয়ে ব্যাক্ত করেন।

সংগঠনের সহ সভাপতি‌ জামালি ইদ্রিস, ইতালীয় ও আফগানের উপস্থিত আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে একটি বক্তৃতা দেন, প্রবাসীদের মধ্যে বন্ধুত্ব ও সংহতির বন্ধন জোরদার করার ক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

এসময় অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন, রোম আফগান দূতাবাসের কাউন্সিলর ডেনিস মিশেল, ইতালিস্হ আফগানিস্তান কমিউনিটির কনসাল ইঞ্জিনিয়ার খালিদ আকবরী, ইঞ্জিনিয়ার মিরওয়াস নওয়াবী, ইঞ্জিনিয়ার হোমায়ুন জাজাই, কর্নেল আজিজ খান, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ আরেফিন আফগান এসোসিয়েশন উপদেষ্টা
“হুইস্পার অফ হেভেন” সংস্থার প্রতিনিধিগণ ও বেশ কয়েকজন ইতালীয় অতিথি এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও বক্তৃতা প্রদান করেন।

অতিথিরা বলেন‌ এই অনুষ্ঠানটি আফগান প্রবাসীদের প্রাণবন্ত চেতনা, তাদের সাংস্কৃতিক ও জাতীয় পরিচয় সংরক্ষণের প্রতিশ্রুতি এবং পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা এরকম পরিবেশে আফগান কমিউনিটির সাথে যোগসূত্রর সেতুবন্ধন। তারা এরকম আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

ইতালিতে আফগান কমিউনিটি এবং আফগান প্রবাসীদের সাথে তাদের অব্যাহত সংহতি নিশ্চিত করে, বিশেষ করে তারা বলেষ তালেবান শাসনামলে তারা যে লঙ্ঘন ও নিপীড়নের মুখোমুখি হচ্ছেন তার আলোকে আফগান নারীদের অধিকারের প্রতি তাদের সমর্থন।

অনুষ্ঠানে উৎসবে আনন্দ ও মিথস্ক্রিয়ার পরিবেশের মধ্যে ঐতিহ্যবাহী আফগান লোককাহিনীর উপর ভিত্তি করে শৈল্পিক পরিবেশনা অন্তর্ভুক্ত ছিল

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন