ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

নৌকা হবে সাংস্কৃতিক ঐতিহ্য, উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত!

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৮:১৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • / 467
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নদীমাতৃক বাংলাদেশের প্রাচীন বাহন নৌকাকে এদেশের ‘সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসাবে বিশ্বব্যাপী পরিচিত করে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৫) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেখানে বলা হয়, “সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ইউনেস্কোর মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে নৌকা, জামদানি শাড়ি এবং টাঙ্গাইলের তাঁতের শাড়িকে বিশ্বব্যাপী পরিচিত করার উদ্যোগ গ্রহণ করবে- এ মর্মে উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত গৃহীত হয়।”
গণ অভ্যুত্থানে ক্ষমতচ্যুত আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ও দলীয় প্রতীক হল নৌকা। দলটির দেড় দশকের শাসনামলে বিভিন্ন উপলক্ষে নৌকাকে সামনে রেখে দলীয় প্রতীকের প্রচারের চেষ্টা ছিল। অন্তর্বর্তী সরকারের সময়ে কারা অধিদপ্তরের লোগো, পুলিশের মনোগ্রাম এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের লোগো থেকে নৌকা বাদ দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় যুব দিবস (১ নভেম্বর) ও আন্তর্জাতিক যুব দিবস (১২ অগাস্ট) একত্রে ১২ অগাস্ট উদযাপনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
প্রতিবছর ১ নভেম্বর দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়। ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্তে প্রতি বছর ১২ অগাস্ট আন্তর্জাতিক যুব দিবস উদযাপনের সূচনা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, আন্তর্জাতিক যুব দিবস ও জাতীয় যুব দিবসে গৃহীত কার্যক্রম ‘প্রায় সমধর্মী হওয়ায়’ সরকারি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে উপদেষ্টা পরিষদ জাতীয় যুব দিবস ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে ১২ অগাস্ট উদযাপনের প্রস্তাব অনুমোদন করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নৌকা হবে সাংস্কৃতিক ঐতিহ্য, উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত!

আপডেট সময় : ০৮:১৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

নদীমাতৃক বাংলাদেশের প্রাচীন বাহন নৌকাকে এদেশের ‘সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসাবে বিশ্বব্যাপী পরিচিত করে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৫) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেখানে বলা হয়, “সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ইউনেস্কোর মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে নৌকা, জামদানি শাড়ি এবং টাঙ্গাইলের তাঁতের শাড়িকে বিশ্বব্যাপী পরিচিত করার উদ্যোগ গ্রহণ করবে- এ মর্মে উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত গৃহীত হয়।”
গণ অভ্যুত্থানে ক্ষমতচ্যুত আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ও দলীয় প্রতীক হল নৌকা। দলটির দেড় দশকের শাসনামলে বিভিন্ন উপলক্ষে নৌকাকে সামনে রেখে দলীয় প্রতীকের প্রচারের চেষ্টা ছিল। অন্তর্বর্তী সরকারের সময়ে কারা অধিদপ্তরের লোগো, পুলিশের মনোগ্রাম এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের লোগো থেকে নৌকা বাদ দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় যুব দিবস (১ নভেম্বর) ও আন্তর্জাতিক যুব দিবস (১২ অগাস্ট) একত্রে ১২ অগাস্ট উদযাপনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
প্রতিবছর ১ নভেম্বর দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়। ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্তে প্রতি বছর ১২ অগাস্ট আন্তর্জাতিক যুব দিবস উদযাপনের সূচনা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, আন্তর্জাতিক যুব দিবস ও জাতীয় যুব দিবসে গৃহীত কার্যক্রম ‘প্রায় সমধর্মী হওয়ায়’ সরকারি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে উপদেষ্টা পরিষদ জাতীয় যুব দিবস ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে ১২ অগাস্ট উদযাপনের প্রস্তাব অনুমোদন করেছে।