শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
Sex Cams
সর্বশেষ সংবাদ
দ্বিতীয় মুসলিম কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড আগামী ৯ই জুলাই লন্ডনে  » «   বিশ্বনাথে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের অর্থায়নে শিশুদের ফ্রি খৎনা প্রদান  » «   রাস্তা খুলে দেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষে হাইকোর্টের রায়  » «   দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ আর নেই  » «   লন্ডন মুসলিম সেন্টারে দুই শতাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘ফেইথ ইন এনভারনমেন্ট’ সামিট  » «   রোবটিক্স বিজ্ঞানী ড. হাসান শহীদের নেতৃত্বে কুইন মেরি ইউনভার্সিটি অব লন্ডনে বিশ্বের ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোন উদ্ভাবন  » «   লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অফস্টেড রিপোর্টে ‘গুড’ গ্রেড অর্জন  » «   টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস : ১৮৫ জন শিক্ষার্থীকে সম্মাননা  » «   ব্যারিস্টার নাজির আহমদের “ইন্সপায়ার এ মিলিয়ন”নামে চ্যারিটি প্রতিষ্ঠার ঘোষণা  » «   সম্মিলিত সাহিত্য ও  সাংস্কৃতিক পরিষদের ২০২৫-২৬ পরিচালনা পর্ষদ গঠন  » «   গ্রেটার ফতেহপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত  » «   আওয়ামী লীগ ও জামায়াতের মিল আর গুজব রাজনীতি  » «   পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছেন ডা. শফিকুর রহমান  » «   প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের দ্বি-বার্ষিক সম্মেলন  » «   শেখ হাসিনা ও সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাতের জমকালো বনভোজন
আমিরাতে যেন একটি হাসিমাখা বাংলাদেশ



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

উত্তর আমিরাতের প্রথম বাংলাদেশী অঞ্চলভিত্তিক সামাজিক সংগঠন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে বার্ষিক বনভোজন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা বলেছেন, প্রবাসে রাজনৈতিক দল মতের উর্ধ্বে ওঠে সামাজিক সংগঠনের মাধ্যমে সবাই একই প্লাটফর্মে বসতে পারে। এই ঐক্যবদ্ধ প্রয়াসই দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখে। সংযুক্ত আরব আমিরাতে এ ক্ষেত্রে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সবচে’ এগিয়ে থাকা সংগঠন বলে বক্তারা আরো বলেন, এ সংগঠন শুধুমাত্র সিলেট বিভাগ না বাংলাদেশী প্রবাসীদের মরদেহ দেশে প্রেরণ সহ প্রবাসীদের উন্ননে ২০০২ সাল থেকে কাজ করে যাচ্ছে।

শুক্রবার শারজাহ ন্যাশনাল পার্কে প্রতি বছরের ন্যায় বাৎসরিক বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান।

বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর মিসেস ফাতিমা জাহান, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মিসেস নুর-ই- মাহবুবা জয়া, প্রথম সচিব (শ্রম) ফকির মোহাম্মদ মনোয়ার হোসেন, প্রথম সচিব (দূতালয় প্রধান) সিলেটের কৃতি সন্তান প্রবাস লামারং। এ সময় বিমান, জনতা ব্যাংক, বাংলাদেশ কমিউনিটির নানা সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বাচ্চা, পুরুষ ও মহিলাদের না দেশীয় খেলাধুলা এবং সিলেট বিষয়ক কুইজ ও সিলেটী গীতিকারদের লেখা গানের প্রতিযোগিতা হয়। পরে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিরা।

পুরস্কার বিরতণী পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এনআরবি ব্যাংকের পরিচালক আলহাজ্ব আব্দুল করিম। সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক হাজী শফিকুল ইসলামের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের পৃষ্ঠপোষক নজরুল ইসলাম চৌধুরী, প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী, উপদেষ্টা আশিক মিয়া সিআইপি, উপদেষ্টা আব্দুল লতিফ, সিনিয়র সহ সভাপতি হাজী আব্দুর রব, সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান চুনু, সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান, সহ সভাপতি রহমত আলী শোয়েব, যুগ্ম সম্পাদক হুমায়ূন কবীর খন্দকার, ছালেহ আহমদ, অর্থ সম্পাদক হাজী আব্দুল হামিদ, সহ অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, ক্রীড়া সম্পাদক ফারুক আহমদ, প্রকাশনা সম্পাদক সাংবাদিক লুৎফুর রহমান সহ আরো অনেকে।

উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক প্রধান উপদেষ্টা আলহাজ্ব এম,এ,মুহিত, উপদেষ্টা মাসুক উদ্দীন ইউসুফ, উপদেষ্টা মুস্তাফিজুর রহমান চৌধুরী, সাবেক সভাপতি আলহাজ্জ্ব ফখরুল ইসলামও হাফেজ আবদুল হক, সহ সভাপতি শেখ মুহিবুর রহমান, নিজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক মীর খোকন সহ আরো অনেকে।

অনুষ্ঠোন আরব আমিরাতে থাকা সিলেট বিভাগের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগানো হয়েছে। উচ্চ শিক্ষিত হয়ে দেশের সুনাম বয়ে আনতেও তাদের প্রতি আহবান জানানো হয়েছে। এ সময় আরব আমিরাতের নানা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সিলেট বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশ ও আরব আমিরাতের ইতিহাস ঐতিহ্য বিষয়ক প্রশ্নের উত্তর প্রদান করেন।

এ সময় রাসেল আহমদ, মাস্টার আজিম উদ্দিন, একলাছ মিয়া, ফখরুল জামান, আমিনুল হক, আফজাল সাদেকীন, শামীম আহমদ, কাছন মিয়া, মাহতাব উদ্দিন, শহিদুল হক সোহেল, শফিকুল হক সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ সার্বিক তত্বাবধান করেন।

প্রসঙ্গত, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ২০০২ সাল থেকে প্রতি বছর বাংলাদেশ কমিউনিটির সকল নেতৃবৃন্দ নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এর পাশাপাশি সিলেট বিভাগের প্রবাসীদের অগ্রাধিকার দিলেও বাংলাদেশী প্রবাসীদের লাশ প্রেরণে দূতাবাসের মাধ্যমে আর্থিক অনুদান প্রদান করে আসছে। এ বিষয়ে সংগঠনের আলাদা ফান্ড আছে বলেও সংগঠনের নেতারা জানিয়েছেন।

ছবি: আমিনুল হক  


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন