সংবাদ শিরোনাম :
শিক্ষানুরাগী ও সংগঠক মোহাম্মদ মোনায়েমের মাতার ইন্তেকালে টি আলী স্যার ফাউন্ডেশন ইউকে’র শোক প্রকাশ ও দোয়া কামনা
৫২ বাংলা
- আপডেট সময় : ০৬:২২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
- / 400

গত ২৬ ফেব্রুয়ারি বুধবার বাফেলো মুসলিম সেন্টারে জানাজার পর দাফন করা হয়েছে। চার সন্তানের গর্ভধারিণী মা দীর্ঘদিন থেকে যুক্তরাস্ট্রের বাফেলোতে পরিবার নিয়ে বসবাস করছিলেন।
তাঁর বাংলাদেশের বাড়ী সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার জলঢুপ কালাইউরা গ্রামে। টি আলী স্যার ফাউন্ডেশন ইউকে এর সম্মানীত ট্রাস্টি মোহাম্মদ মোনায়েম এর মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে টি আলী স্যার ফাউন্ডেশন ইউকে ।
এক শোক বার্তায় আল্লার কাছে মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দানের জন্য মহান সকলের প্রতি দোয়ার কামনা করা হয়েছে।






















