সাধারণ সভায় সভাপতিত্ব করেন তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি আব্দুল আলীম। সংগঠনের সাধারণ সম্পাদক জুবের আহমদের পরিচালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মামুন রশীদ, কমিটির ভাইস প্রেসিডেন্ট এমদাদুল হক নেওয়াজ, মোঃ ছাদ উদ্দিন, মো. বদরুল হক, ফয়জুর রহমান, আব্দুল মুকিত ইসলাম, নুর উদ্দিন, আলতাফ হোসেন, রুহেল আহমদ, লোকমান আহমদ, মোহাম্মদ আলতাফ, কাউন্সিলর কবির হোসেন, কোষাধ্যক্ষ মাছুম আল হাবিব, আশিক রহমান, শামীম আহমদ, ইমরান আলী, তারেক আহমদ, শরিফ উদ্দিন, রেদওয়ান আহমদ, নাহিদুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, তিলপাড়া ইউনিয়নের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও আর্থ-সামাজিক উন্নয়নে এ সংগঠন গুরুত্বপূর্ণ অবদান রাখছে। স্কুল ও মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি পবিত্র কোরআনে হাফেজদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান নিঃসন্দেহে প্রশংসনীয়। অতীতের ধারাবাহিকতায় আব্দুল আলীম, জুবের আহমদ ও মাছুম আল হাবিবের সময়কালে সমিতির সার্বিক কর্মকাণ্ড গতিশীল ও সুন্দরভাবে পরিচালিত হয়েছে। এজন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য।
সভায় বক্তারা সম্মিলিতভাবে মানুষের সার্বিক কল্যাণে ভূমিকা রাখতে নিজেদের মধ্যে সুদৃঢ় ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন জাগ্রত করার ওপর জোর দেয়া হয়। পাশাপাশি সকল মতানৈক্য ভুলে সমিতির অগ্রযাত্রায় সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
এছাড়া সভায় যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ও তাদের স্বজনদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রূহের মাগফেরাত এবং অসুস্থদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রাস্টি এমাদ উদ্দিন আরিফ।
এদিকে, সাধারণ সভা শেষে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রধান নির্বাচন কমিশনার কাউন্সিলর কবির হোসেন। তিনি বলেন, সমিতির গঠনতন্ত্র অনুযায়ী ২১ টি পদে একজন করে প্রার্থী হওয়ায় নির্বাচনের প্রয়োজন হচ্ছে না। এ সময় তিনি প্রার্থীদের প্রত্যেককে স্ব স্ব পদে বিজয়ী ঘোষণা করেন।
এ সময় বক্তব্য রাখেন, অপর দুই কমিশনার মো. সাদ উদ্দিন ও ফয়জুর রহমান। ( বিজ্ঞপ্তি )
গাজাবাসীকে সহায়তা নিয়ে যে মানবিক আলোর বার্তা দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।। 52ʙᴀɴɢʟᴀᴛᴠ