­
­
রবিবার, ১৮ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিশ্বের কাছে বার্তা দিতে পাল্টাপাল্টি প্রতিনিধিদল পাঠাচ্ছে ভারত-পাকিস্তান  » «   ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোলে আটকা শতাধিক পণ্যবাহী ট্রাক, বাংলাদেশ জানেই না স্থগিত সিদ্ধান্তের কথা!  » «   স্থলপথে পণ্য নেবে না ভারত : কেনো এত উদ্বিগ্ন অর্থনীতিবিদ ও রপ্তানিকারকরা  » «   চট্টগ্রামের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেওয়া নিয়ে বিতর্ক: কী জানা যাচ্ছে  » «   পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা  » «   সিলেটে ডা. জোবাইদার ‘বেনামি’ পোস্টার ঘিরে আলোচনার ঝড়  » «   মাত্র ১৪ কর্মদিবসে মাগুরার আছিয়া ধর্ষণ-হত্যার বিচার, ধর্ষককে মৃত্যুদণ্ড  » «   হামাস নির্মূলে গাজায় ইসরায়েলি আগ্রাসন তীব্রতর, ফিলিস্তিনিদের লিবিয়ায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের  » «   সৌদির সমাজে বড় পরিবর্তন, কীভাবে সম্ভব হলো?  » «   আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে এখন আমরা কী নির্মাণ করছি?  » «   ডলার খোলাবাজারে : দাম অস্বাভাবিক বাড়লে কী হবে?  » «   নির্বাচন নিয়ে বিএনপির উদ্বেগ কেন?  » «   আওয়ামী লীগ নিয়ে খবর প্রকাশ বা সোশাল মিডিয়ায় লেখাও কি নিষেধ?  » «   জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়নি: চিফ প্রসিকিউটর  » «   ভুয়া ‘জুলাই যোদ্ধা’র হাতে সরকারি অনুদানের চেক  » «  

লন্ডনে অনুষ্ঠিত হলো ১১তম মুসলিম চ্যারিটি রান, দেড়শত হাজার পাউন্ডের বেশি সংগ্রহ



ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারের উদ্যোগে রবিবার (২০ অক্টোবর ২০২৪) ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ১১তম মুসলিম চ্যারিটি রান। এ উপলক্ষে রোববার সকাল ৯:৩০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় ৪ ঘণ্টা সময় পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্কে বিভিন্ন বয়স ও পেশার মানুষের পদচারণায় মুখিরত হয়ে উঠেছিল। আবহাওয়া প্রতিকূললতা উপেক্ষা করেই এই চ্যারিটি রান অনুষ্ঠিত হয়।

প্রায় এক হাজার মানুষ ৫ কিলোমিটার দৌড়ে অংশগ্রহণ করেন। মাত্র ১৫ মিনিট ৪৯ সেকেন্ডে ৫ কিলোমিটার দৌড় সম্পন্ন করে ১৮ থেকে ৩০ বছর বয়স ক্যাটাগরিতে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন ইথিওপিয়ান বংশোদ্ভত বৃটিশ নাগরিক।দৌড় শেষে ৬ ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেয়া হয়। এবারের চ্যারিটি রানে ইস্ট লন্ডন মসজিদ সহ প্রায় ৩৫টি মসজিদ ও চ্যারিটি সংস্থা অংশগ্রহণ করেছে।

ইস্ট লন্ডন মসজিদের ফান্ডরাইজিং ম্যানেজার তজম্মুল আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই পর্বে আনুষ্ঠনিকভাবে পুরস্কার তুলে দেন লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটেস এর নির্বাহী মেয়র লুতফুর রহমান, ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান ড. আব্দুল হাই মুর্শেদ, সেক্রেটারি সিরাজুল ইসলাম হীরা, ট্রেজারার সৈয়দ তুহেল আহমদ, আব্দুল মালিক প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন মুসলিম কমিউনিটি এসোসিয়েশনের প্রেসিডেন্ট ব্যারিস্টার হামিদ হোসেন আজাদ, জয়েন্ট সেক্রেটারি মুসাদ্দেক আহমেদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের, সেক্রেটারি তাইসির মাহমুদ, কাউন্সিল অফ মস্ক এর ট্রেজারার মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ইস্ট লন্ডন মসজিদের সাবেক ট্রেজারার সিরাজুল ইসলাম সহ বিবিন্ন মসজিদ কমিটির নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র লুতফুর রহমান বলেন, মানুষের মধ্যে শারিরীক ব্যায়ামের অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে মুসলিম চ্যারিটি রান সত্যিকার অর্থে একটি সফল কর্মসূচি । দিনদিনই এই কর্মসূচি আরো বড় হচ্ছে। কাউন্সিলের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে।

ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান ড. আব্দুল হাই মুর্শেদ বলেন কমিউনিটির ছেলে-বুড়ো-যুবক সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমে মুসলিম চ্যারিটি রান সফল হয়েছে। তিনি বলেন, কমিউনিটির মানুষের জন্য এটি একটি বিশেষ দিন। সকলে একসাথে মিলে ভালো কাজের জন্য ফান্ডরেইজ করে এবং দিনটিকে সপরিবারে উপভোগ করার বিশাল সুযোগ হয়েছে।

ইস্ট লন্ডন মসজিদের সেক্রেটারি সিরাজুল ইসলাম হীরা বলেন, এবারের চ্যারিটি রানে অনেক শিশু-কিশোর অংশগ্রহণ করেছে। পিতা-মাতারা তাদের সন্তানদের চ্যারিটি কাজে উদ্ধদ্ধ করছেন। এটা খুবই ভালো একটি দিক। তিনি আরো বলেন, এই কর্মসূচির লক্ষ্য শুধু ফান্ডরেইজিং নয়, কমিউনিটির মানুষকে স্বাস্থ্যসচেতন করাও অন্যতম উদ্দেশ্য। আমরা এ ক্ষেত্রে সফল হয়েছি।

ইস্ট লন্ডন মসজিদের সিইও জুনায়েদ আহমদ বলেন, প্রতি বছর সামার এলেই কমিউনিটির মানুষ মুসলিম চ্যারিটি রান-এর অপেক্ষায় থাকেন । কারণ এই দিনটিতে তাঁরা খোলা মাঠে একত্রে মিলিত হওয়ার সুযোগ পান । দৌঁড়ে, হেঁটে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করে থাকেন । ২০১২ সালে আমরা যখন ‘রান ফর ইউর মস্ক’ কর্মসূচি শুরু করি তখন ভাবিনি এটা এতদূর এগিয়ে যাবে । কিন্তু নাহ- এক বছর, দুই বছর করে এবার এই কর্মসূচি ১১তম বর্ষে পা রাখলো ।

এটি কমিউনিটির মানুষের জন্য বছরের একটি সেরা কর্মসূচিতে রূপান্তরিত হয়েছে ।
এই কর্মসূচির লক্ষ্য শুধু ফান্ডরেইজিং নয়, কমিউনিটির মানুষকে স্বাস্থ্যসচেতন করাও একটি অন্যতম উদ্দেশ্য । আমরা এ ক্ষেত্রে সফল হয়েছি । অনেকেই এই কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে নিয়মিত দৌঁড়াদৌড়ির অভ্যেস গড়ে তুলেছেন ।

 

জুনায়েদ বলেন, ২০২২ সালে অনুষ্ঠিত দশম মুসলিম চ্যারিটি রানে ৪০টি চ্যারিটি সংস্থা অংশ্রহণ করে ১২০ হাজার পাউণ্ডের বেশি সংগ্রহ করে । গত ১০ বছরে এই চ্যারিটি কর্মসূচিতে প্রায় ৭ হাজার মানুষ অংশগ্রহণ করেছে । শতাধিক মানুষ মুসলিম চ্যারিটি রানে দৌড় শুরু করে পরবর্তীতে বৃটেনের মূলধারার ম্যারাথনে অংশগ্রহণের গৌরব অর্জন করেছে । তাছাড়া অনেকেই স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন চ্যারিটি রানে অংশগ্রহণ করছেন । এটা আমাদের একটি বড় সাফল্য।

এবারের মুসলিম চ্যারিটি রানে স্পনসর হিসেবে রয়েছে ইসলামিক রিলিফ, গ্লোবাল রিলিফ ট্রাস্ট, মুনতাদা এইড, হেলথ ইয়াতিম, হিউম্যান অ্যাপিল, মুসলিম এইড, সাবা রিলিফ, চ্যারিটি রাইট, গ্লোবাল এহসান রিলিফ, লঞ্চগুড, আল-খায়ের ফাউন্ডেশন, মুসলিম চ্যারিটি, হিউম্যান রিলিফ ফাউন্ডেশন, মুসলিম হেলপ ইউকে, সালাম চ্যারিটি, সারকার সলিসিটর্স, বামফোর্ড ট্রাস্ট ও এস.কে.টি ওয়েলফেয়ার ।

চ্যারিটি রানে অংশগ্রহণ করেন ইস্ট লন্ডন মসজিদ, মুসলিম কমিউনিটি এসোসিয়েশন, ব্লাকস্টোন চ্যারিটি, হিউম্যান এইড এন্ড এডভোকেসী, উম্মাহ এইড ইউকে, অরফান ইন নিড, থার্টিন রিভার্স ট্রাস্ট, ইস্ট আফ্রিকান এডুকেশন ট্রাস্ট, লন্ডন ইসলামিক স্কুল, সালাম চ্যারিটি, উম্মাহ ওয়েলফেয়ার ট্রাস্ট, গ্লোবাল এইড ট্রাস্ট, লুইশাম ইসলামিক সেন্টার, আল উবায়দা ফাউন্ডেশন, ইসলামিক রিলিফ, হেলপ ইয়াতিম, ফরেস্টগেইট সেন্ট্রাল মসজিদ, স্টেপনী শাহজালার মসজিদ, লনলী অরফান্স, মুসলিম এইড, মুসলিম চ্যারিটি, মুসলিম হেলপ ইউকে, হাউজ অব গিভিং, হ্যামলেটসওয়ে মস্ক, মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন, লন্ডন ইস্ট একাডেমি ও আল মিজান স্কুল, সাবীল, জাইমা পাউন্ডিং প্রোভার্টি, ও এইটথ ইস্ট লন্ডন স্কাউট।

৬টি ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন, অনুর্ধ ১২ বছর, ১৩ থেকে ১৭ বছর, ১৮ থেকে ৩০ বছর, ৩১ থেকে ৪৫ বছর, ৪৬ থেকে ৫৫ বছর এবং ৫৬ ও ততোর্ধ বয়স ক্যাটাগরি। ১২ বছর বয়সের নিচের অনেক মেয়েরাও অংশগ্রহণ করেছেন। এতে বিজয়ীদের মধ্যে আকর্ষনীয় পুরষ্কার প্রদান করা হবে । দৌড়ে অংশগ্রহণে আগ্রহীরা।

১১ বছর যাবত মুসলিম চ্যারিটি রান সফলতার সাথে আয়োজনের জন্য চ্যারিটি রানের মূল অর্গানাইজার, ইস্ট লন্ডন মসজিদের সিনিয়র ফান্ডরেইজিং ম্যানেজার তজম্মুল আলীকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন