একাদশ জাতীয সংসদ নির্বাচনে বাংলাদেম আওয়ামীলীগের বিজয়ে সভা করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ হাইড শাখা। গত ২ জানুয়ারী হাইডের স্থানীয় একটা রেস্টুরেন্টে এক বিজয় উৎসবের আয়োজন করে। হাইড আওয়ামীলীগ সভাপতি হাজি মোঃ আজাদ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সমপাদক মোঃ ছুরত মিয়ার পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন জনাব ফারুক আহমদ এম বি ই, মোঃ হেদায়াতুল ইসলাম নওয়াব , আং ওয়াদুধ গনী,মুজিবুল হক,মুনসুর খান , সৈয়দ আব্দুল মান্নান, লাবিব খান , আবুল কাশেম শানুর এবং শাহেদ ইমরান সহ প্রমূখ।
জননেএী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ তথা মোহাজোটকে বিপুল ভোটে বিজয়ী করায় বাংলার সর্ব স্তরের জনসাধারণকে হাইড আওয়ামী লীগ এর পক্ষথেকে অনেক অনেক অভিনন্দন জানানো হয় ।