সিলেটের চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চারখাই থানা বাস্তবায়ন পরিষদ চারখাই এর সভাপতি অসুস্থ হোসেন মুরাদ চৌধুরীর আশু-সুস্থতা কামনায় লন্ডনে এক দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ ফেব্রুয়ারি বুধবার, চারখাই থানা বাস্তবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে পূর্ব লন্ডনের লন্ডন বাংলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া পূর্ব এক আলোচনা সভা সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন,সংগঠনের সহ সভাপতি শাহাব উদ্দিন, ট্রেজারার আহাদ কবীর, সাংগঠনিক সম্পাদক আওলাদ চৌধুরী, ওয়াহিদ খাঁ রানা, জামিল আহমদ, মোহাম্মদ রানা, লন্ডনবাংলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আহাদ চৌধুরী বাবু প্রমুখ।
সভায় হোসেন মুরাদ চৌধুরীকে একজন সমাজসেবী, জনদরদি ও সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে অগ্রণী ভূমিকা পালনকারী চেয়ারম্যান হিসেবে উল্লেখ করে, তাঁর দ্রুত সুস্থতায় মহান আল্লাহ রাব্বুল আল-আমীনের কাছে দোয়া প্রার্থনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা কামাল উদ্দিন।
এ সভায় চারখাই থানা বাস্তবায়নে অতি দ্রুত সম্ভাব্যতার লক্ষ্যে প্রস্তাবিত এলাকার ইতিহাস, ঐতিহ্য সংস্কৃতি,মুক্তিযুদ্ধে অবদান, সর্বোপরি ১৯৪৭ সালে ভারত বিভাগ কালে জনসমর্তন আদায়ে চারখাই হয়ে বিয়ানীবাজার পরিভ্রণে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর পদচারনায় ধন্য পটভূমিসহ ডকুমেন্টরী নির্মাণ, তথ্য সমৃদ্ধ ম্যাগাজিন প্রকাশনা ও সংস্কৃতিক পরিমণ্ডলে আগামী মে মাসে লন্ডনে চারখাই থানা বাস্তবায়নে জনসমর্থ মেলার উদ্যোগের কথা তুলে ধরা হয়।