অনশনে বসতে আ’লীগ কার্যালয়ে ইডেন ছাত্রলীগের ১২ নেত্রী
- আপডেট সময় : ০২:৩১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
- / 985
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে পৌঁছেছেন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের বহিষ্কার হওয়া ১২ নেত্রী। সেখানে তাদের আমরণ অনশনে বসার কথা রয়েছে।
এর আগে সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় ইডেন কলেজে সংবাদ সম্মেলন করেন বহিষ্কৃত নেত্রীরা। সেখানে তারা জানান, বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে আমরণ অনশনে বসবেন।
এর ৪০ মিনিট পর সংবাদ সম্মেলন শেষে ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারা। এর কিছু সময় পর কার্যালয়ে পৌঁছান।
ইডেন কলেজ ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সহ-সভাপতি সুস্মিতা বাড়ৈ বলেন, আমাদের অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। আমরা এই বহিষ্কারাদেশ মানি না। সুষ্ঠু তদন্ত ছাড়া আমাদের কেন বহিষ্কার? আগে ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি-সম্পাদকে বহিষ্কার করতে হবে। তাদের বিরুদ্ধে হাজার হাজার অভিযোগের প্রমাণ থাকা সত্ত্বেও তারা কেন পার পেয়ে যাচ্ছে।
উল্লেখ্যে, দুইপক্ষের রেষারেষি ও মারামারির ঘটনায় ইতিপুর্বে ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে ১৬ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল।


















