ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজয় দিবসের কুচকাওয়াজ কেন বন্ধ করলো অন্তর্বর্তী সরকার? সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ গুলিবিদ্ধ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে সরকার সমালোচক সাংবাদিক আনিস আলমগীরকে আটক ‘পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবী হত্যা করেনি’  চবি উপ-উপাচার্যের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ঢাবিতে ‘রাজাকার ঘৃণাস্তম্ভ’, জুতা নিক্ষেপ লন্ডনে তারেক রহমানের শেষ কর্মসূচি ১৬ ডিসেম্বর গোলাম আজম ও নিজামীকে দেশপ্রেমিক বলায় পাবনায় প্রতিবাদ মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মানুষের ঢল, ঘাতকদের বিচারের দাবি জগন্নাথ হলের সড়কে ছাত্রদের আঁকা গোলাম আজমদের ছবি মুছে দিল প্রশাসন

কারী শিল্পের সংকট মোকাবেলায় সিবিআই প্রেসিডেন্টের কাছে  বিসিএ’র পাঁচ দাবী উপস্থাপন

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৭:১৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
  • / 1097
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কনফেডারেশন অফ ব্রিটিশ ইন্ডাস্ট্রি (সিবিআই) এর প্রেসিডেন্ট  লর্ড করণ বিলিমোরিয়া সিবিই, ডিএল, এফসিএ এর  সাথে বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ)র নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিসিএর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট  এম এ মুনিম, সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরী, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি ফরহাদ হোসেন টিপু ও অফিস কো-অর্ডিনেটর আলী বাবর চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন- কোবরা বিয়ার এর গ্লোবাল ডিরেক্টর স্যামসন সোহেল,  মিলব্যাঙ্ক হাউসের ট্রেড চ্যানেল ডিরেক্টর  সামি এল হাকিম ।

বিসিএ টিম লর্ড বিলিমোরিয়াকে  বাংলাদেশী কারী শিল্পের প্রতি তার অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিসিএ নেতৃবৃন্দ করোনা কাটিয়ে উঠা ব্রিটেনে   কারী শিল্পের সংকট সময়ে সরকারে কাছে ৫টি গুরুত্বপূর্ণ দাবী উপস্থাপন করে এর বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন।

দাবীগুলো হলো- হসপিটালিটি খাতে  কমপক্ষে ১০% ভিএটি হ্রাস করা, বিজনেস রেইট ফ্রিজ করা, ভাউন্স ব্যাক লোন ,রেন্ট প্রটেকশন ও ক্যাটারিং শিল্পের জন্য  গ্রান্ট প্রদান করা।

লর্ড করণ বিলিমোরিয়া সিবিই, ডিএল, এফসিএ  বলেন, তিনি বিসিএ’র দাবীগুলো পূরণে যথাসাধ্য চেষ্টা করবেন। এছাড়াও যুক্তরাজ্যের চ্যান্সেলর ঋষি সোনাক,  ইউকে হসপিটালিটি হেড কেট নিকলস , লন্ডন মিনিস্টার পল স্কলি এর  সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। এছাড়াও  সিবিআইয়ের সভাপতি হিসাবে তিনি  কারী ইন্ড্রাস্ট্রিকে সহায়তায়  করার প্রয়োজনীয়  পদক্ষেপ নেবেন।

 

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কারী শিল্পের সংকট মোকাবেলায় সিবিআই প্রেসিডেন্টের কাছে  বিসিএ’র পাঁচ দাবী উপস্থাপন

আপডেট সময় : ০৭:১৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২

কনফেডারেশন অফ ব্রিটিশ ইন্ডাস্ট্রি (সিবিআই) এর প্রেসিডেন্ট  লর্ড করণ বিলিমোরিয়া সিবিই, ডিএল, এফসিএ এর  সাথে বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ)র নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিসিএর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট  এম এ মুনিম, সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরী, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি ফরহাদ হোসেন টিপু ও অফিস কো-অর্ডিনেটর আলী বাবর চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন- কোবরা বিয়ার এর গ্লোবাল ডিরেক্টর স্যামসন সোহেল,  মিলব্যাঙ্ক হাউসের ট্রেড চ্যানেল ডিরেক্টর  সামি এল হাকিম ।

বিসিএ টিম লর্ড বিলিমোরিয়াকে  বাংলাদেশী কারী শিল্পের প্রতি তার অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিসিএ নেতৃবৃন্দ করোনা কাটিয়ে উঠা ব্রিটেনে   কারী শিল্পের সংকট সময়ে সরকারে কাছে ৫টি গুরুত্বপূর্ণ দাবী উপস্থাপন করে এর বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন।

দাবীগুলো হলো- হসপিটালিটি খাতে  কমপক্ষে ১০% ভিএটি হ্রাস করা, বিজনেস রেইট ফ্রিজ করা, ভাউন্স ব্যাক লোন ,রেন্ট প্রটেকশন ও ক্যাটারিং শিল্পের জন্য  গ্রান্ট প্রদান করা।

লর্ড করণ বিলিমোরিয়া সিবিই, ডিএল, এফসিএ  বলেন, তিনি বিসিএ’র দাবীগুলো পূরণে যথাসাধ্য চেষ্টা করবেন। এছাড়াও যুক্তরাজ্যের চ্যান্সেলর ঋষি সোনাক,  ইউকে হসপিটালিটি হেড কেট নিকলস , লন্ডন মিনিস্টার পল স্কলি এর  সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। এছাড়াও  সিবিআইয়ের সভাপতি হিসাবে তিনি  কারী ইন্ড্রাস্ট্রিকে সহায়তায়  করার প্রয়োজনীয়  পদক্ষেপ নেবেন।