৫২ ও ৭১ এর চেতনাকে ধারণ করে ২০১৮ সালে ভাষার মাসে যাত্রা করে ৫২বাংলা টিভি। বাংলা সংযোগ দেশে দেশে- শ্লোগাণে 52banglatv(Online TV) এবং www.52banglatv.com পোর্টাল হিসাবে বিশ্বের দেড় কোটি প্রবাসীর কণ্ঠস্বরের প্রত্যয় নিয়ে যুক্তরাজ্য থেকে কাজ করছে।
ব্রিটেন, ইউরোপ, মধ্যপ্রাচ্য ,ওশেনিয়া ও এশিয়ার বিভিন্ন দেশে 52banglatv এর নিজস্ব প্রতিনিধি ও ফ্রিল্যান্স সংবাদকর্মী হিসাবে কাজ করছেন অর্ধশতাধিক প্রতিশ্রুতিশীল সংবাদকর্মী।
৫২বাংলার ৩য় বর্ষপূর্তিতে সকল কলাকুশলী, দর্শক ও পাঠকদের গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে’র পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও শুভ কামনা-