বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি এবং সংগঠক এডভোকেট আব্দুস শহীদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। ২৫ জানুয়ারি মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় ঢাকায় চিকিৎসারত অবস্থায় সিএমএইচ – এ শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
বিশিষ্ট আইনজীবি এডভোকেট আব্দুস শহীদ এর বাড়ী সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার জলঢুপ( পাঠুলী) গ্রামে।
তিনি ঢাকাস্থ বিয়ানীবাজার সমিতির সভাপতি এবং জালালাবাদ এসোসিয়েশন এর নির্বাহি সদস্য হিসাবে দায়িত্ব পালন সহ নানা সামাজিক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে নিরলস সেবা করে গেছেন।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল ২৬ জানুয়ারি,বুধবার বাদ আছর, তাঁর গ্রামের জলঢুপ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ।পরে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মরহুম এডভোকেট আব্দুস শহীদ এর বাবার নাম মরহুম ফরমুজ আলী মাষ্টার । মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন ও শুভাকাঙ্খি রেখে গেছেন।
মরহুমের ছোটভাই প্রবীন শিক্ষক আব্দুর রব তার ভাইয়ের পরকালীন শান্তি কামনা করে দেশ ও প্রবাসী আত্নীয় স্বজন ও শুভাকাঙ্খিদের কাছে দোয়া কামনা করেছেন।
শোক প্রকাশ :
এদিকে জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কোষাধ্যক্ষ ও শিক্ষা ও মানবিক সেবামূলক চ্যারেটি সংগঠন সমছুল-করিমা ফাউন্ডেশনের প্রেক্টন শরিফুল ইসলাম রবিন এর বড় চাচার মৃত্যুতে জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে ও সমছুল –করিমা ফাউন্ডেশন গভীর শোক প্রকাশ করেছে।শোকবার্তায় বিশিষ্ট আইনজীবি মরহুম এডভোকেট আব্দুস শহীদ এর পরকালীন শান্তি কামনা করে সকলের কাছে দোয়া কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।