­
­
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
আরবদের হটিয়ে যেভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল  » «   ২০২৪ সালে লন্ডন ছেড়েছেন ১১ হাজার ধনী, কোথায় যাচ্ছেন তাঁরা  » «   জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭-৮ শতাংশে নেমে আসবে: গভর্নর  » «   মডেল মেঘনা বিশেষ ক্ষমতা আইনে জেলে, অভিযোগ ছাড়াই আটকের যৌক্তিকতা নিয়ে আবারও প্রশ্ন  » «   ‘আলোয় আলোয় মুক্তির’ সন্ধানে বর্ষবরণ করবে ছায়ানট  » «   মঙ্গল শোভাযাত্রার নাম বদলে গেল  » «   যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ: বিপজ্জনক খেলা, পথ নেই পিছু হটার  » «   বিশ্বকে বদলে দিতে বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ  » «   প্রবাসীদের ভোট পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি  » «   নাসার সাথে চুক্তি, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা জোটে যুক্ত হলো বাংলাদেশ  » «   সারা দেশে সরকারি ফার্মেসি চালু করছে সরকার  » «   ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে বাটা-কেএফসি ভাংচুর : ৪ মামলা, গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান  » «   গাজায় গণহত্যা: ছয় জেলায় বাটা-কেএফসিতে হামলা-ভাঙচুর, হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ  » «   গাজার ৫০ শতাংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে, সংকুচিত হয়ে পড়ছেন ফিলিস্তিনিরা  » «   গাজায় ইসরায়েলি আগ্রাসন : প্রতিবাদে সামিল বাংলাদেশ  » «  

জলঢুপ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন
 সভাপতি আব্দুল মান্নান



বিয়ানীবাজার উপজেলার অন্যতম প্রাচীন বিদ্যাপীট জলঢুপ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়ছে।

কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে জলঢুপ পাড়িয়াবহর গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সংগঠক আব্দুল মান্নানকে। শনিবার (১৫ জানুয়ারি) সকালে জলঢুপ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে সদ্য নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দের সর্বসম্মতিতে তাকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়।

এর আগে গত ৯ জানুয়ারি ম্যানেজিং কমিটির নির্বাচনে ফল ঘোষনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জলঢুপ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন এর প্রিজাইডিং অফিসার মৌলুদুর রহমান। নির্বাচনে প্রতিটি পদে বৈধ মনোনীত প্রার্থী পদের সমান সংখ্যক হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪ জন অভিভাবক প্রতিনিধি, ১ জন সংরক্ষিত শিক্ষক প্রতিনিধি এবং ২জন সাধারণ শিক্ষক প্রতিনিধিকে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে নির্বাচিত ঘোষনা করেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক প্রতিনিধি পদে নির্বাচিত হন গিয়াস উদ্দিন (চান্দঁন) , আব্দুল্লাহ হিল কাফি, ফখরুল ইসলাম, আক্তারুল ইসলাম এবং শিক্ষক প্রতিনিধি (সাধারণ) পদে ছয়ফুল ইসলাম, সাধন নাথ এবং সংরক্ষিত শিক্ষক প্রতিনিধি পদে জান্নাতুল ফেরেদৌসকে নির্বাচিত ঘোষনা করা হয়। পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিনকে সম্পাদক পদে মনোনীত হন।

এদিকে নব নির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন ম্যানেজিং কমিটির সকল সদস্য বৃন্দ। বিদ্যালয়ের সামিগ্রক উন্নয়ন এবং পড়ালেখার মানউন্নোয়নে সকলেই এক হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রসঙ্গত ১৯৩২ সালে প্রতিষ্ঠিত জলঢুপ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় সিলেটের বিয়ানীবাজার উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। বিয়ানীবাজার অঞ্চলেরর শিক্ষা, সংস্কৃতি , ঐতিহ্য ও সামাজিক জাগরণে এই বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে প্রাতিষ্ঠানিক কাজের মাধ্যমে অগ্রণী ভূমিকা রেখে আসছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন