সংবাদ শিরোনাম :
বিয়ানীবাজারের প্রবীন ব্যবসায়ি যুক্তরাষ্ট্র প্রবাসী মো:আব্দুল ওয়াছ ইন্তেকাল করেছেন
৫২ বাংলা
- আপডেট সময় : ১১:০০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / 1672
সিলেট বিয়ানীবাজারের প্রবীন ব্যবসায়ি ও বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল ওয়াছ ইন্তেকাল করেছেন। গত ২৯ ডিসেম্বর বুধবার বিকাল ২:৩০ মিনিটে নিউ ইয়র্কে তার নিজ বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি কয়েক বছর থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন।
মো: আব্দুল ওয়াছ এর দীর্ঘদিন বিয়ানীবাজার পৌরশহরস্থ পুরাতন মাছগলির গ্রোসারী ব্যবসা ছিল।মো: আব্দুল ওয়াছ হচ্ছেন বিয়ানীবাজারের অন্যতম ব্যবসায়ী যিনি নিজস্ব মিলে সকলপ্রকার মসলা প্রক্রিয়াজাত করে নিজস্ব ব্রান্ডের মসল বিক্রি করা বিশিষ্ট ব্যবসায়ি।
মরহুম মো: আব্দুল ওয়াছ এর পিতার নাম মরহুম হাছন আলী। তার বাড়ি বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের বড়দেশ পূর্ব বাড়ি। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য আত্নীয় স্বজন ও শুভাকাংখি রেখে গেছেন।
৩০ ডিসেম্বার বৃহস্পতিবার নিউ ইয়র্কের Masjid Al Aman, 203 Forbel Street Brooklyn. NY 11208 এ বাদ যোহর তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে Washington Memorial , 855 Canal Rd, Mt Sinai, NY 11766 এ তাকে দাফন করা হবে।
এদিকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন তার বড় ছেলে বিয়ানীবাজারের ব্যবসায়ী এমরান হোসেন ও যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলে রেদওয়ান হোসেন ও ছরওয়ার হোসেন।



















