স্পেনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয় দিবস উদযাপিত
- আপডেট সময় : ০৭:১৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
- / 1196
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে মহিলা সমিতি বার্সেলোনার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ ডিসেম্বর রবিবার বার্সেলোনার একটি হলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঝাক ঝমকপুর্ন ভাবে দিবসটি পালন করা হয়েছে।
মহিলা সমিতির সভাপতি মেহতা হক জানুর সভাপতিত্বে যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন তাইফা রহমান শারমিন ও মালিয়া কাইয়ুম মিশু।
আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাস্ট্রদূত সারোয়ার মাহমুদ এনডিসি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দুতালয় প্রধান এ.টি.এম আব্দুর রউফ মন্ডল,দুতালয় কর্মকর্তা রেজা শাহ পালবী,দূতাবাস কর্মকর্তা সাইফুল ইসলাম,বার্সেলোনা মিনিউসিপালিটি ও ই আর সি দলের নেতা ইভা বারো,বার্সেলোনা মিনিউসিপালিটি ও ই আর সি দলের নেতা মার্ক বাররাস,ই আর সি দলের নেতা ও বাংলাদেশি সমন্নয়ক সালেহ আহমদ।
এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্ধু সুলভ মহিলা সংগঠনের সভাপতি শিউলি আক্তার,আওয়ামী লীগ নেতা জাহাংগীর আলম,শাহ আলম স্বাধীন,উত্তম কুমার,শামিম ব্যাপারী,খাদিজা আক্তার মনিকা,কাজী আমির হোসেন আমু,যুবলীগের সভাপতি ছালাহ উদ্দিন,ভয়েস অব বার্সেলোনার সভাপতি ফয়সল আহমদ প্রমূখ ।
আলোচনা সভার প্রথমেই ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা ও দুই লক্ষ সম্ভব হারানো মা-বোনকে শ্রদ্ধার সাথে স্মরণ করে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করেন।
বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্নত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন জাতির জনকের জন্ম না হলে আর তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষনা না করলে আজ আমরা এই স্বাধীনতা পেতাম না ।যার জন্য আমাদের বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি তাকে আমরা আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবো ।
আলোচনা সভা শেষে বার্সেলোনার স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।প্রথমেই সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।পরে নাচ,গান,নৃত্য সহ সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


























