­
­
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «   পাকিস্তানের আছে ১৫০টি পরমাণু বোমা, ভারতের কত?  » «   কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের লড়াইয়ের কারণ কী?  » «  

২ ডিসেম্বর বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থা ইউকে’র সম্মেলন ও নির্বাচন
শামীম-নুরুজ্জামান-বক্কর পরিষদের ৪১ জনের মনোনয়ন জমা



বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্হার কার্য নির্বাহী কমিটির আগামী ১২ ডিসেম্বর, রবিবার অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে শামীম-নুরুজ্জামান-বক্কর পরিষদের ৪১ জনের একটি প্যানেলের মনোনয়ন জমা পড়েছে। পূর্ব লন্ডনের ২২০ জুবিলি স্ট্রীটে ২১ নভেম্বর এ মনোনয়ন প্রদান করা হয়।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার আসুক আহমদ,নির্বাচন কমিশনার আব্দুল সফিক,করিম উদ্দিন ও কমিশন সচিব এম মাসুদ আহমদ ছাড়াও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোহাম্মদ রহিম উদ্দিন,আলী বেবুল,সাহেদ আহমদ , আকবর হোসেন রবিন উপস্থিত  ছিলেন।পরে নির্বাচন কমিশন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন।

বিভিন্ন পদে নির্বাচন কমিশনের নিকট যারা মনোনয়ন জমা দিয়েছেন- সভাপতি পদে শামীম আহমদ, সাধারণ সম্পাদক পদে মো: নুরুজ্জামান,কোষাধক্ষ্য পদে আবু বক্কর,সাংগঠনিক সম্পাদক পদে মারুফ আহমদ,সহ-সভাপতির ১০টি পদে আতিক হোসেন, খায়রুল ইসলাম আলিম, আমিনুল ইসলাম লিটন, আব্দুল বাছিত, গোলাম রাব্বানী, সাকের মাহমুদ তাফাদার, আক্তার হোসেন খান, ফাজায়েল আহমদ তারেক, সালেহ আহমদ।

সহ-সাধারণ সম্পাদকের ৪টি পদে মুজিব রহমান, শফিকুল হক এবাদ, আব্দুল মুকিত, আব্দুল কুদ্দুস,সহ-কোষাধক্ষ পদে মহি উদ্দিন ফয়ছল,সহ-সাংগঠনিক পদে সুমন রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আব্দুস সামাদ,শিক্ষা বিষয়ক সম্পাদক পদে ডা: রুবেল আহমদ,সহ শিক্ষা সম্পাদক পদে বাবুল হোসেন,সমাজকল্যাণ সম্পাদক পদে জাবির আহমদ,সহ-সমাজকল্যাণ সম্পাদক পদে আনোয়ার হোসেন সুলেমান,সাংস্কৃতিক সম্পাদক পদে জুবের আহমদ রিমন,সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুর রহমান সাব্বির,ক্রীড়া সম্পাদক পদে জামাল আহমদ,সহ-ক্রীড়া সম্পাদক পদে কয়েছ আহমদ,মেম্বারশীপ সম্পাদক পদে আব্দুল বাতিন,সহ-মেম্বারশীপ সম্পাদক পদে ছয়ফুল ইসলাম,দপ্তর সম্পাদক পদে কবির আহমদ আমিন,সহ-দপ্তর সম্পাদক পদে খালেদ হোসেইন।

কার্যকরি সদস্যের ৯ টি পদে জসীম উদ্দিন,রহিম উদ্দিন রিপন,ফয়জুল ইসলাম,আক্তার হোসেন,সুজন আহমদ,আহমদ হোসেন,ফারহান হোসেন রিজু,মাহবুব হোসেন ও আইনুল আলম বাবলু।
নির্বাচন কমিশন জানিয়েছেন প্রত্যেক পদের জন্য একটি করে নমিনেশন জমা হয়েছে। আগামী ১২ ডিসেম্বর রবিবার, সন্ধ্যা সাড়ে ৫ টায়।২০২১ বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থা ইউকে’র সম্মেলন পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থা ২০০৮ সালে প্রতিষ্ঠা হয়। ১৩ বছর পর এ সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন