­
­
মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
গাজায় গণহত্যা: ছয় জেলায় বাটা-কেএফসিতে হামলা-ভাঙচুর, হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ  » «   গাজার ৫০ শতাংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে, সংকুচিত হয়ে পড়ছেন ফিলিস্তিনিরা  » «   গাজায় ইসরায়েলি আগ্রাসন : প্রতিবাদে সামিল বাংলাদেশ  » «   যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ: বাংলাদেশের জন্য সুযোগও সৃষ্টি হতে পারে  » «   ১০০ ডলারের টি-শার্টের শুল্ক ৪৯ ডলার!  » «   বাংলাদেশসহ ১৩ দেশের ওপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা সৌদির  » «   ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «  

হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলন
আব্দুল মোছাব্বির চেয়ারম্যান আলী রেজা সম্পাদক ও আকদ্দস আলী কোষাধ্যক্ষ



নর্থওয়েষ্ট ইংল্যান্ডের অন্যতম প্রাচীন সংগঠন হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের দ্ববিার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এসোসিয়েশনের হলে গত শনিবার (৩০ অক্টোবর) এ সম্মেলন অনুষ্ঠিত হয় ।

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সংগঠনের সদস্য, প্রবীন কমিউনিট ব্যক্তিত্ব এবং বাংলাদেশী কমিউনিটির সর্বস্থরের উপস্থিতিতে হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনে অনুষ্ঠিত এক সভায় সংগঠনের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

এ উপলক্ষে সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোছাব্বির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারন সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল হামিদ। সাধারণ সম্পাদক আলী রেজার পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান আব্দুল মোছাব্বির।এসোসিয়েশনের গত দুবছরের অর্থনৈতিক রিপোর্ট প্রদান করেন কোষাধ্যক্ষ আকদ্দছ আলী।

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কাউন্সিলার জিম ফিজপ্যাট্রিক, সংগঠনের সাবেক চেয়ারম্যান ও বর্তমান উপদেষ্টা মোবাশর উল্লাহ ও কমিউনিটি ব্যক্তিত্ব ফারুক আহমেদ এমবিই।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগঠনের গত কমিটি বাতিল করা হয়।নতুন কমিটি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনার কাউন্সিলার জিম পিজপ্যাট্রিকের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে নতুন কমিটির নাম ঘোষনা করা হয় । এতে আগামী দুই বছরের জন্য সংগঠনের চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ আব্দুল মোছাব্বির, সেক্রেটারী আলী রেজা ও কোষাধ্যক্ষ আকদ্দছ আলীকে পুনঃনির্বাচিত করে কমিউনিটির তরুণ ও নতুন মুখের সমন্বয়ে ২১ সদস্য বিশিষ্ট কমিঠি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ আব্দুল কাদির, আলহাজ খসরু উল্লাহ এবং সৈয়দ আব্দুল মান্নান। কমিটির সম্পাদকমন্ডলীতে সহ সাধারন সম্পাদক মোহাম্মদ জাহেদুর রহমান, সহ কোষাধ্যক্ষ আলী আকবর, সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব, ক্রীড়া সম্পাদক আব্দুল মুনিম ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল বশর নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন বদরুল আলম, সৈয়দ আনজব আলী, সিরাজ উদ্দিন, সালেহা বেগম, শামিম উল্লাহ, মৌলেদ হোসেন,, সৈয়দ ইদ্রিস আলী ও মাহবুব খান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন