গোলাপগঞ্জে ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
- আপডেট সময় : ০৭:৫৮:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
- / 1181
যুক্তরাজ্য প্রবাসী কামরুল আলম দুলালের পৃষ্টপোষকতায় গোলাপগঞ্জে (সিলেট) ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার ভৌগলিক মিলনস্থল আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মেধাবৃত্তি পরীক্ষায় মোট ৯টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের অষ্টম ও দশম শ্রেণির ১৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। বিদ্যালয়গুলো হচ্ছে বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, বিবিরাই নিম্ন মাধ্যমিক বিদ্যালয়,গোলাপগঞ্জ উপজেলার উত্তর বাদেপাশা ইউনিয়নের মফজিল আলী উচ্চ বিদ্যালয়, শাহজালাল একাডেমি, রাইয়ান মেমরিয়্যাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বুধবারীবাজার ইউনিয়নের আল-এমদাদ উচ্চ বিদ্যালয়, বাগিরঘাট উচ্চ বিদ্যালয়, বানীগ্রাম বহরগ্রাম উচ্চ বিদ্যালয়, ঢাকাদক্ষিণ ইউনিয়নের মছলম উদ্দিন খাঁন একাডেমীর শিক্ষার্থীরা।
মেধাবৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ও পরীক্ষা কমিটির সভাপতি শফিউল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক ও আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালিক, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুছ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক শাহিন আলম সাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, আছিরগঞ্জ সিনিয়র আলিম মাদ্রাসার সভাপতি তেরাব আলী, আছিরগঞ্জ উচ্চ উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা পর্ষদের সদস্য জয়নাল উদ্দিন, মেধাবৃত্তি পরীক্ষা কমিটির সদস্য শিক্ষক জয়নুল ইসলাম ললাই,শিক্ষিকা আফিয়া বেগম, দেবারাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহসভাপতি সেলিম আহমদ, কুশিয়ারা ডিগ্রি কলেজের বিদ্যোৎসাহী ছালেহ আহমদ প্রমুখ।
যুক্তরাজ্য প্র্রবাসী ও মেধাবৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক কামরুল আলম দুলাল জানান করোনাকালী সময়ে শিক্ষার্থীদের মাঝে লেখাপড়া অনেক গতি হারিয়ে গেছে। মেধাবৃত্তি পরীক্ষা আয়োজনের মাধ্যমে কুশিয়ারা তীরবর্তী অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে গতি ফিরিয়ে আনতে এই উদ্যোগ নিয়েছেন বলে তিনি জানান।



















